প্রতিবেদন রচনা
ক) প্রতিবেদন কী?
উত্তর: প্রতিবেদন হল,- কোনো ঘটনা, কার্যক্রম বা বিষয়ের সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক বিবরণ লিখিত আকারে উপস্থাপন।
খ) প্রতিবেদন কয় প্রকার ও কী কী?
সাধারণভাবে প্রতিবেদন ৩ প্রকার—
১) সংবাদ প্রতিবেদন-পত্রিকা/মিডিয়ায় প্রকাশের জন্য লেখা (যেমন: দুর্ঘটনা,সভা, অনুষ্ঠান)।
২) প্রাতিষ্ঠানিক/দাপ্তরিক প্রতিবেদন – অফিস, বিদ্যালয়, সংগঠন বা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত (যেমন: বার্ষিক প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন)।
৩) বিশেষ/গবেষণামূলক প্রতিবেদন – গভীর অনুসন্ধান ও বিশ্লেষণভিত্তিক (যেমন: পরিবেশ, সমাজ, অর্থনীতি বিষয়ক প্রতিবেদন)।
গ) প্রতিবেদন লেখার সহজ কৌশল:
১) শিরোনাম স্পষ্ট ও আকর্ষণীয় হবে।
২) ৫W + ১H মেনে লিখতে হবে—কে, কী, কোথায়, কখন, কেন, কীভাবে।
৩) তথ্যভিত্তিক ও নিরপেক্ষ ভাষা ব্যবহার করতে হবে।
৪) সহজ, সংক্ষিপ্ত ও ধারাবাহিক অনুচ্ছেদে লেখা।
৫) অপ্রয়োজনীয় মতামত পরিহার করে সত্য ঘটনা তুলে ধরা।
৬) শেষে লেখকের নাম, পদবি ও তারিখ উল্লেখ (প্রযোজ্য ক্ষেত্রে)।
ঘ) এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা নিম্নে দেওয়া হল-
১) রক্তদান জীবনদান—এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
সচেতনতা বৃদ্ধির ফলে রক্তদান শিবিরে এল সাফল্য
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৬ জুন: গড়িয়ার নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির। গত ২৫ জুন স্থানীয় কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের উদবোধন করেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার বিশ্বজিত চ্যাটার্জী। উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্পাদক রাজরূপ দে জানান যে, এ বছর ৭৩ জন রক্তদাতা রক্ত দান করেছেন। সংখ্যাটা গতবারের তুলনায় প্রায় দেড়গুণ বেশি। এলাকার মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং রক্তদান বিষয়ে সচেতনতা বৃদ্ধিই এই সাফল্যের কারণ বলে তাঁর মত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, নেতাজি স্পোর্টিং-এর রক্তদান শিবির এবার পনেরো বছরে পড়ল। অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত লেখক ও সমাজকর্মী অনুরাধা মিত্র মনে করিয়ে দেন যে, প্রতিটি ক্লাবেরই নিজেদের এলাকায় এরকম একটি সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। প্রচণ্ড গরমে ব্লাড ব্যাংকগুলিতে যখন রক্তের আকাল তখন এই ধরনের উদ্যোগ যে বহু বিপন্ন মানুষের প্রাণ রক্ষা করবে সে কথাও তিনি উল্লেখ করেন। সমগ্র রক্তদান শিবিরটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি ব্লাড ডোনার্স।
২) মোবাইল ফোন কানে রাস্তা পার হওয়া বিপজ্জনক–এ সম্পর্কে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
অসতর্ক রাস্তা পার কেড়ে নিল জীবন
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৪ জুলাই: মোবাইল ফোন ক্রমশই আধুনিক মানুষের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। নানা সার্ভিস প্রোভাইডারকে নামমাত্র মূল্যে নানা সুযোগসুবিধাপ্রদান, হ্যাণ্ডসেটের দাম কমে যাওয়া—এসব কারণে গরিব বড়োলোক নির্বিশেষে এখন সকলের হাতেই মুঠোফোন। শুধু তো কথা বলা বা শোনা নয়, ইনটারনেটের মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো নানাবিধ সোশ্যাল মিডিয়ার নেশাতেও মজেছে আপামর বাঙালি। আর সেই নেশা প্রাণঘাতীও হয়ে উঠছে যখন তখন। আজ দু পুরে লর্ডসের মোড়ে এরকমই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোবাইলের হেডফোন কানে গুঁজে সিগন্যাল না দেখেই রাস্তা পার হওয়ার সময়ে ১৮সি রুটের বাসে চাপা পড়েন এক তরুণী। যুবতীকে কাছেই অরবিন্দ সেবাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালসূত্রে জানা গিয়েছে তার নাম মিতা পাল, বাড়ি মুকুন্দপুরে। তার অবস্থা এখনও যথেষ্ট সংকটজনক। ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। কলকাতা পুলিশের ডি সি (ট্রাফিক)ডি.বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পথ নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রচার সত্ত্বেও মানুষের সচেতনতার অভাবই এইসব বিপদ ডেকে আনছে।
৩) বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
সুন্দরপুর আদর্শ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
