হরিচরণ বন্দ্যোপাধ্যায়
সূচিপত্র:
ক) কবি পরিচিতি:
খ) উৎস
গ) নামকরণ
ঘ) গল্পের বিষয়সংক্ষেপ:
ঙ) হাতে-কলমে সমাধান
ক) কবি পরিচিতি:
'ইন্দ্রজিৎ' ছদ্মনামে লেখালেখি করা হীরেন্দ্রনাথ দত্ত ১৯০৬ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে শিক্ষকতা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪২ সালে 'ভারত ছাড়ো' আন্দোলনে যোগ দেন এবং পরে শান্তিনিকেতনের আশ্রমিক বিদ্যালয়ে কাজ শুরু করেন। তিনি ‘ইন্দ্রজিতের খাতা’, ‘অচেনা রবীন্দ্রনাথ’, ‘শেষ পারানির কড়ি’ প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা। দীর্ঘদিন বিশ্বভারতীতে কাজ করার পর ১৯৯৫ সালে তাঁর মৃত্যু হয়।
খ) উৎস:
‘হরিচরণ বন্দ্যোপাধ্যায়’প্রবন্ধটি হীরেন্দ্রনাথ দত্তের লেখা ‘শান্তিনিকেতনে একযুগ’ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
গ) বিষয়সংক্ষেপ:
এই প্রবন্ধে লেখক হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের কর্ম ও কৃতিত্ব কৃতজ্ঞচিত্তে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথের অনুরোধে তিনি শান্তিনিকেতনে এসে বিদ্যালয়ের কাজে যোগ দেন ও পরবর্তীতে বাংলা ভাষার বৃহত্তম অভিধান সংকলনের দায়িত্ব পান। নানা প্রতিকূলতা সত্ত্বেও ১৩৫২ বঙ্গাব্দে ‘বঙ্গীয় শব্দকোষ’ প্রকাশিত হয়। হরিচরণের অধ্যবসায়, আত্মনিবেদন এবং নিরলস পরিশ্রম এই প্রবন্ধের মূল বিষয়। লেখক তাঁকে শান্ত, একাগ্রচিত্ত সাধক হিসেবে দেখেছেন।
ঘ) নামকরণ:
প্রবন্ধটি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও কীর্তির উপর ভিত্তি করে রচিত হওয়ায় তাঁর নামেই প্রবন্ধের শিরোনাম দেওয়া হয়েছে। এটি যথার্থ ও সার্থক নামকরণ, কারণ প্রবন্ধের প্রতিটি অংশই তাঁর কাজ ও অবদানের ওপর আলোকপাত করে।
ঙ) হাতে- কলমে সমাধান:
১.১) হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম লেখো।
উত্তর:'অচেনা রবীন্দ্রনাথ’ ও শান্তিনিকেতনে একযুগ’।
১.২) কোন্ নামে তিনি সমধিক পরিচিত?
২) নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
২.১) শান্তিনিকেতনের প্রাথমিক যুগে রবীন্দ্রনাথের ডাকে যাঁরাযোগ দিয়ে ছিলেন, তাঁদের কয়েকজনের কথা লেখো।
উত্তর:হরিচরণ বন্দ্যোপাধ্যায় –‘বঙ্গীয় শব্দকোষ’ অভিধান রচনার জন্য বিখ্যাত। তাই তিনি বিশ্বভারতী থেকে 'দেশীকোত্তম' উপাধি লাভ করেন।
বিধুশেখর শাস্ত্রী – সংস্কৃত ও পালি ভাষার পণ্ডিত; তিনি পালি ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ‘পালি প্রকাশ’ রচনা করেন।
ক্ষিতিমোহন সেন – গবেষক ও শিক্ষক; বিশ্বভারতীর প্রথম ‘দেশিকোত্তম'। ১৯০৮ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের আহবানে বিশ্বভারতীর ব্রহ্মচর্যাশ্রমে যোগ দিন তিনি
২.২) এর কৃতিত্ব অনেকাংশে শান্তি নিকেতনের প্রাপ্য’..'– কোন কৃতিত্বের কথা বলাহয়েছে ? তাঁর বহুলাংশ শান্তি- নিকেতনের প্রাপ্যবলে লেখক মনে করেছেন কেন ?
