দিগ্বিজয়ের রূপকথা কবিতা সারাংশ।দিগ্বিজয়ের রূপকথা কবিতা mcq।


দিগ্বিজয়ের রূপকথা কবিতা সারাংশ।দিগ্বিজয়ের রূপকথা কবিতা mcq।


*সূচিপত্র:

ক) কবি পরিচিতি

খ)উৎস

গ) সারসংক্ষেপ

ঘ) নামকরণ

ঙ) সঠিক উত্তরটি নির্বাচন করো:(MCQ) প্রশ্নের মান-১


ক) কবি পরিচিতি:

নবনীতা দেবসেন ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৩ জানুয়ারি দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন।তাঁর বাবা-মা,নরেন্দ্র দেব এবং রাধারাণী দেবী। স্কুলজীবন কেটেছে মেমোরিয়াল গার্লস স্কুলে। উচ্চ শিক্ষা করেছেন প্রেসিডেন্সি কলেজ,যাদবপুর বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড এবং কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন বহুভাষার অধিকারী যেমন-হিন্দি,ওড়িয়া,অহমিয়া, ফরাসি, জার্মান,সংস্কৃত, হিব্রু ইত্যাদি ছিলেন। ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে ২০০২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন।১৯৫৯ খ্রিস্টাব্দে নবনীতা দেবসেন বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ হন।১৯৫৯ খ্রিস্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়'প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলির মধ্যে-'স্বাগত দেবদূত' 'তুমি মনস্থির করো' ইত্যাদি। প্রথম উপন্যাস ‘আমি অনুপম' প্রকাশিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে।নবনীতা দেবসেনের একটি স্মরণীয় ভ্রমণকাহিনি‘ট্রাকবাহনেম্যাকমাহনে,।‘ভালোবাসার বারান্দা' তাঁর আর-একটি অসামান্য রচনা ।১৯৯৯ খ্রিস্টাব্দে ‘নটী নবনীতা’ গ্রন্থের জন্য কবি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ২০০০ খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম উপাধি দিয়ে সম্মানিত করেন।


খ)উৎস:

নবনীতা দেব সেনের রচিত 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি 'রক্তে আমার রাজপুত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।


গ) সারসংক্ষেপ:

রাজপুত্র দিগ্বিজয়ে যাবেন। কারণ মানবসমাজকে সুন্দর করে প্রতিষ্ঠা করার দায়িত্ব নেন। তার দুঃখিনী মা তাকে সাজিয়ে দিলেন। দিগ্বিজয়ের যাত্রাপথে রাজপুত্রের কাছে কবচ-কুন্ডল, তীর-ধনুক ইত্যাদি কোন অস্ত্র বা শিরস্তাণ বা মাথায় কোন বর্ম ছিল না। শুধু দুটি আশীর্বাদি সরঞ্জাম ছিল-প্রথমটি বিশ্বাস আর দ্বিতীয়টি ভালোবাসা। বিশ্বাসকে কবি বলেছেন- জাদু-অশ্ব,-যা মরুপথে হয়ে যায় উট, আকাশে পুষ্পক,আর সমুদ্রে সপ্তডিঙা। বিশ্বাসের উপর ভর করে কবি সমস্ত দুর্গম পথকে অতিক্রম করার চেষ্টা করেছেন। আর ভালোবাসা কবির কাছে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূত তরবারি-কিন্তু তা অভঙ্গুর। এই ভালোবাসা দিয়ে কবি বিশ্বজয় করতে চেয়েছেন। কবি আশা করেছেন,এই বিশ্বাস আর ভালোবাসার উপর ভর করে তিনি পৌঁছে যাবেন খেজুরের দ্বীপে অর্থাৎ এক সুন্দর মানবিক পৃথিবীতে।


ঘ) নামকরণ:

যেকোনো সাহিত্যকর্মের ক্ষেত্রেই নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নামের মধ্যে দিয়েই সাহিত্যের মূলভাবটি পাঠকের কাছে তুলে ধরা হয়। যেকোনো সাহিত্যকর্মই সাধারণত ঘটনা বা চরিত্র অনুযায়ী কিংবা ব্যঞ্জনধর্মী নামকরণ হয়ে থাকে।দুঃখিনী দেশজননীর সন্তান বা রাজপুত্র দিগ্বিজয়ে যাবে। তার অভাবী মা তাকে সাজিয়ে দিলেন। কিন্তু তিনি নিজেই তো দুয়োরানি। কবির দিগ্বিজেয়ে যাবার সময়ে হাতে কবজকুণ্ডল বা ধনুক তূণীরের মতো কোন অস্ত্র বা শিরস্ত্রাণের মতো কোন বর্ম ছিল না। শুধু দুটি অমূল্য অনুভূতি বিশ্বাস আর ভালোবাসাকে অবলম্বন করে দ্বিগবিজয়ের যান। বিশ্বাস কবির কাছে মরুপথের উট, আকাশের পুষ্পক, সিন্ধুজলের সপ্তডিঙা, তেপান্তরের পক্ষীরাজ অর্থাৎ বিশ্বাস হলো তার এগিয়ে চলার বাহন। অন্যদিকে ভালোবাসা হল মন্ত্রপূত অসির মতো শানিত ইস্পাত খন্ড,এক অভঙ্গুর অস্ত্র। কবি আশাবাদী বিশ্বাস আর ভালোবাসায় আবদ্ধ হয়ে মনের শক্তি দিয়ে একদিন পৌঁছে যাবেন তৃষ্ণাহর খেজুরের দ্বীপে অর্থাৎ সুস্থ,সুন্দর,মানবিক এবং বাসযোগ্য এক পৃথিবীতে। এই দিক থেকে কবিতার নামকরণটি যথার্থ ও সার্থক হয়েছে।


ঙ) সঠিক উত্তরটি নির্বাচন করো:(MCQ) প্রশ্নের মান-১


১)'দিগ্বিজয়ের রূপকথা'কার লেখা ?