নিজস্ব সংবাদদাতা,বারাসাত,১২ফেব্রুয়ারি: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরপুর আদর্শ বিদ্যালয় এ বছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করছে। গত ১০ ফেব্রুয়ারি এই বর্ষব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক আলোক সরকার। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশ বিজ্ঞানী ড. সুছন্দ ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস নিয়ে তথ্যসমৃদ্ধ একটি স্মারক পত্রিকা প্রকাশ করা হয়। সকাল 9 টায় স্কুলের ছেলেমেয়েদের বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছেলেদের রণপা নৃত্য এবং স্কাউট প্রদর্শনী সকলের প্রশংসা কুড়ায়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছেলেমেয়েদের অভিনীত নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক ক্রিয়াকর্ম প্রদর্শিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল সর্দার বলেন যে ফুটবল প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি সারাবছর ধরে চলবে। গ্রামবাসীরা সকলেই এই অনুষ্ঠানকে সফল করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
৪) নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী—এ বিষয়ে সংবাদপত্রের জন্য কমবেশি ১৫০ শব্দে একটি প্রতিবেদন রচনা করো।
সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের অসহায়তা
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৩ মার্চ: চৈত্রের শুরুতেই রাজ্যে নেমে এসেছে গ্রীষ্মের দাবদাহের আগুন। কিন্তু রাজ্যের আপামর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছেন মূল্যবৃদ্ধির আগুনে। চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্যব্যবহার্য জিনিসের দাম এখন আকাশছোঁয়া । দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরিতরকারি এবং ওষুধও অগ্নিমূল্য। সরকারি এবং আধাসরকারি কর্মচারী ও অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে। কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানের মুখে দু-মুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছোচ্ছে। অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে, পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার এক প্রত্যন্ত গ্রামের একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় গিয়ে পৌঁছোবে।
৫) দূরপাল্লার ট্রেনের এক দুর্ঘটনা-এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
সরাইঘাট এক্সপ্রেসের চারটি কামরা বেলাইন
নিজস্ব সংবাদদাতা, মুরারই, ২৫ জানুয়ারি: হাওড়ামুখী ২৩৪৬ ডাউন সরাইঘাট এক্সপ্রেসের একটি জেনারেল কামরা এবং একটি জেনারেল কামরা-কাম লাগেজভ্যান-সহ চারটি কামরা বেলাইন হল। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব রেলের সাহেবগঞ্জ-বর্ধমান লুপলাইনে ঝাড়খণ্ডের নগরনবি স্টেশনের কাছে। ঘটনাস্থল থেকে বীরভূম জেলার মুরারইয়ের রাজগ্রাম স্টেশনও দূরে নয়। যদিও দুর্ঘটনার সময়ে ট্রেনটি আস্তে চলায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার জেরে মালদহ থেকে হাওড়াগামী ইনটারসিটি এক্সপ্রেস এবং শিয়ালদহগামী মুঘলসরাই এক্সপ্রেস প্রায় ঘণ্টা দেড়েক দেরিতে চলে। গুয়াহাটিগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নলহাটি-আজিমগঞ্জ শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সাহেবগঞ্জগামী রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনকে মুরারই থেকে রামপুরহাটে ফিরিয়ে আনা হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্যাম কুমার-সহ পদস্থ রেলকর্তারা ঘটনাস্থলে যান। রেলপুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পরে সন্দেহ করা হচ্ছে লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। ইতিপূর্বে এই শাখাতেই শিয়ালদহমুখী ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেস ভয়ংকর দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছিল। দু-সপ্তাহও কাটেনি, তার মধ্যেই সরাইঘাট এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ও যাত্রীবোঝাই ট্রেনের কামরা বেলাইন হওয়ায় সাধারণত যাত্রীরা ক্রমশ আতঙ্কে ভুগতে শুরু করেছেন। তাঁরা এই বাড়তে থাকা রেল দুর্ঘটনার জন্য আধিকারিকদের কর্তব্যের গাফিলতিকেই কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
৬) তোমাদের এলাকায় অরণ্য-সপ্তাহ পালন-এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।
অরণ্য-সপ্তাহ উদযাপনে মধ্যমগ্রাম
বিশেষ সংবাদদাতা,মধ্যমগ্রাম, ৮ আগস্ট: মধ্যমগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পালন করল অরণ্য-সপ্তাহ। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে তাদের সঙ্গে ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ এবং এলাকার বিধায়ক, পুরপিতা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। ৩০ জুলাই মধ্যমগ্রাম চৌমাথা থেকে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত শোভাযাত্রা সহকারে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয়। ৫ আগস্ট সন্ধ্যায় নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পরিবেশ সচেতনতা বিষয়ক গীতি-আলেখ্য ‘এসো শ্যামল সুন্দর' পরিবেশিত হয়। এলাকার বিশিষ্ট কয়েকজন ব্যক্তি পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক এবং এ-বিষয়ে আমাদের দায়িত্ব সম্বন্ধে আলোচনা করেন। পুরসভার চেয়ারম্যান পরিবেশদূষণ থেকে মধ্যমগ্রামকে মুক্ত করার সংকল্প ঘোষণা করেন। চেয়ারম্যান তাঁর বক্তব্যে জালে ভরা মধ্যমগ্রামের ক্রমশ বেড়ে চলা প্রাকৃতিক দূষণের কথা বলতে গিয়ে আরও বেশি করে গাছ লাগানোর ব্যাপারে সকলকে এগিয়ে আসতে বলেন। অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের তিনি এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। সমাপ্তি ভাষণ দেন মধ্যমগ্রামের কুমুদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক দীপেন বিশ্বাস মহাশয়।