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত 'হরিচরণ বন্দ্যোপাধ্যায়' প্রবন্ধে মন্তব্যটি করেছেন। শান্তিনিকেতন এমন এক শিক্ষাকেন্দ্র যেখানে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠেছেন। তাই তাঁদের সাফল্যের বড় অংশ শান্তিনিকেতনের শিক্ষাপদ্ধতির জন্য।
২.৩)'আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম।'-লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করেছেন?
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধেশান্তিনিকেতন শিক্ষা ও চিন্তার মুক্ত পরিবেশ তৈরি করেছিল, যা শুধু বিদ্যাদান নয়, বিদ্যাচর্চা ও মানসিক বিকাশে সহায়ক ছিল।
২.৪)'আপারদৃষ্টিতে যে মানুষ সাধারণ তাঁরও প্রচ্ছন্ন সম্ভাবনা রবীন্দ্রনাথের সর্বদর্শী দৃষ্টিতে এড়াতে পারিনি।'-লেখক এ প্রসঙ্গে কাদের কথা স্মরণ করেছেন? জ্ঞান-বিজ্ঞানের চর্চায় তাঁদের অবদান সম্পর্কে আলোচনা করো।
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে আলোচ্য মন্তব্যটি করার সময় তিনি বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন প্রমুখের কথা স্মরণ করেছেন।
* রবীন্দ্রনাথ শান্তিনিকেতনার সেবায় তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন সেই জোর থেকেই তিনি যাদের শান্তিনিকেতন গড়ে তোলার কাজে আহ্বান জানিয়েছিলেন তাদের কাছেও উৎসাহ ও সততার সঙ্গে কাজ করার দাবি জানাতে পেরেছিলেন। তাঁকে রবীন্দ্রনাথ বাংলা ভাষার বৃহত্তম অভিধান সংকলনের ভার দিয়েছিলেন।
২.৫) এঁরা প্রাণপণেসেই দাবি পূরণ করেছেন’-কাদের কথা বলা হয়েছে ? কীই বা সেই দাবি? সেই দাবি পূরণের প্রাণপণে তাদের নিয়োজিত হওয়ায় বা কি বলে তোমার মনে হয়?
উত্তর: প্রাবন্ধিক ধীরেন্দ্রনাথ দাঁতের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে রবীন্দ্রনাথ যাঁদের শান্তিনিকেতনে এনেছিলেন, তাঁরাই।
*সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনা প্রকাশের কথায় এখানে উঠে এসেছে। রবীন্দ্রনাথ যেমন তার সর্বস্ব শান্তিনিকেতনকে দিয়েছিলেন ঠিক তেমনি তাঁদের কাছেও নিঃসঙ্কোচ সেই দাবি পেশ করেছিলেন এবং কেউ তা হতাশ করেনি।রবীন্দ্রনাথ তাঁদের কাছে নিষ্ঠা ও পরিশ্রমের দাবি করেছিলেন এবং তাঁরা তা পালন করেছেন।
২.৬) শান্তিনিকেতনের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কী ভাবে গড়ে উঠেছিল ? প্রবন্ধ অনুসারে তার সারা জীবনব্যাপী সারস্বত সাধনার পরিচয় দাও।
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে জমিদারির কাজে রবীন্দ্রনাথ তাঁর জ্ঞান দেখে মুগ্ধ হন এবং ১৩০৯ বঙ্গাব্দে তাঁকে শান্তিনিকেতনে আহ্বান করেন। পরে তিনি ৪০ বছর ধরে ‘বঙ্গীয় শব্দকোষ’ রচনায় নিয়োজিত ছিলেন।
২.৭) রবীন্দ্রনাথের সঙ্গেও হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যের পরিচয় প্রবন্ধটিটিতে কিভাবে উদ্ভাসিত হয়ে উঠেছে আলোচনা করো।
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয় পাওয়া যায়। রবীন্দ্রনাথ তাঁর অর্ধসমাপ্ত গ্রন্থ শেষ করার দায়িত্ব দেন হরিচরণকে। পরে বাংলা ভাষার সবচেয়ে বড় অভিধান তৈরির কাজও তাঁকেই দেন।
২.৮) ‘একক চেষ্টায় বিরাট কাজ’ – কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারন কি?
