মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ।মধুসূদনের কবি প্রতিভা পরিচয় দাও।

 


মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ।মধুসূদনের কবি প্রতিভা পরিচয় দাও।





সূচিপত্র:

ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২

খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫


বাংলা কাব্যসাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান নিয়ে নিম্নে আলোচনা করা হলো:একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার।


ক) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন(Type-1) প্রশমান-২

১) মধুসূদনের প্রথম কোন কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত? কাব্যটির প্রকাশকাল উল্লেখ করো। 

উত্তর: মধুসূদনের প্রথম কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত 'তিলোত্তমা সম্ভব কাব্য'।কাব্যটির প্রকাশকাল হল -১৮৬০ খ্রিস্টাব্দে।


২) ছদ্মনামে মধুসূদন কী কাব্য রচনা করে ছিলেন?

উত্তর:মধুসূদন ছদ্মনামে -A vision of the past- Captive Ladie, নামে একটি ইংরেজি কাব্য পৃথ্বীরাজের কাহিনী বর্ণনা করেন।


৩) মধুসূদনের লেখা দুটি কাব্যের নাম লেখো।

উত্তর: মধুসূদনের লেখা দুটি কাব্যের নাম হল-'মেঘনাদবধ কাব্য' ১৮৬১ খ্রিস্টাব্দে এবং 'বীরাঙ্গনা কাব্য' ১৮৬২ খ্রিস্টাব্দে রচিত হয়।


৪) মধুসূদনের রচিত মহাকাব্যটির নাম কী? মহাকাব্যটির প্রকাশকাল উল্লেখ করো।

উত্তর:মধুসূদন রচিত মহাকাব্য টির নাম-'মেঘনাদবধ কাব্য'। মহাকাব্যটির প্রকাশকাল হল-১৮৬১ খ্রিস্টাব্দে। 


৫) মাইকেল মধুসূদন দত্তের রচিত দুটি কবিতার নাম করো।

উত্তর:মাইকেল মধুসূদন দত্তের রচিত দুটি কবিতা হল- 'আত্মবিলাপ'ও 'বঙ্গভূমিরপ্রতি'।


৬) সম্পূর্ণ 'মেঘনাদবধ কাব্য'টি কে, কত সালে প্রকাশ করেন?

উত্তর: ১৮৬২ সালে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সম্পাদিত হয়ে দুটি খন্ড একত্রে প্রকাশিত হয়। 


৭) মেঘনাদবধ কাব্যের বিষয়বস্তু কী?

উত্তর: মেঘনাদবধ কাব্যে বীরবাহুর নিধন সংবাদ থেকে মেঘনাথদের হত্যা এবং প্রর্মিলার স্বামীর চিতারহন পর্যন্ত মোট তিন দিন ও দু-রাত্রি ঘটনা বর্ণিত হয়েছে।


৮) বীরাঙ্গনা কাব্যের বিষয়বস্তু কী?

উত্তর: বীরাঙ্গনা কাব্যের বিষয়বস্তু ছিল-১১জন নারীর- ১১টি চিঠি।


খ) সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (Type-2) প্রশ্নমান-৩

১)'তিলোত্তমাসম্ভব কাব্য' সংক্ষেপে আলোচনা করো।

উত্তর: মধুসূদন বাংলা পয়ারের কাঠামোর মধ্যে অন্ত্যমিল তুলে দিয়ে অমিত্রাক্ষর ছন্দ বা অমিল প্রবহমান পয়ারে রচনা করেন চারটি সর্গে বিভক্ত একটি সম্পূর্ণ আখ্যানকাব্য তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০ খ্রিস্টাব্দ)। সুন্দ-উপসুন্দ বধের জন্য তিলোত্তমা নামের অপ্সরা সৃষ্টির পৌরাণিক কাহিনিকে মধুসূদন দত্ত নিজের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করেন এই কাব্যে।


 ২) মাইকেল মধুসূদন দত্তের রচিত শ্রেষ্ঠ কাব্য 'মেঘনাদবধ কাব্য'টির সংক্ষিপ্ত আলোচনা করো।

উত্তর:মধুসুদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি নয়টি সর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্য (১৮৬১ খ্রিস্টাব্দ)। অমিত্রাক্ষর ছন্দ মেঘনাদবধ কাব্য-এ আরও পরিণত হয়ে উঠেছে। মেঘনাদবধ কাব্য বাংলা ভাষায় রচিত প্রথম শিল্পসার্থক সাহিত্যিক মহাকাব্য (Literary Epic)। এই কাব্যে মধুসূদন রামায়ণ-এর কাহিনি ও চরিত্রগুলিকে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন করতে দ্বিধা করেননি। তাঁর এই কাব্যে রাম বা লক্ষ্মণ নন, রাবণ এবং মেঘনাদই নায়ক-সহনায়কে পরিণত হয়েছেন।


