পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় class 11 mcq।


পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় class 11 mcq।


পুঁইমাচা গল্প-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 



সূচিপত্র:

১) লেখক পরিচিতি 
২) উৎস
৩) গল্পের সারসংক্ষেপ 
৪) MCQ প্রশ্ন ও উত্তর


১) লেখক পরিচিতি:

"বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-একজন কালজয়ী কথাসাহিত্যিক"

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র।১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর নদীয়া জেলার মুরাতিপুর মামার বাড়িতে। তার পিতা ছিলেন মহানন্দ বন্দ্যোপাধ্যায় তার মাতা ছিলেন মৃণালিনী দেবী বন্দ্যোপাধ্যায়।তিনি কলকাতার রিপন কলেজ থেকে আই.এ,বি.এ পাশ করেন।জীবিকার তাগিদে ভাগলপুরে কাজ করার সময়েই লেখেন তাঁর অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’ যা তাঁকে অনন্য খ্যাতি এনে দেয়।তাঁর  বিখ্যাত উপন্যাস অপরাজিত,আরণ্যক,আদর্শ হিন্দু হোটেল, ইছামতী প্রভৃতি।ছোটগল্প সংকলন হিসেবে জনপ্রিয়মেঘমল্লার,ক্ষণভঙ্গুর, মৌরী ফুল’ পাঠকের মনে বিশেষ ছাপ ফেলে আত্ম-জীবনীমূলক রচনায় রয়েছে ‘স্মৃতির রেখা’‘তৃণাঙ্কুর’।কিশোর পাঠকদের জন্য তাঁর সৃষ্টি ‘চাঁদের পাহাড়’ আজও সমান জনপ্রিয়।সাহিত্যজগতে অবিস্মরণীয় অবদান রেখে ১৯৫০ সালের ১ নভেম্বর তিনি পরলোক গমন করেন।


২) গল্পটির উৎস

১৯৩১ খ্রিস্টাব্দে মেঘমল্লার’ গল্পসংকলনে অন্তর্ভুক্ত এবং সম্পাদিত রামানন্দ চট্টোপাধ্যায়।


৩) গল্পের সারসংক্ষেপ:

"একটি পুঁইগাছের ছায়ায় গ্রামীণ কন্যার জীবন কাহিনী"

পল্লীগ্রামের সাধারণ মেয়ে ক্ষেন্তির অর্থাৎ যার বয়স প্রায় ১২-১৩ বছর। ক্ষেন্তির পরিবার বলতে,ক্ষেন্তির বাবা সহায়হরি চাটুজ্যে,মা অন্নপূর্ণা। আরো দুটি বোন আছে রাধী ও পুঁটি।ক্ষেন্তি পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে।পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চালগুঁড়া, ময়দা,নারকেল ও গুড় দিয়ে পিঠে ভেজে সে তিন মেয়েকে খেতে দিলেন। ক্ষেন্তি খুব আনন্দ করে খেল।বৈশাখ মাসে এক দূর সম্পর্কের আত্মীয়ের মাধ্যমে তার বিয়ে হয় এক চল্লিশ বছর বয়সী শহরের ব্যবসায়ীর সঙ্গে। ব্যবসায়ীর অর্থ ছিল, কিন্তু তার পরিবারে আবেগ-অনুভূতির অভাব ছিল। বিয়ের কিছুদিন পর আষাঢ় মাসে ক্ষেন্তি তার বাবাকে অনুরোধ করে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পণের আড়াই হাজার টাকা না দেওয়ায় বাবার পক্ষে তা সম্ভব হয়নি। ফাল্গুন মাসে ক্ষেন্তির বসন্ত রোগ হয়, এবং তার শ্বশুরবাড়ির লোকেরা খবর না দিয়ে তাকে টালার এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানেই কষ্টের মধ্যে ক্ষেন্তির মৃত্যু হয়। পরের বছর পৌষ পার্বণে অন্নপূর্ণা যখন পিঠে বানাচ্ছেন, তখন পুঁটি ও রাধী ক্ষেন্তির কথা মনে করে আবেগে ভরে ওঠে। সেই রাতে জ্যোৎস্নার আলোয় দেখা যায় ক্ষেন্তির লাগানো পুঁইগাছ মাচা জুড়ে জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে - যেন সে নিজের উপস্থিতি রেখে গেছে প্রকৃতির মাঝে।


৪)বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর(MCQ)

১)ক্ষেন্তির বিয়ে কোন মাসে হয়?

ক) আষাঢ়

খ) বৈশাখ

গ) ফাল্গুন

ঘ) পৌষ

উত্তর:(খ) বৈশাখ


২)পাত্রের পেশা কী ছিল?

ক) শিক্ষক

খ) কৃষক

গ) ব্যবসায়ী

ঘ) ডাক্তার

উত্তর:( গ) ব্যবসায়ী


৩)ক্ষেন্তির পাত্রের বয়স কত ছিল? ক) ত্রিশ

খ) চল্লিশ

গ) পঁচিশ

ঘ) পঁচান্ন

উত্তর:(খ) চল্লিশ


৪)ক্ষেন্তির কী স্বভাব ছিল?

