স্বর্ণপর্ণী
সূচিপত্র:
ক) গল্পের বিষয়সংক্ষেপ:
খ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ)
গ) অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (SAQ)
ঘ) ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ঙ) রচনাধর্মী প্রশ্ন উত্তর।
ক) বিষয়সংক্ষেপ:
১৬ জুন, নিজের জন্মদিনে প্রোফেসর শঙ্কু তাঁর আরামকেদারায় বসে ভাবছিলেন নিজে তৈরি করা একটি ওষুধ মার্জারিন নিয়ে, যা তাঁর বিড়াল নিউটনকে ২৪ বছর বাঁচিয়ে রেখেছে। সেদিন তাঁর মন ছিল বেশ ভাল। নানা আবিষ্কারের জন্য তিনি খ্যাতি পেয়েছেন—যেমন মিরাকিউরল, অ্যানাইহিলিন পিস্তল, লিঙ্গুয়াগ্রাফ ইত্যাদি। মিরাকিউরল তৈরি করার পেছনে রয়েছে একটি বিশেষ গল্প। শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু ছিলেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি দরিদ্রদের সাহায্য করতেন। একবার বাবার হার্টব্লকের কথা জানতে পেরে শঙ্কু স্বর্ণপর্ণী নামে একটি ভেষজ গাছের সন্ধানে যান কসৌলির জঙ্গলে। সেই গাছ থেকেই তৈরি করেন মিরাকিউরল, যা জয়গোপাল মিত্র নামে এক উকিলের রোগ সারিয়ে দেয়। এরপর সারা দেশে ওষুধটির নাম ছড়িয়ে পড়ে। লন্ডনে তাঁর বন্ধু জেরেমি সন্ডার্স যকৃতের ক্যানসারে আক্রান্ত হলে শঙ্কু তাঁকে মিরাকিউরল পাঠান, এবং সন্ডার্স পুরোপুরি সেরে ওঠেন। এরপর সন্ডার্স শঙ্কুকে লন্ডনে ডাকেন গবেষণার জন্য। সেখানে তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। এদিকে জার্মানিতে হিটলারের নাৎসি শাসনের সময় নরবার্ট স্টাইনার নামের এক যুবক শঙ্কুর সাহায্য চান তাঁর মুমূর্ষু বাবা হাইনরিখ স্টাইনারকে বাঁচানোর জন্য। শঙ্কু বার্লিন গিয়ে মিরাকিউরল খাইয়ে স্টাইনারকে সুস্থ করে তোলেন। তখন হঠাৎ ব্ল্যাকশার্ট বাহিনী শঙ্কুকে তুলে নিয়ে যায় হের্ গোয়রিং–এর কাছে।
গোয়রিং শঙ্কুর কাছে জানতে চান, ইহুদিদের তিনি কেন সাহায্য করছেন। শঙ্কু উত্তর দেন যে, তিনি শুধুই একজন বিজ্ঞানী, এবং রোগীকে সুস্থ করাই তাঁর কাজ। গোয়রিং ওষুধ খেতে চান, শর্ত দেন যে স্টাইনার পরিবারকে বার্লিন ছাড়তে দিতে হবে। শঙ্কু রাজি হন। এরপর গোয়রিং ও তাঁর সহকারী এরিখ মিরাকিউরল খেয়ে ঘুমিয়ে পড়েন, আর শঙ্কু সুযোগ নিয়ে পালিয়ে যান এবং স্টাইনার পরিবারকে প্যারিসে পাঠিয়ে নিজে লন্ডন ফিরে আসেন। সব ঘটনা শুনে সন্ডার্স জানান, শঙ্কুর ব্যাগে থাকা ওষুধ আসলে ছিল ঘুমের বড়ি সেকোন্যাল। আসল মিরাকিউরল ছিল তাঁর কাছেই নিরাপদে। এই বুদ্ধিতে শঙ্কু বিপদের হাত থেকে বেঁচে যান। সব শুনে শঙ্কু সন্ডার্সের প্রতি কৃতজ্ঞতা জানান।