 ৩)মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগুলির নাম লেখো।

উত্তর:মাইকেল মধুসূদন দত্তের লেখা বাংলা কাব্যগুলি হল তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০ খ্রি.), ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১ খ্রি.), মেঘনাদবধ কাব্য(১৮৬১ খ্রিষ্টাব্দ),বীরাঙ্গনা কাব্য (১৮৬২খ্রিষ্টাব্দ),চতুর্দশপদী কবিতা বলি (১৮৬৬ খ্রিস্টাব্দ)।এগুলির মধ্যে শ্রেষ্ঠতম কাব্যগ্রন্থটির নাম- 'মেঘনাথবধ কাব্য'।


৪) মধুসূদনের বীরাঙ্গনা কাব্য'এর পরিচয় দাও। 

উত্তর:এই কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যে সার্থক পত্রকাব্য রচনার দৃষ্টান্ত মধুসূদনই প্রথম স্থাপন করেন। রোমান কবি ওভিদের Heroides এর অনুসরণে লেখা তাঁর বীরাঙ্গনা কাব্য-এ আছে এগারোটি পত্র, যোগানাদুশান্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকেয়ী, নীলাধবজের প্রতি জনা, দুর্যোধনের প্রতি ভানুমতী, পুরুরবার থেকে সংগৃহীত প্রতি উবশী ইত্যাদি। পুরাণ-মহাকাব্য ইত্যাদি থেকে নারীচরিত্রগুলির মধ্য দিয়ে নারীত্বের বিচিত্ররূপকে ধরতে চেয়েছেন কবি। আলোচ্য পত্রকাব্যগুলিতে কাব্যরসের সঙ্গে নাট্যরসেরও সার্থক সমন্বয় লক্ষ করা যায়।


৫) মাইকেল মধুসূদন দত্তের রচিত 'ব্রজাঙ্গনা' কাব্যের পরিচয় দাও।

উত্তর:মধুসূদনের অপর একটি উল্লেখযোগ্য কাব্য হল ব্রজাঙ্গনা কাব্য।কাব্যটির নায়িকা হলেন রাধা। শুরু থেকে শেষপর্যন্ত অমিত্রাক্ষর ছন্দে লোখা এই কাব্যে রাধা একজন সাধারণ মর্ত্যমানবীরূপেই অঙ্কিত হয়েছে।কবির নিজস্ব স্বীকৃতি বা দাবি অনুযায়ী এটি ওড জাতীয় রচনা হলেও গীতি কবিতার মেজাজ কবিতাটিতে লক্ষ্য করা যায়।


গ) রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান-৫

১)বাংলা আখ্যানকাব্য ও মহাকাব্যসাহিত্যে মধুসূদন দত্তের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

উত্তর:বাংলা কাব্যসাহিত্যে, বিশেষত আখ্যানকাব্য ও মহাকাব্যে, মধুসূদন দত্তের তাবির্ভাব এক বিস্ময়কর ঘটনা।মধুসদন বাংলা পয়ারের কাঠামোর মধ্যে অন্ত্যমিল দিয়ে অমিত্রাক্ষর ছন্দ বা অমিল প্রবহমান পয়ারের প্রথম প্রয়োগ করেছিলেন পদ্মাবতী নাটকের একটি জায়গায়। তারপর এই ছন্দে তিনি রচনা করেন চারটি সর্গে বিভক্ত-তিলোত্তমাসম্ভব কাব্য-১৮৬০ খ্রিস্টাব্দ। তিলোত্তমা নামের অপ্সরা সৃষ্টির পৌরাণিক কাহিনিকে মধুসূদন দত্ত নিজের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করেন এই কাব্যে।

মধুসূদন দত্তের সর্বাধিক পরিচিত কাব্য এবং শ্রেষ্ঠ কীর্তি নয়টি সর্গে বিন্যস্ত মেঘনাদবধ কাব্য (১৮৬১ খ্রিস্টাব্দ)। তিলোত্তমাসম্ভব কাব্য-এর অমিত্রাক্ষর ছন্দ মেঘনাদবধ কাব্য-এ আরও পরিণত হয়ে উঠেছে। মেঘনাদবধ কাব্য বাংলা ভাষায় রচিত প্রথম শিল্পসার্থক সাহিত্যিক মহাকাব্য (Literary Epic) | এই কাব্যে মধুসূদন ভারতীয় মহাকাব্যের আদর্শকে বর্জন করে পাশ্চাত্য আদর্শকে গ্রহণ করতে চাইলেও ভারতীয় আদর্শকে পুরোপুরি অস্বীকার করতে পারেননি। রামায়ণ-এর কাহিনি ও চরিত্রগুলিকে তিনি নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন করতে দ্বিধা করেননি। তাঁর এই কাব্যে রাম বা লক্ষ্মণ নন, রাবণ এবং মেঘনাদই নায়ক-সহনায়কে পরিণত হয়েছেন।



আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here 

বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 







একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 

আগুন নাটকের প্রশ্ন উত্তর click here 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 

অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 














































































Post a Comment

0 Comments