বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq।


বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq।

ভাষা


বিশ্বের ভাষা ও ভাষা পরিবার:

ভাষার শ্রেণিবিভাগ (রূপতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে) ভাষার গঠন ও শব্দ-বাক্যের ব্যবহার দেখে ভাষাগুলোকে দুটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়-


১) অনন্বয়ী ভাষা (Isolating): যেসব ভাষায় বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তির অস্তিত্ব নেই এবং বাক্যে অবস্থান অনুযায়ী শব্দের ব্যাকরণগত বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেই সব ভাষায় হল অনম্বয়ী বা অসমবায়ী ভাষা। যেমন: চীনা ভাষা


২) সমবায়ী ভাষা (Agglutinating/Fusional): এই ভাষায় উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, প্রত্যয় ইত্যাদি থাকে। এদের আবার তিনটি ভাগ-

ক) মুক্তান্বয়ী ভাষা: শব্দে বিভক্তি থাকে, কিন্তু বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হয়। যেমন: তুর্কি, সোয়াহিলি

খ) অত্যন্বয়ী ভাষা: শব্দের আলাদা অর্থ নেই; বাক্যই প্রধান। যেমন: এস্কিমো ভাষা

গ) সমন্বয়ী ভাষা: উপসর্গ ও প্রত্যয় থাকে, তবে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। যেমন: বাংলা, সংস্কৃত, ইংরেজি, আরবি


* ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবার

বিশ্বে সবচেয়ে বিস্তৃত ও গুরুত্বপূর্ণ ভাষাগোষ্ঠী। এর উৎপত্তি দক্ষিণ রাশিয়ার উরাল পাহাড়ের পাদদেশে, প্রায় ৫০০০ খ্রিস্টপূর্বে। এ গোষ্ঠী থেকে ১০টি প্রাচীন ভাষা শাখা তৈরি হয়েছে,যেমন-

১) ইন্দো-ইরানীয়: বৈদিক, সংস্কৃত, ফারসি, পশ্তো, হিন্দি, বাংলা

২) গ্রিক: হোমারের ভাষা, আধুনিক গ্রীক ভাষার উৎস

৩) ইতালীয়: লাতিন ভাষা; ফরাসি, স্প্যানিশ, পোর্তুগিজ এর উত্তরসূরি

৪) জার্মানিক: ইংরেজি, জার্মান, ওলন্দাজ, সুইডিশ

৫) বালতো-স্লাভিক: রুশ, পোলিশ, বুলগেরিয়ান, চেক

৬) আর্মেনীয়

৭) আলবেনীয়

৮) কেলটিক

৯) তোখারীয়

১০) হিত্তীয়


* ইন্দো-ইরানীয় শাখা দুই ভাগে বিভক্ত:

১) ইরানীয় আর্য উপশাখা:

প্রাচীন ভাষা: আবেস্তীয়, প্রাচীন পারসিক

মধ্যযুগের ভাষা: পহ্লবী

আধুনিক ভাষা: ফারসি (ইরান), পশ্তো (আফগানিস্তান), বেলুচি (পাকিস্তান)


২) ভারতীয় আর্য উপশাখা:

প্রাচীন ভাষা: বৈদিক সংস্কৃত

প্রাক-মধ্যযুগের ভাষা: পালি, প্রাকৃত

আধুনিক ভাষা: হিন্দি, উর্দু, বাংলা, মারাঠি ইত্যাদি


৩) গ্রিক শাখা

প্রাচীন ভাষা: হোমারের ইলিয়াড ও ওডিসি (ইওনিক ভাষায়)

পরবর্তী ভাষা: আত্তিক, কোইনে

আধুনিক ভাষা: আধুনিক গ্রিক


৪) ইতালীয় শাখা

মূল ভাষা: লাতিন

লাতিন থেকে উদ্ভূত আধুনিক ভাষা:

ফরাসি (ফ্রান্স)

স্প্যানিশ (স্পেন, আমেরিকা)

ইতালীয় (ইতালি)

পোর্তুগিজ (পর্তুগাল, ব্রাজিল)


৫) বালতো-স্লাভিক শাখা

বাল্টিক ভাষা: লিথুয়ানীয়

স্লাভিক ভাষা: রুশ, পোলিশ, চেক, শ্লোভাক, সার্ব, বুলগেরীয়


৬) আলবেনীয় শাখা

প্রধান ভাষা: আলবেনীয় (আলবেনিয়া)


৭) কেলটিক শাখা

প্রধান ভাষা: আইরিশ (আয়ার্ল্যান্ড)


