বিড়াল প্রবন্ধ
সূচিপত্র:
ক) লেখিকা পরিচিতি:
খ) উৎস:
গ) সারসংক্ষেপ:
ঘ) MCQ প্রশ্ন উত্তর
১) লেখক পরিচিতি:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২) প্রবন্ধ উৎস:
৩) বিষয় সংক্ষেপ: "বিড়াল" প্রবন্ধ
কমলাকান্তের স্বপ্নভঙ্গ:
কমলাকান্ত ও বিড়ালের কথোপকথন:
দর্শন ও মতভেদ:
মূল বার্তা:
প্রবন্ধটি সমাজের ধনী-দরিদ্র বৈষম্য, ন্যায়বিচার এবং মানবিকতার প্রাসঙ্গিক প্রশ্ন তোলে-একটি সাধারণ প্রাণীর চোখ দিয়ে।
৪) MCQ প্রশ্ন উত্তর:
১)‘বিড়াল'প্রবন্ধটি প্রথম যেপত্রিকায়
প্রকাশিত হয়-
ক) হিতবাদী
খ) সাধনা
গ) বঙ্গদর্শন
ঘ) সমাচার দর্শন
উত্তর:(গ) বঙ্গদর্শন
২)'কমলাকান্তের দপ্তর'প্রকাশিত হয়-
ক) ১৮৭০ সালে
খ) ১৮৭৫ সালে
গ) ১৮৭৭ সালে
ঘ) ১৮৮০ সালে
উত্তর:(খ) ১৮৭৫ সালে
৩)'বিড়াল' প্রবন্ধটি 'কমলাকান্তের দপ্তর'-এর যত সংখ্যক রচনা-
ক) দশম
খ) একাদশ
গ) দ্বাদশ
ঘ) এয়োদশ
উত্তর:(ঘ) এয়োদশ
৪)শয়নগৃহে চারপায়ীর উপরে বসে কমলা
কান্ত যা করছিলেন-
ক) দুধের বাটিতে চুমুক দিচ্ছিলেন
খ) পান সাজছিলেন
গ) হুঁকা হাতে ঝিমোচ্ছিলেন
ঘ) মহাভারত পড়ছিলেন
উত্তর:(গ) হুঁকা হাতে ঝিমোচ্ছিলেন
৫) হুঁকা হাতে কমলাকান্ত ভাবছিলেন-
ক) নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্লুর যুদ্ধে জিতবেন কি না
খ) আহার প্রস্তুত হতে কত দেরি আছে
গ) প্রসন্ন তাঁর জন্য দুধ রেখে গিয়েছে কিনা
ঘ) মাথাটা বড়ো ঝিমঝিম করছে
উত্তর:(ক) নেপোলিয়ন হলে তিনি ওয়াটার্লুর যুদ্ধে জিতবেন কি না
৬) কমলাকান্তের মনে হয়েছিল যে, বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে-
ক) আলেকজান্ডার
খ) প্রসন্ন গোয়ালিনির দেরির কারণ
গ) ডিউক অফ ওয়েলিংটন
ঘ) তাঁর মানবসত্তা
উত্তর:(গ) ডিউক অফ ওয়েলিংটন
৭) মার্জার উদরস্থ করেছিল-
ক) মাছের টুকরো
খ) ধেড়ে ইঁদুর
গ) কমলাকান্তের রাতের খাবার
ঘ) প্রসন্নের রেখে যাওয়া দুধ
উত্তর:(ঘ) প্রসন্নের রেখে যাওয়া দুধ
৮) মার্জার পরিতৃপ্ত হয়েছিল-
ক) নির্জল দুগ্ধপানে
খ) মাছের টুকরো খেয়ে
গ) জানলা দিয়ে ঘরে ঢুকতে পেরে
ঘ) কমলাকান্তের চৌকিতে আশ্রয় পেয়ে
উত্তর:(ক) নির্জল দুগ্ধপানে
৯)কমলাকান্ত মনে করেছিলেন যে মার্জার তাঁর দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল-
ক) কেহ মরে বিল ছেঁচে,কেহ খায় কই
খ) এক মাঘে শীত যায় না
গ) কষ্ট বিনা কেষ্ট মেলে না
ঘ) ইচ্ছে থাকলে উপায় হয়
উত্তর:(ক) কেহ মরে বিল ছেঁচে,কেহ খায় কই
১০) 'মেও' শব্দে মার্জারের অভিপ্রায় ছিল-
ক) নিজের আনন্দ প্রকাশের
খ) কমলাকান্ডের মন বোঝার
গ) নিজের অতৃপ্তি প্রকাশের
ঘ) চোর না শুনে ধর্মের কাহিনী
উত্তর:(খ) কমলাকান্ডের মন বোঝার
১১) কমলাকান্ডের ভাবনা অনুসারে মার্জারের খাওয়া দুধের মালিক-
ক) তিনি নিজে
খ) প্রসন্ন গোয়ালিনি
গ) মঙ্গলা গাভী
ঘ) কেউই নয়
উত্তর:(খ) প্রসন্ন গোয়ালিনি
১২) “তবে চিরাগত একটি প্রথা আছে যে"-প্রথাটি হল-
ক) বিড়াল মারতে নেই
খ) বিড়ালের সামনে খেতে নেই
গ) বিড়ালের দুধ খেলে তাকে মারতে হয়
ঘ) বিড়াল ডাকলে তাকে খেতে দিতে হয়
উত্তর:(গ) বিড়ালের দুধ খেলে তাকে মারতে হয়
১৩) যা করলে কমলাকান্ত মনুষ্যকুলে কুলাঙ্গার হিসেবে পরিচিত হবেন-
ক) আফিং সেবন করলে
খ) বিড়ালকে দুধ না দিলে