খ) সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ) প্রশ্নের মান-১
১) প্রফেসর শঙ্কু আবিষ্কৃত রিমেমব্রেন এর কাজ হল-
ক) সস্তায় আলো দেওয়া
খ) ঘুম পাড়ানো
গ) মহাকাশে উঠতে সাহায্য করা
ঘ) লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনা
উত্তর:(ঘ) লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনা
২) শংকুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কু পেশায় ছিলেন-
ক) পশু চিকিৎসক
খ) আয়ুর্বেদিক চিকিৎসক
গ) অধ্যাপক
ঘ) বৈজ্ঞানিক
উত্তর:(খ) আয়ুর্বেদিক চিকিৎসক
৩) যারা দরিদ্র, যারা নিরক্ষর, তাদের কথা ভুলিস না- উক্তিটির বক্তা হলেন -
ক) ত্রিলোকেশ্বর শঙ্কু
খ) ত্রিগুণেশ্বর শঙ্কু
গ) ত্রিপুরেশ্বর শঙ্কু
ঘ) শঙ্কুর দাদু
উত্তর:(গ) ত্রিপুরেশ্বর শঙ্কু
৪) টিকড়ীবাবা নিজে স্বর্ণপর্ণী পাতা দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে উদ্ধার পেয়েছিলেন-
ক) কঠিন উদরি রোগ থেকে
খ) শ্বাসকষ্টের হাত থেকে
গ) ক্যান্সারের হাত থেকে
ঘ) পান্ডু রোগের হাত থেকে
উত্তর:(ঘ) পান্ডু রোগের হাত থেকে
৫) জার্মান মহিলার কাতর অনুরোধ শুনে শঙ্কুর যে রোগটির জন্য তাকে মিরাকিউরাল দিয়েছিলেন তা হল-
ক) কালাজ্বর
খ) সর্দিকাশি
গ) ক্যান্সার
ঘ) মৃগী
উত্তর:(খ) সর্দিকাশি
৬) গোয়িং এর মূল অসুস্থতা ছিল-
ক) শ্বাসকষ্ট
খ) গ্ল্যান্ডের গোলমাল
গ) ক্যান্সার
ঘ) স্থূলতা
উত্তর:(খ) গ্ল্যান্ডের গোলমাল
৭) স্বর্ণপর্ণী বা সোনেপত্তির খবর দিয়েছিলেন-
ক) মছলী বাবা
খ) ডক্টর সর্বাধিকারী
গ) টিকড়ীবাবা
ঘ) মাচান বাবা
উত্তর:(গ) টিকড়ীবাবা
৮) কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়-
ক) উপনিষদ
খ) বেদ
গ) মনুসংহিতা
ঘ) চরকসংহিতা
উত্তর:(ঘ) চরকসংহিতা
৯) স্বর্ণপর্ণী গাছ শঙ্কু কোথায় খুঁজে পেয়েছিলেন-
ক) বারানসিতে
খ) কসৌলিতে
গ) হরিদ্বারে
ঘ) শোন প্রয়োগে
উত্তর:(খ) কসৌলিতে
১০) স্বর্ণপর্ণী পাতা দিয়ে প্রথম কার অসুস্থতা ছাড়ান প্রফেসর শঙ্কু-
ক) হাইনরিখ স্ট্রাইকারের
খ) প্রফেসরের বাবার
গ) উকিল জয়গোপাল মিত্রের
ঘ) জেরিমি সানডার্স এর
উত্তর:(গ) উকিল জয়গোপাল মিত্রের
গ) অতি সংক্ষিপ্ত উত্তর দাও। (SAQ) প্রশ্নের মান-১
১) প্রফেসর শঙ্কুর বাবা কত বছর বয়সে, কোন রোগে মারা যান?
উত্তর: প্রফেসর শঙ্কুর বাবা মাত্র ৫০ বছর বয়সে হার্টব্লক হয়ে মারা যান।
২) টিকড়ীবাবা কে?