* সেমীয়-হামীয় ভাষাবংশ

সেমীয়: আক্কাদীয়, হিব্রু, আরবি, আরামীয় ভাষা অন্তর্ভুক্ত। আরবি এখন পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় বিস্তৃত।


হামীয়: প্রাচীন মিশরীয় ভাষা প্রধান। এ থেকে কপটিক ভাষার জন্ম। কুশীয় ও বারবার ভাষাও এই পরিবারে পড়ে।


* আফ্রিকার ভাষাপরিবার:

আফ্রিকার আদিবাসীদের ভাষাগুলো তিনটি ভাগে পড়ে-

১) সুদানি-গিনীয়: পূর্ব ও পশ্চিম আফ্রিকায়

২) বান্টু: সোয়াহিলি, জুলু, কঙ্গো ইত্যাদি

৩)হুটেনটট-বুশম্যান: দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় প্রচলিত


* অন্যান্য ভাষাপরিবার

ফিনো-উগ্রীয় (উরালীয়): ফিনল্যান্ডের ফিন্নিশ, হাঙ্গেরির হাঙ্গেরীয় ভাষা।

আলতাইক (তুর্ক-মোঙ্গল-মাঞ্জু):

তুর্কি, উজবেগ, খাখা মোঙ্গল, মাঞ্জু ভাষা।

ককেশীয়: জর্জিয়া অঞ্চলের ভাষা।

দ্রাবিড়: দক্ষিণ ভারতের ভাষাগুলি যেমন তামিল, তেলুগু, কন্নড়।

অস্ট্রিক: মুন্ডা ভাষা, সাঁওতালি প্রভৃতি।

চিন-তিব্বতীয়: চীনা, তিব্বতি ভাষা।

আন্দামানি, পাপুয়ান, তাসমানীয়, বুশম্যান, বুরুশাসকি, লা-তি, অস্ট্রেলীয়: বিচ্ছিন্ন ও ছোট গোষ্ঠীর ভাষা।


*বিশ্বের মোট ভাষাবংশ (প্রধান ২২টি)

বিশ্বের হাজার হাজার ভাষাকে ভাষাবিজ্ঞানীরা প্রায় ২২টি ভাষাবংশে ভাগ করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল:

১)ইন্দো-ইউরোপীয়

২)সেমীয়-হামীয়

৩)তুর্ক-মোঙ্গল-মাঞ্জু

৪)ফিনো-উগ্রীয়

৫)বান্টু

৬)দ্রাবিড়

৭)অস্ট্রিক

৮)চিন-তিব্বতীয়

৯)ককেশীয়

১০)এস্কিমো

১১)আন্দামানি

১২)আমেরিকান আদিম ভাষা

১৩) কোরীয়-জাপানি

১৪) আইবেরীয়ে বাস্ক

১৫) পাপুয়ান

১৬) তাসমানীয়

১৭) সুদানি গিনীয়

১৮) বুশম্যান হটেনটট

১৯)বুরূশাসকি

২০)লা-তি

২১) অস্ট্রেলিয়

২২) প্রাচীন এশিয়



* MCQ প্রশ্ন উত্তর:


১) আরবি ভাষা যে ভাষাপরিবারের অন্তর্গত, তা হল-

ক) সেমিটিক

খ) হ্যামিটিক

গ) মাঞ্চু

ঘ) ককেশীয়

উত্তর:(ক) সেমিটিক


২) কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম জোনস বক্তৃতা দেন-

ক) ১৮৬৭ খ্রি.

খ) ১৭৮৬ খ্রি.

গ) ১৬৭৮ খ্রি.

ঘ) ১৮৭৬ খ্রি.

উত্তর:(খ) ১৭৮৬ খ্রি.


৩) ইজরায়েল দেশের সরকারি ভাষা-

ক) আধুনিক ফরাসি

খ) আধুনিক আরবি

গ) আধুনিক হিব্রু

ঘ) আধুনিক ইংরেজি

উত্তর:(গ) আধুনিক হিব্রু


৪) "কোরান"- রচিত হয়-

ক) আরবিতে

খ) ফারসিতে

গ) উর্দুতে

ঘ) হিব্রুতে

উত্তর:(ক) আরবিতে


৫) তুর্কি ভাষা যে বর্গের অন্তর্গত-

ক) অনন্বয়ী

খ) মুক্তান্বয়ী

গ) অত্যন্বয়ী

ঘ) সমন্বয়ী

উত্তর:(খ) মুক্তান্বয়ী


৬)'মজর ভাষা'- যে দেশের প্রধান ভাষা, সেই দেশটি হল-

ক) ফিনল্যান্ড

খ) এস্থেনিয়া

গ) উজবেকিস্তান

ঘ) হাঙ্গেরি

উত্তর:(ঘ) হাঙ্গেরি


৭)'জর্জীয় ভাষা'- যে ভাষাবংশের অন্তর্গত তা হল-

ক) সেমীয় ও নামীয়

খ) আলাইকুম

গ) উরালীয়

ঘ) ককেশীয়

উত্তর:(ঘ) ককেশীয়


৮) ক্রিট দ্বীপে প্রান্ত গ্রিক ভাষার নিদর্শনটি আনুমানিক কত খ্রিস্টপূর্বাব্দের?

