সাম্যবাদী কবিতা
সূচিপত্র:
ক) কবি পরিচিতি:
খ) উৎস:
গ) সারসংক্ষেপ:
ঘ) MCQ প্রশ্ন উত্তর
ক) কাজী নজরুল ইসলাম:
জন্ম ও জীবনের শুরু: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল দরিদ্র। ছোটবেলা থেকেই নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়েছে—মক্তবে পড়া, মাজারে কাজ, লেটো দলে গান লেখা, এমনকি রুটির দোকানে কাজও করেছেন।
শিক্ষা ও সেনাবাহিনীতে যোগ: কিছুদিন ময়মনসিংহ ও রানিগঞ্জে পড়াশোনা করার পর নজরুল সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগ দেন। সেনাবাহিনীতে থাকা অবস্থায়ই তিনি সাহিত্যচর্চা শুরু করেন।
সাহিত্যসাধনা: নজরুলের প্রথম কবিতা ‘মুক্তি’ প্রকাশিত হয় ১৯১৯ সালে। এরপর তিনি গল্প, কবিতা, উপন্যাস, নাটক, গান—সব ধরনের সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তাঁর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ ১৯২২ সালে প্রকাশিত হয়, যা তাঁকে “বিদ্রোহী কবি” হিসেবে পরিচিত করে তোলে। একই বছর তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। এই বছরেই ‘ধুমকেতু’ পত্রিকায় লেখা ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য তিনি কারাবরণ করেন।
রাজনৈতিক ও সামাজিক চেতনা: নজরুলের কবিতা ও লেখায় ছিল সাম্য, মানবতা ও প্রতিবাদের কথা। ‘সাম্যবাদী’, ‘লাঙল’, ‘সর্বহারা’, ‘চরকার গান’ ইত্যাদি কবিতায় তিনি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লেখেন। তিনি গান রচনাতেও ছিলেন অত্যন্ত দক্ষ। কীর্তন, গজল, রাগসঙ্গীত—সব ধরনের সুরে গান লিখেছেন।
জীবনের শেষ পর্ব ও মৃত্যু: ১৯৪২ সাল থেকে নজরুল দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হন এবং বাকশক্তি হারান। দীর্ঘদিন নির্বাক থাকার পর ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়।
উল্লেখযোগ্য তথ্য: ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'লাঙল' পত্রিকায়, যেটির পরিচালনায় ছিলেন নজরুল নিজেই।
খ) উৎস:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত 'সাম্যবাদী' কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
গ) সারসংক্ষেপ:
"সাম্যবাদী" কবিতায় নজরুল মানবজাতির মধ্যে শ্রেণিবৈষম্য, জাতপাত, ধনী-গরিবের ভেদাভেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি সকল মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার জয় কামনা করেছেন। কবি বলেন, তিনি কোনো বিশেষ জাতি, ধর্ম, বর্ণ বা শ্রেণির পক্ষে নন—তিনি মানুষের পক্ষে। তিনি বলেন, ঈশ্বর, আল্লাহ, ভগবান সকলেরই এক, তাই মানুষে মানুষে বিভেদ থাকা উচিত নয়।