উত্তর:টিকড়ীবাবা হলেন একজন সাধু।তিনি
উশ্রী নদীর ওপারে একটি গ্রামের গাছতলায় বসে ধ্যানকরতেন।
৩) স্বর্ণপর্ণীর উল্লেখ কোন বইতে আছে?
উত্তর: ত্রিপুরেশ্বর শঙ্কু চরকসংহিতার পাতায় স্বর্ণপর্ণীর উল্লেখ পেয়েছিলেন।
৪) 'আমার মনটা নেচে উঠল'-বক্তার মন আনন্দে নেচে উঠেছিল কেন ?
উত্তর: টিকড়ীবাবার নির্দেশমতো কালকা শহর থেকে বহু দূরে হাজার ফুট উঁচুতে অবস্থিত কসৌলির চামুণ্ডা মন্দিরের পিছনের গভীর জঙ্গলে মাত্র পনেরো মিনিট হাঁটতেই ‘স্বর্ণপর্ণী' গাছটি আবিষ্কৃত হওয়ায় শঙ্কুর মনটা আনন্দে নেচে ওঠে।
৫) স্বর্ণপর্ণীর খোঁজ পেয়ে শঙ্কু কী করেছিলেন ?
উত্তর: শঙ্কু স্বর্ণপর্ণী গাছড়াটিকে শিকড়সুদ্ধ তুলে গিরিডিতে নিয়ে আসেন। তারপর মালি হরকিষণের ওপর এর পরিচর্যার ভার দেন।
৬) হাইল হিটলার কথার অর্থ কী?
উত্তর: হাইল হিটলার কথার বাংলা অর্থ হল- হিটলার জিন্দাবাদ।
৭) ব্ল্যাকশার্ট কী?
উত্তর: হিটলারের ন্যাৎসি পুলিশবাহিনীর নাম- ব্ল্যাকশার্ট।
৮) 'মিরাকিউরল'-শব্দটির বাংলা অর্থ কী ?
উত্তর: 'মিরাকিরল'-শব্দটির বাংলা অর্থ-সর্বরোগনাশক বড়ি।
৯) শঙ্কুর প্রথম ঔষধ প্রয়োগে কী ফল দিয়েছিল?
উত্তর:শঙ্কু উকিল মরণাপন্ন জয়গোপাল মিত্রের উপর গুঁড়ো করা দুটি স্বর্ণপর্ণীর পাতা প্রয়োগ করায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান।
১০)'এটা কি কোন ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে?
উত্তর: মিরাকিউরল বড়ির সাহায্য সান্ডার্স এর ক্যান্সার সেরে যাওয়ার ঘটনাকে- ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিল সান্ডার্স।
ঘ) ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্নের মান-৩
১) 'এক অদ্ভুত দৃশ্যদেখে মুহূর্তের জন্য আমার নিশ্বাস বন্ধ হয়ে গেল।' – বক্তা কোন দৃশ্যের কথা বলেছেন ? এরপর কী হয়ে ছিল?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী' গল্পে উক্তিটির বক্তা প্রোফেসর শঙ্কু। কলকাতায় স্কটিশ চার্চ কলেজে অধ্যাপনাকালে তিনি এক গ্রীষ্মের ছুটিতে গিরিডির বাড়িতে এসে তিনি দেখেন, তাঁর বাবা টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছেন। এই দৃশ্য তাঁর জীবনে প্রথমবার, তাই তিনি চমকে ওঠেন। শঙ্কু নাড়ি টিপে বুঝতে পারেন,বাবা অজ্ঞান হয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে কাজের লোককে ডা.সর্বাধিকারীর কাছে পাঠান। তবে ডাক্তার আসার আগেই তাঁর বাবার জ্ঞান ফিরে এসেছিল।
২) 'এত অল্প সময়ে আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি।' – বক্তা কোন অভিযানের কথা বলেছেন?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী'গল্পে, এই উক্তি প্রোফেসর শঙ্কুর। তার বাবাকে টিকড়ীবাবা সর্বরোগনাশক ভেজর উদ্ভিদ স্বর্ণপর্ণী খোঁজ দিয়েছিলেন। তিনি তাঁর বাবার কথায় প্রভাবিত হয়ে ‘স্বর্ণপর্ণী’ নামে এক দুর্লভ ভেষজ উদ্ভিদের খোঁজে বের হন। কালকা থেকে কসৌলি হয়ে ধ্বংসপ্রাপ্ত চামুণ্ডা মন্দিরের পেছনে ঝরনার ধারে তিনি গাছটি আবিষ্কার করেন। পরে এই গাছ থেকেই 'মিরাকিউরল' নামে একটি অসাধারণ ওষুধ তৈরি করেন, যা বহু রোগ সারাতে সক্ষম।