গ) বিড়াল মারলে
ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
উত্তর:(ঘ) চিরাগত প্রথার অবমাননা করলে
১৪) মার্জারকে না মারলে স্বজাতি মণ্ডল কমলাকান্তকে,মার্জার যা বলে উপহাস করতে পারে-
ক) অতিচালাক
খ) কাপুরুষ
গ) ভণ্ড
ঘ) সদাশয়
উত্তর:(খ) কাপুরুষ
১৫)“মার্জারী প্রতি ধাবমান হইলাম।"-এই সময়ে কমলাকান্ডের হাতে ছিল-
ক) হুঁকা
খ) বেতের ছড়ি
গ) ঝাঁটা
ঘ) ভাঙ্গা লাঠি
উত্তর:(ঘ) ভাঙ্গা লাঠি
১৬) কমলাকান্তকে দেখে মার্জারী যা করেছিল-
ক) ছুটে পালিয়েছিল
খ) হাই তুলে একটু সরে বসেছিল
গ)খাটের তলায় আত্মগোপনকরে ছিল
ঘ)কমলাকান্তের কাছে এসে ছিল
উত্তর:(খ) হাই তুলে একটু সরে বসে ছিল
১৭)বিড়াল কমলাকান্ডের কাছে যা চেয়েছিল-
ক)পরামর্শ
খ) বিচার
গ) দয়া
ঘ) সাহায্য
উত্তর:(খ) বিচার
১৮)মার্জার যে বিষয়ের কমলাকান্তের দৃষ্টি আকর্ষণ করেছিল-
ক) সমাজের বৈষম্য
খ) মানুষের লোভ
গ) কমলাকান্তের নিষ্ঠুরতা
ঘ) বিড়াল সমাজের মহানুভবতা
উত্তর:(ক) সমাজের বৈষম্য
১৯)মার্জারের মতে মানুষের জ্ঞান হতে পারে একমাত্র-
ক) সঠিক শিক্ষালাভের মাধ্যমে
খ) ধর্মবিশ্বাসে স্থির থেকে
গ) পশু প্রেমের মধ্যে দিয়ে
ঘ)বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়
উত্তর:(ঘ)বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভের মধ্য দিয়
২০) মার্জার 'পরমধর্ম' বলতে বুঝিয়েছে-
ক) ধর্মে মতি
খ) পরোপকার
গ) নীতি শিক্ষা
ঘ) আত্মসুখ
উত্তর:(খ) পরোপকার
২১)যে সাধু ব্যক্তিরা চোরের নামে শিউরে ওঠে তারা-
ক) অসাধুদের সহ্য করতে পারে না
খ) চোরদের প্রতি সহানুভূতিশীল হন
গ)চুরির কারণ বোঝার চেষ্টা করেন না
ঘ)অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
উত্তর:(ঘ)অনেকেই চোর অপেক্ষা অধার্মিক
২২)মার্জার মনে করে অধর্ম হল সেই ব্যক্তির-
ক)যে ধর্ম মানে না
খ)যে চুরি করে
গ)যে কৃপণ ধনী
ঘ)যে পশুহত্যা করে
উত্তর:(গ)যে কৃপণ ধনী
২৩)চোরের থেকে শতগুণে দোষী’-
ক)রাজা
খ)তার সমাজ
গ) তার ভাগ্য
ঘ)কৃপণ ধনী
উত্তর:(ঘ)কৃপণ ধনী
২৪)প্রাচীরে প্রাচীরে ডেকে বেড়ালেও কেউ বেড়ালকে যা দেয় না-
ক) দুধ
খ) দুধ ভাত
গ) মাছ
ঘ) মাছের কাঁটা
উত্তর:(ঘ) মাছের কাঁটা
২৫) মার্জারের মতে মনুষ্যজাতির রোগ’হল-
ক)অন্যকে হিংসা করা
খ) শুধু নিজের স্বার্থ দেখা
গ) মুখে জগত উদ্ধার করা
ঘ) তেলা মাথায় তেল দেওয়া
উত্তর:(ঘ) তেলা মাথায় তেল দেওয়া
২৬)"আমাদের কিছু অধিকার আছে"- যাতে এই অধিকার-
ক) এ পৃথিবীর মৎস্য মাংসে
খ) রাস্তাঘাটে
গ) ধনীর খাদ্যদ্রব্যে
ঘ) অন্যের বাসস্থানে
উত্তর:(ক)এ পৃথিবীর মৎস্য মাংসে
২৭)চোরের মতোই দণ্ড আছে-
ক)গৃহস্বামীর
খ)পুলিশের
গ) নির্দয়তার
ঘ) বিচারকের
উত্তর:(গ) নির্দয়তার
২৮)কমলাকান্তকে মার্জার দূরদর্শী বলেছে তার কারণ-
ক) সে পণ্ডিত
খ)সে আইন জানে
গ)সে ভবিষ্যদ্রষ্টা
ঘ)সে আফিংখোর
উত্তর:(ঘ)সে আফিংখোর
২৯)দরিদ্র চোর হয়-
ক)স্বভাব দোষে
খ)শিক্ষা না থাকায়
গ)ধনীর দোষে
ঘ)সঙ্গ দোষে
উত্তর:(গ) ধনীর দোষে
৩০)মার্জারের কথাগুলো কমলা কান্তের মনে হয়েছিল-
ক)রিয়েলিস্টিক
খ)সোশিয়ালিস্টিক
গ)আইডিয়ালিস্টিক
ঘ)মেটেরিয়ালিস্টিক
উত্তর:(খ)সোশিয়ালিস্টিক
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
0 Comments