তার সঙ্গে
সূচিপত্র:
ক) কবি পরিচিতি:
খ) উৎস:
গ) সারসংক্ষেপ:
ঘ) MCQ প্রশ্ন উত্তর
ক) কবি পরিচিতি:
চিলির বিখ্যাত কবি পাবলো নেরুদা ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।পাবলো নেরুদা তাঁর ছদ্মনাম। পাবলো নেরূদা একজন সফল কূটনীতিক ও রাজনীতিবিদ। চিলির কমিউনিস্ট পার্টির সদস্য এবং ছিলেন।রাজনৈতিকমতাদর্শের কারণে তাঁকে আত্মগোপনও করতে হয়। ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন। মৃত্যু হয় ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর।
খ) উৎস:
তার সঙ্গে’কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় অনূদিত 'পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা' গ্রন্থ থেকে সংগৃহীত।
গ) সারসংক্ষেপ:
১) এক অস্থির সময়ে কবির আহ্বান:
কবি তরুণদের ও সাধারণ মানুষকে বলেন,
একসাথে থাকো,ধৈর্য ধরো,লড়াই করো।
২) ঐক্যের শক্তি:
সবাই মিলে থাকলে যে কোন কঠিন সময় কাটিয়ে ওঠা যায়।
৩) সময়কে বুঝে লড়াই:
সময় কঠিন হলেও তা বুঝে সাহসের সঙ্গে লড়াই করলেই সাফল্য আসে।
৪) সংগ্রামী মানুষের উদাহরণ:
যে মানুষ ক্রমাগত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে,যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে,পাথরের ফাটলে বাসা বাঁধতেও পিছপা হয়নি যে মানুষ।
৫) ঐক্য মানে ভোগ নয়:
ঐক্য মানে-একতা,আনন্দ বা উৎসব নয়,এটা শোষণের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য।
৬) সমষ্টিগত লড়াই:
সময় যতই প্রতিকূল হোক না কেন, মানুষ ঐক্যবদ্ধভাবে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে লড়াই চালিয়ে যাবে।
ঘ) MCQ প্রশ্ন উত্তর
১)‘তার সঙ্গে' কবিতার কবি হলেন-
ক)সুনীল গঙ্গোপাধ্যায়
খ)শক্তি চট্টোপাধ্যায়
গ)জয় গোস্বামী
ঘ)জীবনানন্দ দাশ
উত্তর:(খ)শক্তি চট্টোপাধ্যায়
২) শক্তি চট্টোপাধ্যায়ের রচিত ‘তার সঙ্গে' কবিতাটি অনুবাদ করেন-
ক)পাবলো নেরুদা
খ) লোরকা
গ) ইয়েটস
ঘ)পর এলুয়ার
উত্তর:(ক)পাবলো নেরুদা
৩)কবির মতে,সময়কে পার করতে হবে-
ক)সযত্নে
খ)সমঝে
গ) সাহসের সঙ্গে
ঘ) হাসতে হাসতে
উত্তর:(খ) সমঝে
৪)সময়টা সুবিধার নয় বলে কবি তাঁর সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন-
ক)সুসময়ের জন্য
খ)অস্ত্রের জন্য
গ) সূর্যোদয়ের জন্য
ঘ) কবির জন্য
উত্তর:(ঘ) কবির জন্য
৫)কাপড়চোপড় সঙ্গে নেওয়ার কথা বলে কবি তাঁর সঙ্গীকে যা পরে নিতে বলেছেন-
ক) শিরস্ত্রাণ
খ) জুতো
গ) রক্ষাকবচ
ঘ) বর্ম
উত্তর:(খ) জুতো
৬) আগুন জ্বালানোর জন্য যা লাগবে-ক) দেশলাইকাঠি
খ) একে অপরকে
গ) শুকনো পাতা