৩) 'সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন।' – কোন দিনের কথা বলা হয়েছে? ঘটনাটি কী ছিল?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী' গল্পে, প্রোফেসর শঙ্কু প্রায় দেড় বছর পর পুজোর ছুটিতে গিরিডির বাড়ি ফিরে আসেন। এখানে তিনি সেই দিনকার কথা বলেছেন। * সেই দিন রাত্রেই তাঁর বাবা তাঁকে এক আশ্চর্য ঘটনার কথা বলেন। অনেক বছর আগে তাঁর কাছে টিকড়ীবাবা নামে এক সাধু এসেছিলেন চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে তিনি বলেন, শঙ্কুর বাবার নিজের অসুখও সারাতে হবে। তখন তিনি ‘সোনেপত্তী’ বা স্বর্ণপর্ণী নামের এক দুর্লভ গাছের কথা বলেন, যা সব রোগ সারাতে পারে।
৪) 'কী অদ্ভুত অভিজ্ঞতা!' – কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে? সেই অভিজ্ঞতা কী ছিল?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী' গল্পে প্রোফেসর শঙ্কুর অভিজ্ঞতার কথা বলা হয়েছে। লন্ডন থেকে বার্লিনে যাওয়ার পথে তিনি নরবার্ট নামে এক ইহুদির মাধ্যমে হাইনরিখ স্টাইনারের অসুস্থতার কথা জানেন। শঙ্কু তাঁকে ‘মিরাকিউরল’ দিয়ে সুস্থ করে তোলেন। এরপর নাৎসি নেতা গোয়রিং শঙ্কুকে জোর করে ওষুধ নিতে বাধ্য করে। তবে শঙ্কু সুযোগ বুঝে স্টাইনার পরিবারের প্যারিসে পালানোর ব্যবস্থা করে দেন। চব্বিশ ঘণ্টার এই নাটকীয় অভিজ্ঞতাকেই তিনি ‘অদ্ভুত’ বলেন।
ঙ) রচনাধর্মী প্রশ্ন উত্তর। প্রশ্নের মান-৫
১) “বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল।” – বক্তার 'বাবা' কে? এখানে কোন 'কথাগুলো’র কথা বলা হয়েছে?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী' গল্প থেকে নেওয়া। এখানে বক্তা হলেন প্রোফেসর শঙ্কু, আর ‘বাবা’ হলেন তাঁর পিতা ত্রিপুরেশ্বর শঙ্কু, যিনি গিরিডির একজন নামকরা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি সারাজীবন গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করতেন। তিনি প্রফেসর শঙ্কুকে বলেছিলেন-অঢেল অর্থ উপার্জন জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। অর্থ অবশ্যই দরকার, তবে সেটি যেন মানুষের উপকারে লাগে। যাঁরা অভাবী, অসুস্থ বা অসহায়, তাঁদের পাশে দাঁড়ানোই জীবনের আসল সার্থকতা। এই মানবিক বাণীগুলো শঙ্কুর মনে গভীর ছাপ ফেলে এবং তিনি সারা জীবন তা মেনে চলেন।
২) “নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পেতাম না”—বক্তা কে? এই উক্তির পেছনের প্রসঙ্গ কী?
