ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর



সূচিপত্র:

ক) কবি পরিচিতি:

খ) উৎস:

গ) সারসংক্ষেপ:  

ঘ) MCQ প্রশ্ন উত্তর


) কবি পরিচিতি:

১৮২৪ খ্রিস্টাব্দে যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম। পিতা রাজ নারায়ণ দত্ত যখন সপরিবারে কলকাতায় চলে আসেন। তখন কবির বয়স ৭ বছর।১৮৩৩ খ্রিস্টাব্দে কবি হিন্দু কলেজে পড়াশোনা করেন। এখানেই তিনি ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা শুরু করেন এবং পরে খ্রিস্টধর্ম গ্রহণ করে বিশপস কলেজে গ্রিক,লাতিন, হিব্রু ও সংস্কৃত ভাষা শেখেন।১৮৪৮ সালে মাদ্রাজে শিক্ষকতা ও সাহিত্যচর্চা করেন। সেখানেই ইংরেজি কাব্য The Captive Ladie প্রকাশিত হয়। বেথুন সাহেবের পরামর্শে বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন। ১৮৫৯ সালে তাঁর প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা প্রকাশিত হয়। এরপর একে একে রচিত হয় মেঘনাদবধ কাব্য, তিলোত্তমাসম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, প্রহসন ও সনেটসমূহ। তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, সনেট এবং পত্রকাব্যের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এক যুগান্তকারী প্রতিভা।


খ) উৎস:

মাইকেল মধুসূদন দত্তের ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি তাঁর ‘চতুর্দশপদী কবিতাবলী' থেকে নেওয়া হয়েছে।এটি ওই কাব্য গ্রন্থের ৮৬ সংখ্যক কবিতা।


গ) সারসংক্ষেপ:

কবি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুধু পাণ্ডিত্যের জন্য নয়, দয়া ও করুণার জন্যও স্মরণ করেছেন। সমাজের দীন-দরিদ্র মানুষেরা জানে, তিনি শুধু 'বিদ্যার সাগর' নন,'দীনের বন্ধু'। কবি তাঁকে হিমালয়ের মতো মহিমান্বিত ও দৃঢ় চরিত্রের মানুষ হিসেবে দেখেছেন। যেমন পাহাড় থেকে ঝরে পড়া নদী ও বৃক্ষ মানুষের কল্যাণে কাজ করে,তেমনি নিজের গুণ দিয়ে সমাজের দুঃখী-দরিদ্রদের সাহায্য করেছেন। তিনি ছিলেন একজন মহান মানুষ, যাঁর গুণে সমাজ আলোকিত হয়েছে।


ঘ) MCQ প্রশ্ন উত্তর:


১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত-

ক) নানা কবিতা

খ) চতুর্দশপদী কবিতাবলী

গ) ব্রজঙ্গনা কাব্য

ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য

উত্তর:(খ) চতুর্দশপদী কবিতাবলী


২) ‘চতুর্দশপদী কবিতাবলী' প্রকাশিত হয়-

ক) ১৮৬১ খ্রিস্টাব্দে

খ) ১৮৬২ খ্রিস্টাব্দে

গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

উত্তর:(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে


৩) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা-

ক) ৩২ সংখ্যক

খ) ৪০ সংখ্যক

গ) ৫২ সংখ্যক

ঘ) ৮৬ সংখ্যক

উত্তর:(ঘ) ৮৬ সংখ্যক


৪)কবির মতে, ঈশ্বরচন্দ্র ‘বিখ্যাত ভারতে' যে হিসেবে পরিচিত-

ক)বিদ্যার সাগর হিসেবে

খ) দয়ার সাগর হিসেবে

গ) করুনার সিন্ধু হিসাবে

ঘ) দীনের বন্ধু হিসেবে

উত্তর:(ক) বিদ্যার সাগর হিসেবে


৫) বিদ্যাসাগরকে ‘দীনের বন্ধু' মনে করত-

ক) যারা সমাজসেবী তারা

খ) যারা দীন তারা

গ) ঐতিহাসিকরা

ঘ) তার ভাবনাচিন্তার বিরোধীরা

উত্তর:(খ) যারা দীন তারা


৬) উজ্জ্বল জগতে যা-

ক) মানুষের খ্যাতি

খ) হেমাদ্রির হেমকান্তি

গ) রাজার সম্পদ

ঘ)মানুষের অন্তর্দীপ্তি

উত্তর:(খ) হেমাদ্রির হেমকান্তি


৭)‘হেমাদ্রির হেম-কান্তি' অম্লান হয়-

ক) শিশিরে

খ) সূর্যকিরণে

গ) জোৎস্নাই

ঘ) তুষারাচ্ছাদনে

উত্তর:(খ) সূর্যকিরণে


৮)মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়-

ক) লক্ষে স্থির থাকলে

খ) ধর্মপথে থাকলে

গ) ভাগ্যবলে

ঘ) শরীর সবল থাকলে

উত্তর:(গ) ভাগ্যবলে


৯) পর্বতের প্রকৃত গুণ সে-ই বুঝতে পারে-

ক) যে পর্বতপ্রেমী

খ) যে ধর্মপথগামী

গ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নেয়

ঘ) পর্বত অভিযাত্রীরা

উত্তর:(গ) যে পর্বতের সুবর্ণচরণে আশ্রয়নেয়


১০)'কি সেবা তার সে সুখ-সদনে!'-যার কথা বলা হয়েছে-

ক) সমুদ্র

খ) পর্বত

গ) ঈশ্বর

ঘ) তরুদল

উত্তর:(খ) পর্বত


১১)'সদন’-এর সমার্থক শব্দ-

ক) সুখ

খ) গৃহ

গ) সান্নিধ্য

ঘ) সহচর

উত্তর:(খ) গৃহ


১২)‘বারি’ শব্দের অর্থ-

ক) জল

খ) গৃহ

গ)বেদনা

ঘ) বিন্দু

উত্তর:(ক) জল


১৩)'দানে বারি নদীরূপ..'- নদীকে কবি যা বলেছেন-

ক) বিমলা কিঙ্করী

খ) পতিতপাবনী

গ) স্রোতস্বিনী

ঘ) স্বচ্ছতোয়া

উত্তর:(ক) বিমলা কিঙ্করী


১৪)'কিঙ্করী' শব্দের অর্থ-

ক) ঈশ্বরী

খ) দাসী

গ) রানি

ঘ) সহচরী

উত্তর:(খ) দাসী


১৫) তরু-দল যা জোগান দেয়-

ক) সুশীতল ছায়া

খ) ফুলের সুবাস

গ) অমৃত ফল

ঘ) বিহঙ্গকে আশ্রয়

উত্তর:(গ) অমৃত ফল


১৬) তরু-দল অমৃত ফল জোগান দেয়-

ক) বহু পরিচর্যার ফলে

খ) নিজ আনন্দে

গ) আপন ইচ্ছায়

ঘ) পরম আদরে

উত্তর:(ঘ) পরম আদরে


১৭) যে তরুদল পরম আদরে অমৃত ফলের জোগান দেয় তারা-

ক) দীর্ঘ-শির

খ) পুষ্পশোভিত

গ)পল্লবিত

ঘ) অতি প্রাচীন

উত্তর:(ক) দীর্ঘ-শির


১৮) তরু-দল ধারণ করেছিল-

ক) উদ্ধতরূপ

খ) দাসরূপ

গ) দাতারূপ

ঘ) স্বেচ্ছাচারী রূপ

উত্তর:(খ) দাসরূপ


১৯) ‘দশ দিশ ভরে’ ফুলেরা যা করে-

ক) সৌরভ ছড়ায়

খ) হেসে ওঠে

গ) শিশিরস্নাত হত

ঘ) পাপড়ি মেলে দিত

উত্তর:(ক) সৌরভ ছড়ায়


২০) দিশ' শব্দের অর্থ-

ক) দিশা

খ) দেখা

গ) দেওয়া

ঘ) দিক

উত্তর:(ঘ) দিক


২১) তরু-দল দিনে যা করে-

ক) বিহঙ্গের আশ্রয় হয়

খ)ফল-ফুল দেয়

গ) শীতল ছায়া বিস্তার করে

ঘ) বাতাসে আন্দোলিত হয়

উত্তর:(গ) শীতল ছায়া বিস্তার করে


২২) তরু-দল যে ছায়াবিস্তার করে তা-

ক) শীতল শ্বাসী

খ) শান্ত শীতল

গ) ক্লান্তিনাসা

ঘ) অমৃত শ্বাসী

উত্তর:(ক) শীতল শ্বাসী


২০)যে তরু শীতল ছায়া বিস্তার করে, কবি তাকে বলেছেন-

ক) তরুশ্রেষ্ঠ

খ) তরুবাজ

গ) বনেশ্বরী

ঘ) ছায়াময়ী

উত্তর:(গ) বনেশ্বরী


২৪) ‘বনেশ্বরী' যে নিদ্রা দান করে, তা-

ক) সুশীতল

খ) সুশান্ত

গ) পরিমল

ঘ) প্রাণহরা

উত্তর:(খ) সুশান্ত


২৫) 'সুশান্ত নিদ্রা'যা করে-

ক) ক্লান্তি দূর করে

খ) স্নিগ্ধ করে

গ) চিন্তামুক্তি ঘটায়

ঘ) জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে

উত্তর:(ক) ক্লান্তি দূর করে


২৬) বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে-

ক) পর্বত

খ) পর্বত ও নদী

গ) দীর্ঘতরু

ঘ) পর্বত নদী দীর্ঘতরূ

উত্তর:(গ) দীর্ঘতরু


২৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি যে জাতীয় কবিতা-

ক) লিরিক

খ) সনেট

গ) ব্যাল্যাড

ঘ) এলিজি

উত্তর:(খ) সনেট


২৮)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতাটি যে ছন্দে লেখা-

ক) ত্রিপদী

খ) দলবৃত্ত

গ) পয়ার

ঘ) মুক্তক

উত্তর:(খ) দলবৃত্ত


আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here


বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 


আন্তর্জাতিক কবিতা 

তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here 



প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 
























Post a Comment

0 Comments