এই কবিতায় নজরুল বিদ্রোহী সুরে ঘোষণা করেন, তিনি মন্দির-মসজিদ-গির্জা-গুহা—সবখানেই একই সত্য, একই মানবতাকে খুঁজে পান। তিনি ধনীর বিরুদ্ধে দরিদ্রের, অত্যাচারীর বিরুদ্ধে নিপীড়িতের পক্ষে কথা বলেন এবং শোষণমুক্ত এক সমাজের স্বপ্ন দেখান।
সারাংশের মূল বক্তব্য:
•সব মানুষ সমান, কারো কোনো প্রভু নেই।
•ধর্ম, বর্ণ, জাত, শ্রেণি-সব বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে।
•শোষণহীন ও সাম্যভিত্তিক সমাজ গড়তে হবে।
•ঈশ্বরকে খুঁজতে হলে মানুষকে ভালোবাসতে হবে।
ঘ) MCQ প্রশ্ন উত্তর
১) কনফুসিয়াস ছিলেন-
ক) চৈনিক দার্শনিক
খ) জাপানি দার্শনিক
গ) মিশরীয় লেখক
ঘ) জৈন সন্ন্যাসী
উত্তর:(ক) চৈনিক দার্শনিক
২) চার্বাক হল-
ক) বৌদ্ধ সন্ন্যাসী
খ) আরব দেশের একজন ধর্ম প্রচারক
গ) একটি ভারতীয় দর্শন
ঘ) প্রাচীন ভারতের একজন শাসক
উত্তর:(গ) একটি ভারতীয় দর্শন
৩) কোরান হল-
ক) আল্লাহ-র বাণীর সংকলন
খ) মুহম্মদের জীবনী
গ) হাদিসের অন্য নাম
ঘ) শাসন নির্দেশ
উত্তর:(ক) আল্লাহ-র বাণীর সংকলন
৪) ‘ত্রিপিটক' যাদের ধর্মগ্রন্থ-
ক) জরথুস্ট্র
খ) জৈন
গ)বৌদ্ধ
ঘ) পারসিক
উত্তর:(গ) বৌদ্ধ
৬) 'জেন্দাবেস্তা' যাদের ধর্মগ্রন্থ-
ক) হিন্দু
খ) ইহুদি
গ) তাও
ঘ) জরথুস্ট্র
উত্তর:(ঘ) জরথুস্ট্র
৭) ‘গ্রন্থসাহেব' যাদের ধর্মগ্রন্থ-
ক) পারসিকদের
খ) শিখদের
গ) জৈনদের
ঘ) ইসলামীয়দের
উত্তর:(খ) শিখদের
৮)'কিন্তু কেন এ পণ্ডশ্রম..?' –কবি যাকে পণ্ডশ্রম বলেছেন-
ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
খ) চোরকে ধর্মের কাহিনি শোনানো
গ) কঠিন কাজে আত্মনিয়োগ
ঘ) মানবসেবায় নিজেকে নিবেদন
উত্তর:(ক) ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
৯) 'দোকানে কেন এ দর-কষাকষি'- কবি এখানে বলতে চেয়েছেন-
ক)মানুষের লাভ-ক্ষতির হিসাবের কথা
খ)মানুষের স্বার্থপরতার কথা
গ) ধর্মে ধর্মে বিভেদের কথা
ঘ) অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা
উত্তর:(গ) ধর্মে ধর্মে বিভেদের কথা
১০) কবির মতে ‘তাজা ফুল' যেখানে ফুটে আছে-
ক) বাগানে
খ) টবে
গ) পথে
ঘ) হৃদয়ে
উত্তর:(গ) পথে
১১)'পথে ফুটে তাজা ফুল'-এই ‘তাজা ফুল' হল-
ক) সজীব হৃদয়
খ) পবিত্র ধর্মগ্রন্থ
গ) সুন্দর স্থাপত্য
ঘ) মানুষের সৃষ্টি
উত্তর:(ক) সজীব হৃদয়
১২) নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে-
ক) বিশ্বভুবন
খ) উদারতা
গ) আলোকময়তা
ঘ) সকল শাস্ত্র
উত্তর:(ঘ) সকল শাস্ত্র
১৩)‘দেউল' শব্দটির উৎস-
ক) দোল
খ) দেয়াল
গ) দেবকুল
ঘ) দেবালয়
উত্তর:(গ) দেবকুল
১৪)সমস্ত দেবতার মন্দির হল-
ক) মানুষের মনে
খ) নির্জনতায়
গ) প্রকৃতির মধ্যে
ঘ) যে-কোনো দেবস্থানে
উত্তর:(ক) মানুষের মনে
১৫) মানুষের হৃদয়কে কবি বলেছেন-
ক) আনন্দরূপ
খ) সত্যরূপ
গ) অচিন্ত্যরূপ
ঘ) অমৃতরূপ
উত্তর:(ঘ) অমৃতরূপ