ক) চুপচাপ

খ) রাগী

গ) খেতে ভালোবাসে

ঘ) ঘুমপ্রিয়

উত্তর:(গ) খেতে ভালোবাসে


৫)ক্ষেন্তির বাবার নাম কী?

ক) সহায়হরি

খ) রামেশ্বর

গ) হরিদাস

ঘ) প্রফুল্ল

উত্তর:(ক) সহায়হরি


৬)ক্ষেন্তি কাকে অনুরোধ করেছিল বাড়ি নিয়ে যেতে?

ক) মা

খ) দিদি

গ) সহায়হরি

ঘ) আত্মীয়

উত্তর:(গ) সহায়হরি


৭)ক্ষেন্তির মৃত্যুর কারণ কী ছিল? ক) দুঃখ

খ) বসন্ত রোগ

গ) দুর্ঘটনা

ঘ) অনাহার

উত্তর:(খ) বসন্ত রোগ


৮)ক্ষেন্তিকে কোথায় রাখা হয় মৃত্যুর আগে?

ক) নিজের বাড়ি

খ) হাসপাতাল

গ) শ্বশুরবাড়ি

ঘ) টালায় আত্মীয়ের বাড়ি

উত্তর:(ঘ) টালায় আত্মীয়ের বাড়ি


৯)ক্ষেন্তির মৃত্যুর পর কোন উৎসব ছিল?

ক) দুর্গাপূজা

খ) পৌষ পার্বণ

গ) দোল পূর্ণিমা

ঘ) নববর্ষ

উত্তর:(খ) পৌষ পার্বণ


১০)ক্ষেন্তির লাগানো কোন গাছটি বেঁচে ছিল?

ক) কুমড়ো

খ) লাউ

গ) পুঁই

ঘ) তেজপাতা

উত্তর:(গ) পুঁই


১১)অন্নপূর্ণা কে ছিলেন?

ক) ক্ষেন্তির মা

খ) ক্ষেন্তির বোন

গ) আত্মীয়া

ঘ) দিদিমা

উত্তর:(ক) ক্ষেন্তির মা


১২)ক্ষেন্তির মৃত্যুর পর কে কাঁদে? ক) রাধী

খ) পুঁটি

গ) অন্নপূর্ণা

ঘ) পাত্র

উত্তর:(গ) অন্নপূর্ণা


১৩)পুঁটি ও রাধী কী নিয়ে খুশি ছিল? ক) খেলার জন্য

খ) পিঠে খাওয়ার জন্য

গ) পড়াশোনা

ঘ) শাড়ি

উত্তর:(খ) পিঠে খাওয়ার জন্য


১৪)ক্ষেন্তির লাগানো গাছটি কেমন হয়?

ক) শুকনো

খ) হলুদ

গ) সুপুষ্ট

ঘ) ক্ষীণ

উত্তর:(গ) সুপুষ্ট


১৫)ক্ষেন্তিকে বাড়ি আনার চেষ্টা কেন ব্যর্থ হয়?

ক) সময় ছিল না

খ) টাকা বাকি ছিল

গ) পথে দুর্ঘটনা

ঘ) বাবা রাজি ছিলেন না

উত্তর:(খ) টাকা বাকি ছিল


১৬)'যেমনি মেয়ে ঠিক তেমনি বাপ'-কথাটি বলেছিল-

ক) বিষ্ণু সরকার

খ) ক্ষেন্তির শশুর

গ) শ্রীমন্ত মজুমদার

ঘ) ক্ষেন্তির শাশুড়ি

উত্তর:(ঘ) ক্ষেন্তির শাশুড়ি


১৭)গল্পে ক্ষেন্তির মৃত্যুর বার্তা কী দেয়?

ক) প্রেম

খ) অবহেলা

গ)আত্মবিশ্বাস

ঘ) সৌভাগ্য

উত্তর:(খ) অবহেলা


১৮)বসন্ত রোগ সাধারণত কোন ঋতুতে হয়?

ক) বসন্ত

খ) বর্ষা

গ) শীত

ঘ) ফাল্গুন

উত্তর:(ঘ) ফাল্গুন


১৯)ক্ষেন্তিকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়?

ক) পিত্রালয়

খ) আত্মীয়ের বাড়ি

গ) আশ্রম

ঘ) হাসপাতাল

উত্তর:(খ) আত্মীয়ের বাড়ি


১৯)ক্ষেন্তির মৃত্যুর প্রতীক কী?

ক) গাছ

খ) পিঠে

গ) পুঁইগাছ

ঘ) রাধী

উত্তর:(গ) পুঁইগাছ


২১)অন্নপূর্ণা কী বানাচ্ছিলেন?

ক) ভাত

খ) পিঠে

গ) সবজি

ঘ) লুচি

উত্তর:(খ) পিঠে 



আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 






















Post a Comment

0 Comments