ঘ) মোম
উত্তর:(খ) একে অপরকে
৭)'অপেক্ষা করো।'-
ক) সময়ের জন্য
খ) কবির জন্য
গ) সুযোগের জন্য
ঘ) উত্তরের জন্য
উত্তর:(খ) কবির জন্য
৮)আমার হাতে রাখো”-কবি তাঁর হাতে যা রাখতে বলেছেন-
ক) বাগানের সতেজ ফুল
খ) সকালের একমুঠো আলো
গ) প্রিয়তমার সকল ইচ্ছা
ঘ) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
উত্তর:(ঘ) প্রিয়তমার দুটি ছোট্ট হাত
৯)"উঠে দাঁড়াবো”-কবি যেভাবে উঠে দাঁড়াতে চেয়েছেন-
ক) কষ্টেসৃষ্টে
খ) উত্তেজিতভাবে
গ) উল্লাসে
ঘ) গভীর বিষাদে
উত্তর:(ক) কষ্টেসৃষ্টে
১০)কবি এবং তাঁর সঙ্গী বেঁচেবর্তে এসেছেন-
ক)প্রাচীন শহরে
খ)আদিম অরণ্যে
গ)আদিম ধ্বংসস্তূপে
ঘ) স্থানে-অস্থানে
উত্তর:(ঘ) স্থানে-অস্থানে
১১)পাথরে-ফাটলে যা আটকায়নি-
ক) চারা গজানো
খ) বাসা বানানো
গ) স্লোগান লেখা
ঘ) ছবি আঁকা
উত্তর:(খ) বাসা বানানো
১২) কবি যা সঙ্গে নিতে বলেছেন-
ক)বেলচা-কোদাল
খ) ঝুড়ি-শাবল
গ) তির-ধনুক
ঘ) বর্ম-অসি
উত্তর:(খ) ঝুড়ি-শাবল
১৩) কবির মতে,একে অপরকে প্রয়োজন যে ফুলের জন্য নয়-
ক) কারনেশন
খ) রজনিগন্ধা
গ)ফরগেট-মি-নট
ঘ) ক্যামেলিয়া
উত্তর:(ক) কারনেশন
১৪)'আমরা আমাদের চার হাত চার চোখে একে বুঝবোই।'-যাকে বুঝবার কথা বলা হয়েছে-
ক) মনের অন্ধকারকে
খ) অন্ধবশ্বাসকে
গ) সমাজের দৈত্যকে
ঘ) সুবিধের নয় সময়কে
উত্তর:(ঘ) সুবিধের নয় সময়কে
১৫) যখন সময় সুবিধার না তখন কী করতে হবে?
ক)ব্যস্ত হতে হবে
খ) নিদ্রা যেতে হবে
গ) আনন্দ করতে হবে
ঘ) সমঝে পার হতে হবে
উত্তর:(ঘ) সমঝে পার হতে হবে
১৬)'তুমি তোমার ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো'-এখানে তুমি বলতে বোঝানো হয়েছে-
ক) প্রিয়জনকে
খ) প্রকৃতিকে
গ) দেশকে
ঘ) সমাজকে
উত্তর:(ক) প্রিয়জনকে
১৭)'আমার আবার সেরকম এক জুড়ি'-এখানে ‘জুড়ি’ বলতে বোঝানো হয়েছে-
ক) বন্ধু
খ) জীবনসঙ্গী
গ) বিপরীতমুখী চরিত্র
ঘ) প্রতিদ্বন্দ্বী
উত্তর:(খ) জীবনসঙ্গী
১৮) ‘রোসো' শব্দের অর্থ-
ক) অপেক্ষা করো
খ)চলে যাও
গ) কাজ করো
ঘ)বিশ্রাম নাও
উত্তর:(ক) অপেক্ষা করো
১৯) কবি শাবল, ঝুড়ি ও কাপড় চোপড় নিতে বলেছেন-
ক) লড়াইয়ের প্রস্তুতির জন্য
খ) ভ্রমণের জন্য
গ) বিশ্রামের জন্য
ঘ) পালিয়ে যাওয়ার জন্য
উত্তর:(ক) লড়াইয়ের প্রস্তুতির জন্য
২০)'আমাদের একে অপরকে লাগবে'-
ক) ভালোবাসার চর্চার জন্য
খ) নতুন ভবিষ্যৎ গড়ার জন্য
গ) সমাজ থেকে পালিয়ে যাওয়ার জন্য
ঘ) ধ্বংস সাধনের জন্য
উত্তর:(খ) নতুন ভবিষ্যৎ গড়ার জন্য
২১) কবি প্রতিকূল সময়কে মোকাবিলা করতে বলেছেন-
ক)একা একা লড়াই করে
খ) একসঙ্গে থেকে
গ) পালিয়ে গিয়ে
ঘ) ধৈর্য ধরে অপেক্ষা করে
