অন্ধকার লেখাগুচ্ছ।


অন্ধকার লেখাগুচ্ছ।

অন্ধকার লেখাগুচ্ছ


সূচিপত্র:

ক) লেখক পরিচিতি

খ) উৎস

গ)সারসংক্ষেপ

ঘ) অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq  প্রশ্ন উত্তর


ক) লেখক পরিচিতি:

কবি শ্রীজাত ১৯৭৫ খ্রিস্টাব্দে ২১এ

ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তাঁর বাবা সাংবাদিক,মা সংগীত শিল্পী ছিলেন।ছোটোবেলা থেকেই সংগীত চর্চার মধ্যে দিয়ে বড়ো হয়ে ওঠা।কবির শৈশবের পড়াশোনা যাদবপুর বিদ্যাপীঠে। আশুতোষ কলেজ থেকে তিনি স্নাতক হন।তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'শেষ চিঠি' প্রকাশিত হয় ১৯৯৯ খ্রিস্টাব্দে।২০০৪ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান ‘উড়ন্ত সব জোকার' কাব্যগ্রন্থের জন্য।২০১৪ খ্রিস্টাব্দে তিনি বাংলা আকাদেমি পুরস্কার পান ‘কর্কটক্রান্তির দেশ' কাব্যগ্রন্থের জন্য।কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল- বর্ষামঙ্গল,অকাল বৈশাখী,কফির নামটি আইরিশ রঙের গ্রাম,বান্ধবী গাছ,অন্ধকার লেখাগুচ্ছ,ইত্যাদি।এছাড়া বেশ কিছু উপন্যাসও কবি রচনা করেছেন।বাংলা চলচ্চিত্রে গীতিকার হিসেবেওদেখিয়েছে অটোগ্রাফ,চ্যাপলিন, 'চারুলতা, সিনেমায়।চলচ্চিত্রে তিনি ২০১৪ খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন।


খ) উৎস:

কবি শ্রীজাতের রচিত 'অন্ধকার লেখাগুচ্ছ' কাব্যগ্রন্থে ১৪ সংখ্যক কবিতা থেকে পাঠ্য কবিতাটি গৃহীত হয়েছে।


গ) সারসংক্ষেপ:

পৃথিবীজুড়ে যখন ধর্মীয় মতভেদ এবং সন্ত্রাসের মাত্রা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কবি মানবতার মুক্তি পক্ষে দাঁড়িয়েছেন।কবির কাছে ভারতের উত্তরপ্রদেশে মুজাফফর নগরের বিখ্যাত শিল্পী আব্দুল করিম খাঁ গানকে তাঁর ধর্ম করে নিয়েছিলেন। আলবার্ট আইনস্টাইনের ধর্ম ছিল জ্ঞানের সীমানাকে অতিক্রম করে যাওয়া।ভক্তিধর্ম আন্দোলনের বিখ্যাত ব্যক্তিত্ব কবীর।তাঁর দোঁহাগুলিতে ধর্মীয় সমন্বয়ের কথা বলেছেন।ডাচ চিত্রকর ভ্যান গঘের ধর্ম ছিল ছবি আঁকা। স্পেনের সাহিত্যের বিখ্যাত কবি লোরকা কবিতাকে করেছিলেন বিপ্লবের অস্ত্র।রাশিয়ার বিপ্লবের কান্ডারী লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা উড়ানো।আগুন যেমন সবকিছু পুড়িয়ে নতুনের প্রস্তুত করে ঠিক তেমনি পৃথিবীতে নতুন দিন নিয়ে আসাকে নিজেদের ধর্ম বলে মনে করেছিলেন। এই সমস্ত ধর্ম সৃজনশীলতাকে আশ্রয় করে গড়ে ওঠে।বিপরীতভাবে প্রাতিষ্ঠানিক ধর্ম শেখায় শুধুই দখলদারি করতে।ফলে সে তার ধর্মত্ব হারায়।


অন্ধকার লেখাগুচ্ছ mcq প্রশ্ন উত্তর:


১)শ্রীজাতর 'অন্যকার লেখাগুচ্ছ' কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা-