৭) টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন-এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
জলনিকাশের সমস্যায় পর্যুদস্ত শহর
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১০ জুন: তিন দিনের ভারি বৃষ্টিতে জিয়াগঞ্জের রাস্তাঘাটের অবস্থা বেহাল। জলনিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা জিয়াগঞ্জে বেশ অনেকদিন ধরেই। বৃষ্টিতে এখানাকার বেশ কিছু এলাকার রাস্তাঘাটের অবস্থা এতটাই বেহাল হয় যে, যে-কোনো সময় বড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনিক দফতর বারবার এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলেও সমস্যার কোনোরকম সমাধান আজও হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পুরপ্রধান বলেছেন, পুরসভার যে-দুটি পথ দিয়ে জল বের করা হয় তা বাগডোগরা পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই কাজ করার জন্য পঞ্চায়েত ৪০ শতাংশ ও পুরকর্তৃপক্ষ ৬০ শতাংশ অর্থ দেয়। আর সেইমতোই কাজ হয়েছে। কিন্তু প্রাক্তন পুরপ্রধান অভিযোগ জানিয়ে বলেছেন যেখানে কাজ হয়েছে সেখানেও ভালো কাজ হয়নি। বাসিন্দাদের অভিযোগ সমর্থন করে তিনি বলেছেন অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডেই নিকাশিব্যবস্থা গড়ে ওঠেনি। তাই অল্প বৃষ্টিতেই জল জমে। প্রতি বর্ষাতেই এই অঞ্চলকে এইভাবে ডুবতে হয়। যদিও অঞ্চলের বাসিন্দাদের পুরসভাপ্রধান আশার আলো দেখিয়েছেন। তিনি বলেছেন তাঁরা শহরটাকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছেন। জলনিকাশি ব্যবস্থা-সহ আগামী কয়েক বছরে উন্নত পরিসেবা দেওয়ার লক্ষ্যে পৌরসভা কাজ করছে বলেও তিনি জানিয়েছেন।
Contents:
আরো পড়ুন:
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর Click Here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর Click Here
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর Click Here
হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের প্রশ্ন উত্তর Click Here
অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Click Here
পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর Click Here
প্রলয়োল্লাস কবিতার প্রশ্ন উত্তর Click Here
সিন্ধুতীরে কবিতার প্রশ্ন উত্তর Click Here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর Click Here
সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর Click here
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর Click here
দশম শ্রেণীর সহায়কপাঠ গল্প
কোনি গল্পের প্রশ্ন উত্তর Click Here
বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা click here
Class 10 English
the passing away of bapu question answerUnit 1 Click Here
The passing away of bapu question answer unit 2 Click Here
The passing away of bapu question answer unit 3 Click Here
My Own True family poem Lesson 4 Click Here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
নুন কবিতা প্রশ্ন উত্তর click here
দশম শ্রেণীর প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা দৈনন্দিন জীবনের বিজ্ঞান Click here
একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রবন্ধ রচনা click here
বাংলার উৎসব প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধ রচনা Click here
গাছ আমাদের বন্ধু প্রবন্ধ রচনা Click here
মোবাইল ফোনের ভালো মন্দ প্রবন্ধ রচনা Click here
বইমেলা প্রবন্ধ রচনা Click here
একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনা Click here
মাতৃভাষায় বিজ্ঞানচর্চা প্রবন্ধ রচনা Click here
দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ:
বাংলা ব্যাকরণ কারক ও অকারক সম্পর্ক Click here
সমাসের প্রশ্ন উত্তর Click here
বাক্যের প্রশ্ন উত্তর Click here
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়
উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান Click here
ন্যাস্টিক চলনের প্রশ্ন উত্তর Click here
উদ্ভিদ হরমোনের প্রশ্ন উত্তর Click Here
প্রাণী হরমোনের প্রশ্ন উত্তর Click Here
শসার স্বাস্থ্য উপকারিতা click Here
efits for health click hair
চোখ click here
মধুর উপকারিতা click here
শব্দ দূষণ click here
স্নায়ুর প্রশ্ন উত্তর Click here

0 Comments