ক) ১০৫০ খ্রিস্টপূর্বাব্দে

খ) ১৫৪০ খ্রিস্টপূর্বাব্দে

গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে

ঘ) ১১৪০ খ্রিস্টপূর্বাব্দে

উত্তর:(গ) ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে


৯) ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত-

ক) ইতালীয়

খ) কেলটিক

গ) তোখারীয়

ঘ) জার্মানিক

উত্তর:(ঘ) জার্মানিক


১০) পোর্তুগিজ ভাষা যে শাখার অন্তর্গত-

ক) ইতালীয়

খ) কেলটিক

গ) তোখারীয়

ঘ) জার্মানিক

উত্তর:(ক) ইতালীয়


১১) আইরিশ ভাষা কোন্ শাখার অন্তর্গত?

ক) ইতালীয়

খ) কেলটিক

গ) তোখারীয়

ঘ) জার্মানিক

উত্তর:(খ) কেলটিক


১২) গ্রিনল্যান্ডে কোন্ ভাষাবংশের ভাষা প্রচলিত?

ক) ককেশীয়

খ) এস্কিমো

গ) উত্তর-পূর্ব সীমান্তীয়

ঘ) দ্রাবিড়

উত্তর:( খ) এস্কিমো


১৩) শ্যামদেশের বর্তমান নাম-

ক) সিংহল

খ) মায়ানমার

গ) তিব্বত

ঘ) থাইল্যান্ড

উত্তর:(ঘ) থাইল্যান্ড


১৪) মধ্য এশিয়ায় প্রচলিত ভাষা শাখা হল-

ক) কেলটিক

খ) তোখারীয়

গ) ইন্দো-ইরানীয়

ঘ) আর্মেনীয়

উত্তর:(গ) ইন্দো-ইরানীয়


১৫) ফারসি ভাষার জন্ম হয় যে ভাষা থেকে, তা হল-

ক) প্রাচীন পারসিক

খ) আবেস্তীয়

গ) আরবি

ঘ) হিব্রু

উত্তর:(ক) প্রাচীন পারসিক


১৬) কাবিল ভাষা যে ভাষা বংশের অন্তর্গত-

ক) সেমীয়

খ) হামীয়

গ) আলাইকুম

ঘ) ককেশীয়

উত্তর:(খ) হামীয়


১৭) ফ্রান্স ও স্পেনে স্বল্প-প্রচলিত ভাষাটি হল-

ক) বাস্ক

খ) খজুনা

গ) উর্দু

ঘ) তমশেক

উত্তর:(ক) বাস্ক


১৮) চিন ও জাপানে প্রচলিত ছিল-

ক) বিচ-লা-মার

খ) পিজিন-ইংরেজি

গ) মরিশাস ক্রেয়ল

ঘ) চিনুক

উত্তর:(খ) পিজিন-ইংরেজি


১৯) ভাষাপরিবার হল-

ক) ধ্বনি, রূপতত্ত্ব, বাক্যগঠনরীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষা

গোষ্ঠী

খ) একই ভাষা ব্যবহার করা পরিবারের মানুষেরা

গ) একই ভাষা ব্যবহার করা কয়েকটি পরিবার

ঘ) পারস্পরিক ভাষাগত আদানপ্রদান হয় যে পরিবারগুলির মধ্যে

উত্তর:(ক) ধ্বনি, রূপতত্ত্ব, বাক্যগঠনরীতি ইত্যাদির সাদৃশ্যের ভিত্তিতে তৈরি হওয়া বিভিন্ন ভাষাগোষ্ঠী


২০) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষাগুলিকে এই দুই ভাগে ভাগ করা হয়-