উত্তর:সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী' গল্পে, এই কথাটি বলেছেন প্রোফেসর শঙ্কু। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং অল্প বয়সেই শিক্ষাজীবন শেষ করেন। তাঁর বাবা চেয়েছিলেন, শঙ্কু চাকরি না করে শিল্প, সাহিত্য, দর্শন পড়ে জীবন উপভোগ করুক, এবং গবেষণায় মন দিক। এমনকি তাঁর বাবার সঞ্চিত অর্থও তাঁর জন্য রেখে দেন। কিন্তু শঙ্কু বাবার প্রস্তাবের একাংশ মেনে নিলেও, সম্পূর্ণ নির্ভরশীল হতে চাননি। নিজের উপার্জনে বাঁচতে চেয়ে ছিলেন তিনি। এই উক্তির মাধ্যমে বোঝা যায়, শঙ্কু আত্মমর্যাদাবান, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল ব্যক্তি ছিলেন। তিনি নিজের পরিচয় নিজেই গড়ে তুলতে চেয়েছিলেন।
৩) “এইসময় একটি ঘটনা ঘটল, যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল”—কার উক্তি এবং এর মানে কী?
উত্তর: সত্যজিৎ রায়ের রচিত 'স্বর্ণপর্ণী'গল্পে, এই উক্তিটি প্রোফেসর শঙ্কুর, যা সত্যজিৎ রায়ের 'স্বর্ণপর্ণী' গল্পে এসেছে। শঙ্কু তাঁর আবিষ্কৃত ‘মিরাকিউরল’ নামক ওষুধ একজন ইংরেজ জীবতত্ত্ববিদ জেরেমি সন্ডার্সের ক্যানসার চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন। অনেকদিন কোনো খবর না পাওয়ায় তিনি চিন্তিত ছিলেন। হঠাৎ একদিন সুস্থ সন্ডার্স তাঁর বাড়িতে এসে উপস্থিত হন এবং বলেন, মিরাকিউরল তাঁকে পুরোপুরি সুস্থ করে তুলেছে। এরপর সন্ডার্স শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যান, এবং সেখানকার বৈজ্ঞানিক সমাজে তাঁর পরিচয় ঘটে। এই ঘটনাই শঙ্কুর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ও একজন সফল বৈজ্ঞানিক হিসেবে প্রতিষ্ঠিত হন।
CONTENTS:
আরো পড়ুন:
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতার প্রশ্ন উত্তর Click Here
ধীবর-বৃত্তান্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
ইলিয়াস গল্পের প্রশ্ন উত্তর Click Here
দাম গল্পের প্রশ্ন উত্তর Click Here
নব নব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
হিমালয় দর্শন গল্পের প্রশ্ন উত্তর Click Here
ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর click Here
আবহমান কবিতার প্রশ্ন উত্তর Click Here
আমরা কবিতা প্রশ্ন উত্তর click Here
খেয়া কবিতার প্রশ্ন উত্তর clickHere
আকাশের সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর Click Here
নিরুদ্দেশ গল্পের প্রশ্ন উত্তর click Here
রাধারানী গল্পে প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part1 clickHere
চন্দ্রনাথ গল্পের প্রশ্ন উত্তর part-2 click Here
নবম শ্রেণীর সহায়ক পাঠ গল্প
ব্যোমযাত্রীর ডায়েরির প্রশ্ন উত্তর Click Here
কর্ভাস গল্পের প্রশ্ন উত্তর Click Here
স্বর্ণপর্ণী গল্পের প্রশ্ন উত্তর click here
Class 9 English
Teles of Bhola grandpa Lesson1 Unit 1Click Here
Teles of Bhola grandpa Unit 2 Click Here
All about a Dog Lesson 2-Unit -1 -Click Here
All about a Dog Lesson 2 Unit 2 Click Here
A Day in the zoo Lesson 4 Part 1 Click Here
A Day in the zoo Lesson 4 part 2 Click Here
All Summer in a Day Lesson 5 part 1 Click Here
The price of bananas part 1 click Here
The price of bananas part 2 click Here
Hunting snake poem question answer click Here
0 Comments