উত্তর: হীরেন্দ্রনাথ দত্তের রচিত 'হরিচরণ বন্দ্যোপাধ্যায়' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ‘বঙ্গীয় শব্দকোষ’ সংকলন। একা হাতে চল্লিশ বছর ধরে এই বিশাল অভিধান রচনা বিরল ঘটনা। একে বিরাট কাজের কথা বোঝানো হয়েছে।
*বঙ্গীয় শব্দকোষ্টির সংকলন হরিচরণ বন্দ্যোপাধ্যায় যখন কাজটি শুরু করেন তখন তার বয়স ৩৭-৩৮ বছর। অর্থাৎ প্রায় ৪০ বছর। এটি বাংলা ভাষার বৃহত্তম অভিধান প্রথমে এই অভিধানটি ১০৫ খন্ড হয়েছিল। ১৩৫২ বঙ্গাব্দে অভিধানটি ছাপানোর কাজ শেষ হয়। প্রাবন্ধিকের এই প্রচেষ্টাটিকে বিরাট আখ্যা দিয়েছেন।
২.৯) হরিচরণ বাবুকে দেখে তার সম্পর্কিত ‘শ্লোকটি আমার মনে পড়ে যেত’ – শ্লোকটি কার লেখা? লোকটির উদ্ধৃত করো।
উত্তর: হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রচিত একটি শ্লোকের কথা বলা হয়েছে।
শ্লোক: “কোথা গো ডুব মেরে রয়েছ তলে হরিচরণ! কোন গরতে? বুঝেছি! শব্দ-অবধি-জলে মুঠাচ্ছ খুব অরথে!”
২.১০) হরিচরণ সংকলিত অভিধানের নাম কী? গ্রন্থটি রচনা মুদ্রণ ও প্রকাশনার ক্ষেত্রে নানাবিট ঘটনার প্রসঙ্গ প্রাবন্ধিক কিভাবে স্মরণ করেছেন?
উত্তর: হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত অভিধানটির নাম- 'বঙ্গীয় শব্দকোষ'।
* ১৩১২ বঙ্গাব্দে বাংলা ভাষার বৃহত্তম অভিধানটি সংকলনের কাজ শুরু হয়। ১৩৩০ বঙ্গাব্দে পান্ডুলিপি নির্মাণের কাজ শেষ হলেও পরবর্তী ১০ বছর ধরে তাতে নানা পরিবর্তন পরিবর্ধন ঘটে। পরে ১০৫ খণ্ডে ছাপানো হয়। দীর্ঘ ৪০ বছর এই কাজে লেগে ছিলেন।
২.১১) প্রাবন্ধিকের সঙ্গে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্মৃতির প্রসঙ্গ প্রবন্ধে কিরুপ অন্যান্যতার স্বাদ এনে দিয়েছে তা আলোচনা করো।
উত্তর: প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্তের রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে জানিয়েছেন- তিনি যখন শান্তি নিকেতনে যোগ দেন তখন হরিচরণবাবু অবসর গ্রহণ করেছেন। কারণ তখনও অভিধান ছাপানোর কাজ শেষ হয়নি। তাঁর নিষ্ঠা ও সাধনার ছবি প্রাবন্ধিকের লেখায় স্পষ্ট হয়েছে।
২.১২) তিনি অভিধান ছাড়াও কয়েকখানা গ্রন্থ রচনাকরে গিয়েছেন-হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য কয়েকটি গ্রন্থেরনাম ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও।
উত্তর: হীরন্দ্রনাথ দত্তের রচিত 'হরিচরণ বন্দ্যোপাধ্যায়' প্রবন্ধে তিনি বাংলার বৃহত্তম অভিধান 'বঙ্গীয় শব্দকোষ' সংকলন করা ছাড়াও তিনি রবীন্দ্রনাথের অসমাপ্ত কাজ 'সংস্কৃত প্রবেশ' গ্রন্থটি সমাপ্ত করেন। গ্রন্থটি তিনটি খন্ডে প্রকাশিত হয়েছিল। এছাড়াও তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- 'কবির কথা, রবীন্দ্র প্রসঙ্গ, প্রভৃতি। তার ছাত্রপাঠ্য গ্রন্থগুলির মধ্যে- সংস্কৃত প্রবেশ, পালি প্রবেশ, ব্যাকরণ কৌমুদী, ইত্যাদি বিষয়ে আলোচনার জন্য বিখ্যাত।