ক) ২৫টি

খ)৩০টি

গ) ৫০টি

ঘ) ৫২ টি

উত্তর:(গ) ৫০টি


২)আবদুল করিম খাঁর ধর্ম ছিল-

ক) মানবতা

খ) সুফি

গ) ইসলাম

ঘ) গান

উত্তর:(ঘ) গান


৩) যাঁর ধর্ম ছিল দিগন্ত পেরোনো-

ক) লালনের

খ) কবীরের

গ) বাতাসের

ঘ) আইনস্টাইনের

উত্তর:(ঘ)আইনস্টাইনের


৪)কবীরের যা ধর্ম ছিল-

ক)গান

খ)দিগন্ত পেরোনো

গ) সত্যের বয়ান

ঘ) জাগতে শেখানো

উত্তর:(গ) সত্যের বয়ান


৫)যার ধর্ম শুধু 'না-থামা কখনও'-

ক)পথিকের

খ)বাতাসের

গ)স্রোতের

ঘ)চেতনার

উত্তর:(খ)বাতাসের


৬)উন্মাদনা যাঁর ধর্ম ছিল-

ক)পিকাসো

খ)বুনুয়েল

গ) ভ্যান গঘ

ঘ) সিলাচিং

উত্তর:(গ) ভ্যান গঘ


৭)গার্সিয়া লোরকার ধর্ম ছিল-

ক) প্রটেস্টান্ট

খ) সত্যের বয়ান

গ)না-থামা

ঘ)কবিতার জিত

উত্তর:(ঘ)কবিতার জিত


৮)যার ধর্ম ছিল নতুন পতাকা-

ক)লেনিন

খ)আইনস্টাইন

গ) কবীর

ঘ) নানক

উত্তর:(ক)লেনিন


৯)আগুনের ধর্ম হল-

ক)দহন

খ)ভস্মের চরিত

গ)শুদ্ধ করা

ঘ)ঘৃতের আহুতি

উত্তর:(খ)ভস্মের চরিত


১০)‘তোমার ধর্মের পথে' কবি যা দেখেছেন-

ক) অহিংসা

খ) অপব্যয়

গ) উন্মাদনা

ঘ) হিংসা

উত্তর:(খ) অপব্যয়


১১)তোমার ধর্ম যা শিখিয়েছে-

ক) উদারতা

খ) হিংসা

গ) উন্মাদনা

ঘ) দখলের কথা

উত্তর:(ঘ) দখলের কথা


১২)যে ধর্ম দখলের কথা শেখায়,সে আসলে-

ক) অজ্ঞানতা

খ) অন্ধত্ব

গ) প্রাতিষ্ঠানিকতা

ঘ) অচলায়তন

উত্তর:(গ) প্রাতিষ্ঠানিকতা


১৩)কবি শ্রীজাতর প্রথম কবিতার বই-

ক) শেষ চিঠি

খ) আপাল বৈশাখী

গ) উড়ন্ত সব জোকার

ঘ) বর্ষামঙ্গল

উত্তর:(ক) শেষ চিঠি


১৪)শ্রীজাত নীচের যে পুরস্কারে সম্মানিত হয়েছেন-

ক) জ্ঞানপীঠ

খ)বাংলা আকাদেমি

গ)সরস্বতী সম্মান

ঘ)রবীন্দ্র পুরস্কার

উত্তর:(খ)বাংলা আকাদেমি


১৫) শ্রীজাত বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছিলেন যে কাব্যগ্রন্থের জন্য-