১৬) 'নীলাচল' হল-
ক) বেনারস
খ) কাশী
গ) নীলগিরি
ঘ) পুরী
উত্তর:(ঘ) পুরী
১৭)জেরুজালেম বিখ্যাত যে কারণে-
ক) ধর্মস্থান হিসেবে
খ) পর্যটনকেন্দ্র হিসেবে
গ) শিক্ষাকেন্দ্র হিসেবে
ঘ) বাণিজ্যকেন্দ্র হিসেবে
উত্তর:(ক) ধর্মস্থান হিসেবে
১৮)মদিনা বিখ্যাত যে কারণে-
ক) হজরত মহম্মদের জন্য
খ) বুদ্ধদেবের জন্য
গ) জিশুর জন্য
ঘ) বাণিজ্যপথের জন্য
উত্তর:(ক) হজরত মহম্মদের জন্য
১৯)'ঈসা মুসা ছিলেন-
ক) একজন ব্যবসায়ী
খ) একজন শাসক
গ) একজন নবি
ঘ) একজন চিন্তাবিদ
উত্তর:(গ) একজন নবি
২০)ঈসা মুসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন-
ক) সত্যের পরিচয়
খ) চেতনার সন্ধান
গ) অধ্যান্তবোধ
ঘ) বিশ্বাস
উত্তর:(ক) সত্যের পরিচয়
২১)‘বাঁশির কিশোর' বলতে যাকে বোঝানো হয়েছে-
ক) রামচন্দ্র
খ) শ্রীকৃষ্ণ
গ) সুদামা
ঘ) অর্জুন
উত্তর:(খ) শ্রীকৃষ্ণ
২২)‘বাঁশির কিশোর' যা করেছিলেন-
ক) মহা-গীতা রচনা করেছিলেন
খ) যুদ্ধ ঘোষণা করেছিলেন
গ) বাঁশিতে সুর তুলেছিলেন
ঘ) শান্তি ও পরমেশ্বরের কথা শুনিয়েছিলেন
উত্তর:(ক) মহা-গীতা রচনা করেছিলেন
২৩) নবিরা খোদার মিতা' যে হয়েছিল-
ক) ঈসা মুসা
খ) মেষের রাখাল
গ) কালের রাখাল
ঘ) মহম্মদ
উত্তর:(খ) মেষের রাখাল
২৪)শাক্যমুনি হলেন-
ক) বশিষ্ঠ
খ) বিশ্বামিত্র
গ) বুদ্ধদেব
ঘ) মহাবীর
উত্তর:(গ) বুদ্ধদেব
২৫) শাক্যমুনি যেখানে বসেছিলেন-
ক) বোধিবৃক্ষের তলায়
খ) নির্জন প্রান্তরে
গ) উপাসনা গৃহে
ঘ) হৃদয়ের ধ্যান-গুহায়
উত্তর:(ক) বোধিবৃক্ষের তলায়
২৬) ‘কন্দর' শব্দের অর্থ-
ক) গৃহ
খ) আশ্রয়
গ) গুহা
ঘ) গাছপালা
উত্তর:(গ) গুহা
২৭) 'আরব-দুলাল' বলতে যাকে বোঝানো হয়েছে-
ক) হযরত মহম্মদ
খ) হায়দার আলি
গ) খোদা
ঘ) আল্লাহ
উত্তর:(গ) খোদা
২৮) 'এইখানে বসি গাহিলেন তিনি.-'যা গাওয়ার কথা বলা হয়েছে-
ক) গ্রন্থসাহেব
খ) ময়মনসিংহের গান
গ) উপনিষদের গান
ঘ) কোরানের সাম গান
উত্তর:(ঘ) কোরানের সাম গান
২৯) কোরানের গান কবির কাছে-
ক) ধর্মের গান
খ) সাম্যের গান
গ) দেশের গান
ঘ) শান্তির গান
উত্তর:(খ) সাম্যের গান
৩০)সব থেকে বড়ো মন্দির-কাবার নাম হল-
ক) মদিনা
খ) হৃদয়
গ) আংকুরঘাট
ঘ) সুলেমান মসজিদ
উত্তর:(খ) হৃদয়
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
কবিতা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here
সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
আন্তর্জাতিক কবিতা
তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here
ভাষা:
ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here
প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার:
প্রথম পর্ব:
চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here
0 Comments