আরো পড়ুন:
বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর Click Here
অদ্ভুত আতিথেয়তা গল্পের প্রশ্ন উত্তর Click Here
চন্দ্রগুপ্ত নাট্যাংশের প্রশ্ন উত্তর Click Here
বনভোজনের ব্যাপার গল্পের প্রশ্ন উত্তর Click Here
সবুজ জামা কবিতার প্রশ্ন উত্তর Click Here
চিঠি গল্পের প্রশ্ন উত্তর Click Here
পরবাসী কবিতার প্রশ্ন উত্তর Click Here
পথচলতি গল্পের প্রশ্ন উত্তর Click Here
ছন্নছাড়া গল্পের প্রশ্ন উত্তর Click Here
কী করে বুঝব গল্পের প্রশ্ন উত্তর Click here
পাড়াগাঁর দু-পহর ভালোবাসি Click Here
দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর Click Here
গাছের কথা প্রশ্ন উত্তর click Here
গড়াই নদীর তীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
নাটোরের কথা গল্পের প্রশ্ন উত্তর Click Here
জেলখানার চিঠি প্রশ্ন উত্তর Click Here
স্বাধীনতা কবিতার প্রশ্ন উত্তর Click Here
শিকল-পরার গান কবিতার প্রশ্ন উত্তর Click Here
হওয়ার গান কবিতার প্রশ্ন উত্তর Click Here
হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
একটি চড়ুই পাখির কবিতা প্রশ্ন উত্তর Click Here
কার দৌড় কতদূর গল্পের প্রশ্ন উত্তর click Here
ঘুরে দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর click Here
মাসি পিসি কবিতার প্রশ্ন উত্তর click Here
পরাজয় গল্পের প্রশ্ন উত্তর part-1 click here
টিকিটের অ্যালবাম গল্পের প্রশ্ন উত্তর part -1 click here
লোকটা জানলই না কবিতা প্রশ্ন উত্তর click Here
সুভা গল্পের প্রশ্ন উত্তর click here
আদাব গল্পের প্রশ্ন উত্তর click here
English:
the wind cap lesson 1 part 1 Click Here
the wind cap lesson 1 part 2 Click Here
the wind cap lesson 1 part 3 Click Here
Clouds Lesson 2 part 1 Click Here
Clouds Lesson 2 part 2 click Here
Midnight Express Lesson-11 part-1 question answer Click Here
Midnight Express lesson-11 part-2 question answer click Here
Midnight Express Lesson-11 part-3 question answer click Here
বিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর:
চা পানের উপকারিতা click Here
ভেষজ উদ্ভিদ click here
মশা কয় প্রকার ও কী কী Click here
বাংলা ব্যাকরণ:
সমাসের প্রশ্ন উত্তর Click here
বাক্যের প্রশ্ন উত্তর Click here

0 Comments