ক) কেন্তুম্ এবং সতম্

খ) তোখারীয় এবং হিট্টি

গ) গ্রিক এবং ইতালীয়

ঘ) আলবেনীয় এবং আর্মেনীয়

উত্তর:(ক) কেন্তুম্ এবং সতম্


২১) গ্রিক, টিউটানিক, কেলটিক ইত্যাদি ভাষা শাখাগুলি হল-

ক) সেমীয় ভাষাপরিবারের অন্তর্গত

খ) কেন্তুম্ ভাষাবর্গের অন্তর্গত

গ) তুর্ক ভাষাবর্গের অন্তর্গত

ঘ) অস্ট্রো-এশিয়াটিক ভাষাবর্গের অন্তর্গত

উত্তর:(খ) কেন্তুম্ ভাষাবর্গের অন্তর্গত


২২) সতম বর্গের দুটি ভাষা শাখার নাম-

ক) ইন্দো-ইরানীয় এবং বালতো স্নাভিক

খ) জুলু এবং লুবা

গ) হিট্টি এবং কেলটিক

ঘ) ফিমীয় এবং উগ্ৰীয়

উত্তর:(ক) ইন্দো-ইরানীয় এবং বালতো স্নাভিক


২৩) সেমীয় ভাষাভাষীদের আদি বাসস্থান ছিল-

ক) উত্তর আমেরিকা এবং রাশিয়া

খ) উত্তমাশা অন্তরীপের উত্তর-পশ্চিমাংশ

গ) উত্তর আফ্রিকা এবং এশিয়ার আরবীয়

ঘ) মধ্য ও দক্ষিণ আফ্রিকা

উত্তর:(খ) উত্তমাশা অন্তরীপের উত্তর-পশ্চিমাংশ


২৪) হিব্রু ভাষা-

ক) বান্টু ভাষাশ্রেণির অন্তর্গত ভাষা

খ) তুর্ক মোঙ্গল ভাষাবংশের অন্তর্গত ভাষা

গ)  সতম বর্গের অন্যতম ভাষা

ঘ) বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল ভাষা

উত্তর:(ঘ) বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মূল

ভাষা


২৫) আরবি ভাষা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ-

ক) এটি এশিয়ার প্রাচীনতম ভাষা

খ) মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরান এই ভাষায় লেখা

গ) এটি মিশরের আদি ভাষা

ঘ) আরবি ভাষায় ওল্ড টেস্টামেন্ট রচিত হয়

উত্তর:(খ) মুসলিম সম্প্রদায়ের পবিত্র কোরান এই ভাষায় লেখা


২৬) মিশ্রভাষা চিনুক উদ্ভূত হয়-

ক) ষোড়শ শতাব্দীতে

খ) সপ্তদশ শতাব্দীতে

গ) অষ্টাদশ শতাব্দীতে

ঘ) ঊনবিংশ শতাব্দীতে

উত্তর:(গ) অষ্টাদশ শতাব্দীতে


২৭) পৃথিবীর সমস্ত ভাষাকে কটি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে?

ক) ২২টি

খ) ১৩ টি

গ) ২০ টি

ঘ)১১ টি

উত্তর:(ক) ২২টি


২৮) ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের জন্ম কোন্ পর্বতের পাদদেশে?

ক) ককেশীয়

খ) চিনুক

গ) উরাল

ঘ) বিন্ধ্য

উত্তর:(গ) উরাল


২৯) জার্মান ভাষা কার অন্তর্গত?

ক) কেন্তম

খ) সতম

গ) ফিন্নীয়

ঘ) উগ্রীয়

উত্তর:(ক) কেন্তম


৩০) ইসলাম ধর্মের বাহক কোন ভাষা?

ক) বাংলা

খ) আরবি

গ) ফরাসি

ঘ) উর্দু

উত্তর:(খ) আরবি


৩১) 'পুশতু'-কোন দেশের ভাষা?

ক) আফগানিস্তানের

খ) ব্রাজিলের

গ) বেলুচিস্তানের

ঘ) ইজরায়েলের

উত্তর:(ক) আফগানিস্তানের


৩২) 'জেন্দ আবেস্তা'- রচিত হয় কোন ভাষায়?

ক) প্রাচীন পারসিক

খ) আবেস্তীয়

গ) গ্রিক

ঘ) হিব্রু

উত্তর:(খ) আবেস্তীয়


৩৩) পৃথিবীর বৃহত্তম ভাষাবংশ হল-

ক)  ভোট-চিনীয়

খ) দ্রাবিড়

গ) অস্ট্রিক

ঘ) ইন্দো-ইউরোপীয়

উত্তর:(ঘ) ইন্দো-ইউরোপীয়


৩৪) মূক ও বধিরদের জন্য তৈরি হওয়া ভাষাকে বলে-

ক) Sign Language

খ) Zero Language

গ) Language Plus

ঘ) Lung

উত্তর:(ক) Sign Language




আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here


বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here 


সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



ভাষা: 

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq প্রশ্ন উত্তর 

Click here 



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 


আন্তর্জাতিক কবিতা 

তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here 


ভাষা: 

ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here 




প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 


শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here 

























Post a Comment

0 Comments