উত্তর:(খ) একসঙ্গে থেকে
২২) ‘চার হাত চার চোখ' বলতে বোঝানো হয়েছে-
ক) সহযোগিতা ও ঐক্য
খ) বিশৃঙ্খলা
গ) প্রতারণা
ঘ) সন্দেহ
উত্তর:(ক) সহযোগিতা ও ঐক্য
২৩)'যুঝবোই' শব্দটি যে অর্থ বোঝায়-
ক) সংগ্রামের প্রতিজ্ঞা
খ) শান্তিস্থাপনের আহ্বান
গ) আত্মসমর্পণ
ঘ) পালিয়ে যাওয়া
উত্তর:(ক) সংগ্রামের প্রতিজ্ঞা
২৪)'আমার জন্যে দাঁড়াও,'-এখানে 'দাঁড়াও' বলতে যা বোঝানো হয়েছে-
ক) এগিয়ে চলো
খ) অপেক্ষা করো
গ) বসে পড়ো
ঘ) ফিরে যাও
উত্তর:(খ) অপেক্ষা করো
২৫)'কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও'-প্রতীকী অর্থ-
ক) সংগ্রাম ও নির্মাণ
খ) বিশ্রাম ও শান্তি
গ) পালিয়ে যাওয়ার প্রস্তুতি
ঘ) যুদ্ধবিরতির সংকেত
উত্তর:(ক) সংগ্রাম ও নির্মাণ
২৬)'ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে'-এখানে আগুন হল-
ক) নব সূচনার প্রতীক
খ) ধ্বংসের প্রতীক
গ) বিদ্রোহের প্রতীক
ঘ) প্রেমের প্রতীক
উত্তর:(ক) নব সূচনার প্রতীক
২৭) কবিতায় কবি প্রতিকূল সময়কে যেভাবে মোকাবিলা করার কথা বলেছেন-
ক) একা একা লড়াই করে
খ) পালিয়ে গিয়ে
গ) সবাই মিলে একসঙ্গে থেকে
ঘ) ধৈর্য ধরে অপেক্ষা করে
উত্তর:(গ) সবাই মিলে একসঙ্গে থেকে
২৮) কবি হাত ধরতে বলেছেন-
ক) ভালোবাসার প্রতীক হিসেবে
খ) ভয় থেকে মুক্ত হওয়ার জন্য
গ) একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পে ঘ) পরস্পরকে বিদায় জানানোর জন্য
উত্তর:(গ) একসঙ্গে এগিয়ে যাওয়ার সংকল্পে
২৯)'আমার আবার সেরকম এক জুড়ি'-এখানে 'জুড়ি' বলতে বোঝানো হয়েছে-
ক) প্রতিদ্বন্দ্বী
খ) বিপরীতমুখী চরিত্র
গ) একসঙ্গে থাকা দুজন মানুষ
ঘ) শত্রু
উত্তর:(গ) একসঙ্গে থাকা দুজন মানুষ
৩০) কবিতার মূল বার্তাটি হল-
ক) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন
খ) ভালোবাসা সর্বদা ব্যর্থ হয়
গ) সময়ের কাছে হার মানা উচিত
ঘ) প্রকৃতির শক্তি অপরাজেয়
উত্তর:(ক) সংকট মোকাবিলার জন্য ঐক্য প্রয়োজন
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here
প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার:
প্রথম পর্ব:
চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
গল্প:
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
কবিতা:
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
প্রবন্ধ:
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
ভারতীয় গল্প:
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
আন্তর্জাতিক কবিতা
তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here
0 Comments