ক)উড়ন্ত সব জোকার

খ)কফির নামটি আইরিশ

গ)কম্বিনেশিয়া

ঘ)কর্কটক্রান্তির দেশ

উত্তর:(ঘ)কর্কটক্রান্তির দেশ


১৬)আইনস্টাইন যে তত্ত্বের জন্য বিখ্যাত হয়ে আছেন-

ক) আপেক্ষিকতাবাদ

খ) আণবিক তত্ত্ব

গ) কোয়ান্টাম তত্ত্ব

ঘ) থার্মোডাইনামি

উত্তর:(ক) আপেক্ষিকতাবাদ


১৭)যে সময়ে কবীরের আবির্ভাব ঘটেছিল-

ক) চতুর্দশ শতক

খ) পঞ্চদশ শতক

গ) ষোড়শ শতক

ঘ) অষ্টাদশ শতক

উত্তর:(ক) চতুর্দশ শতক


১৮)কবীর যে ধর্ম আন্দোলনের অংশ ছিলেন-

ক) আর্যসমাজ

খ) ব্রাহ্মধর্ম

গ) ভক্তিধর্ম

ঘ) কৃষ্ণধর্ম

উত্তর:(গ) ভক্তিধর্ম


১৯) “তোমার ধর্মের পথে কেন অপব্যয় ?"-এখানে 'অপব্যয়' বলতে বোঝানো হয়েছে-

ক) ধর্মীয় আচার-অনুষ্ঠান

খ)ধর্মের নামে মানবতার অপচয়

গ)ধর্মের প্রচারের জন্য ব্যয়

ঘ) ধর্মীয় সহিষ্ণুতা

উত্তর:(খ)ধর্মের নামে মানবতার অপচয়


২০)“জেনো সে ধর্মই নয়"-অন্ধকার লেখাগুচ্ছ' কবিতার শেষে এই পক্তির অর্থ হল-

ক)ধর্মকে ব্যবহার করে দখলদারিত্ব ঠিক নয়

খ)ধর্ম শুধু আচার-বিধির ব্যাপার

গ)ধর্মের একমাত্র লক্ষ্য শক্তি অর্জন ঘ)ধর্মের সাথে রাষ্ট্রনীতি সম্পর্কিত

উত্তর:(ক)ধর্মকে ব্যবহার করে দখলদারিত্ব ঠিক নয়


২১)ভারতবর্ষে ভক্তিধর্ম আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হলেন-

ক) আইনস্টাইন

খ) আব্দুল করিম খাঁ

গ) কবীর

ঘ) লেনিন

উত্তর:(খ) আব্দুল করিম খাঁ


২২)পদার্থবিজ্ঞানে আইনস্টাইন নোবেল পুরস্কার পান-

ক) ১৯২০ খ্রিস্টাব্দে

খ)১৯২১ খ্রিস্টাব্দে

গ)১৯২৪ খ্রিস্টাব্দে

ঘ)১৯২৫ খ্রিস্টাব্দে

উত্তর:(খ)১৯২১ খ্রিস্টাব্দে


২৩) আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?

ক)কলকাতা

খ)দিল্লি

গ) উত্তরপ্রদেশ

ঘ) গুজরাট

উত্তর:(গ) উত্তরপ্রদেশ


২৪)'ভ্যান গঘের কর্ম ছিল উন্মাদনা'-ভ্যান গঘ ছিলেন একজন-

ক)কবি

খ)সাহিত্যিক

গ) চিত্রশিল্পী

ঘ) সংগীত বিশারদ

উত্তর:(খ) সাহিত্যিক


২৫)কবীর মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন?

ক) মিথ্যা

খ) অহং

গ) সত্য

ঘ) অচেনা

উত্তর:(গ) সত্য


২৬)কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?

ক)প্রতিষ্ঠান বিরোধিতা

খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা

গ) প্রতিষ্ঠান সহমর্মিতা

ঘ) প্রতিষ্ঠান আনুগত্য

উত্তর:(ঘ) প্রতিষ্ঠান আনুগত্য


২৭) লোরকা যে দেশের কবি ছিলেন-

ক) ইটালি

খ) ফ্রান্স

গ) আর্জেন্টিনা

ঘ) স্পেন

উত্তর:(ঘ) স্পেন


২৮) অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য হলো-

ক) ধর্মের সহবাস্তান

খ) ধর্মীয় বিভাজনের বিরোধিতা

গ) ব্যক্তির স্বাধীনতা

ঘ) দখল দায়িত্বের প্রতিবাদ

উত্তর:(খ) ধর্মীয় বিভাজনের বিরোধিতা


২৯) শ্রী জাতর একটি কাব্যগ্রন্থ হল-

ক) উড়ন্ত সব জোকার

খ) বর্ষামঙ্গল

গ) অকাল বৈশাখী

ঘ) বান্ধবী গাছ

উত্তর:(ক) উড়ন্ত সব জোকার


৩০) শ্রীজাতর অন্ধকার লেখা গুচ্ছ কবিতা যে ধারার কবিতার অন্তর্ভুক্ত-

ক) আধুনিক কবিতা

খ) স্তোত্র কবিতা

গ) ধর্মীয় কবিতা

ঘ) আলংকারিক কবিতা

উত্তর:(ক) আধুনিক কবিতা



আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here 

বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 



প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 




একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


গল্প:

আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


কবিতা:


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


প্রবন্ধ:

বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


ভারতীয় গল্প:

পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 






























Post a Comment

0 Comments