ক) সুনীল গঙ্গোপাধ্যায়

খ) শঙ্খ ঘোষ

গ) নবনীতা দেবসেন

ঘ)তিলোত্তমা মজুমদার

উত্তর:(গ) নবনীতা দেবসেন


২)কবি রক্তে নিজেকে যা মনে

করেছেন-

ক)রাজপুত

খ)রাজপুত্র

গ)আর্য

ঘ)দ্রাবিড়

উত্তর:(খ)রাজপুত্র


৩)কবির জননী--

ক)দুঃখিনী

খ)চিরদুঃখী

গ) অপাপবিদ্ধা

ঘ) চিরসহনশীলা

উত্তর:(ক)দুঃখিনী


৪)কবিকে দিগ্‌বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন—

ক)সুয়োরানি

খ)দুয়োরানি

গ) দেশ জননী

ঘ) মহারানী

উত্তর:(খ)দুয়োরানি


৫)‘কবচকুণ্ডল নেই’-কবচকুণ্ডল ছিল-

ক)অর্জুনের অস্ত্র

খ)বিয়ুর অস্ত্র

গ)কর্ণের অস্ত্র

ঘ)শিবের অস্ত্র

উত্তর:(গ)কর্ণের অস্ত্র


৬)কবির কাছে দিগ্‌বিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল-

ক) উপহার

খ) উপচার

গ) আশীর্বাদি

ঘ) বিক্রয়যোগ্য

উত্তর:(গ) আশীর্বাদি


৭)কবির কাছে থাকা জাদু-অশ্ব উট হয়ে যায়-

ক) দিগন্ত পেরোলে

খ)তপ্ত দিনে

গ)নিদাঘ মধ্যাহ্নে

ঘ) মরুপথে

উত্তর:(ঘ) মরুপথে


৮)কবির জাদু-অশ্ব আকাশে হয়ে যায়-

ক)পক্ষীরাজ

খ)পুষ্পক

গ) কালপুরুষ

ঘ)রামধনু

উত্তর:(খ)পুষ্পক


৯)সিন্ধুজলে সেজে ওঠে-

ক)সপ্তডিঙা

খ)ময়ূরপঙ্ক্ষী

গ)সমুদ্রকন্যা

ঘ)অর্ধনারীশ্বর

উত্তর:(ক)সপ্তডিঙা


১০)কবির 'হৃদয়ের খাপে' ভরা আছে যে অসি তা হল-

ক)শানিত

খ)মন্ত্রপূত অসি

গ) পবিত্র

ঘ) তীক্ষ্ণতম

উত্তর:(খ)মন্ত্রপূত


১১)বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান-

ক)দারুচিনি দ্বীপে

খ)খেজুরের দ্বীপে

গ)মায়া বন্দরে

ঘ)বেনামি বন্দরে

উত্তর:(খ)খেজুরের দ্বীপে


১২)নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ-

ক) বৃষ্টি পড়ে টাপুর-টুপুর

খ)প্রথম প্রত্যয়

গ)মাদারি

ঘ)রক্তে আমি রাজপুত্র

উত্তর:(খ)প্রথম প্রত্যয়


১৩)বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি রূপকথার গল্পের সংকলন হল-

ক)ঠাকুরমার ঝুলি

খ)রূপভানের কাহিনি

গ) সতীময়নার কাহিনী

ঘ) ময়মনসিংহ গীতিকা

উত্তর:(ক)ঠাকুরমার ঝুলি


১৪) পুষ্পক শব্দের অর্থ-

ক)অশ্ব

খ)ধনুক

গ)রথ

ঘ)দ্বীপ

উত্তর:(গ)রথ


১৫)‘জাদু-অশ্ব’ বলতে বোঝানো হয়েছে-

ক)বিশ্বাস

খ)পক্ষীরাজ

গ)উট

ঘ)ঘোড়া

উত্তর:(ক)বিশ্বাস


১৬)‘সপ্তডিঙ্গা’ হল-

ক)আকাশযান

খ)জলযান

গ)পক্ষীরাজ

ঘ)যুদ্ধাস্ত্র

উত্তর:(খ)জলযান


১৭)‘দিগ্বিজয়’-এর প্রকৃত অর্থ-

ক)যুদ্ধজয়

খ)পৃথিবী জয়

গ)নিজের দুর্বলতা জয়

ঘ)শত্রুদের পরাস্ত

উত্তর:(খ)পৃথিবী জয়


১৮)‘অভঙ্গুর’ শব্দের অর্থ-

ক) ভঙ্গুর

খ)অবিনশ্বর

গ) সংকল্প

ঘ) শক্তিশালী

উত্তর:(খ)অবিনশ্বর


১৯) ‘শাণিত ইস্পাত খণ্ড’–এর প্রকৃত অর্থ-

ক) ধারালো তলোয়ার

খ) মনের জোর

গ) রক্ষা

ঘ) প্রতিরক্ষার প্রতীক

উত্তর:(খ) মনের জোর


২০) বিশ্বাস ও ভালোবাসা হল-

ক) জীবনযাত্রার মূল স্তম্ভ

খ) রাজকীয় শক্তি

গ) দুটি অস্ত্র

ঘ) শক্তিশালী

উত্তর:(গ) দুটি অস্ত্র


২১)‘তেপান্তর' শব্দের ব্যবহার যা বোঝায়-

ক)সীমাহীন যাত্রা

খ) রাজ্যের সীমানা

গ) যুদ্ধক্ষেত্র

ঘ) অলীক স্থান

উত্তর:(ক)সীমাহীন যাত্রা


২২)‘বিশ্বাস' ও ‘ভালোবাসা’ হল-

ক) যুদ্ধের অস্ত্র

খ) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি

গ) মানুষের শক্তি

ঘ) রাজপুত্রের শক্তি

উত্তর:(খ) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি


২৩) ‘দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত-

ক) রক্তে আমার রাজপুত্র

খ) এখন আকাশ নীল

গ) প্রথম প্রত্যয়

ঘ) অলীক শক্তি

উত্তর:(ক) রক্তে আমার রাজপুত্র


২৪)‘তৃয়াহর’শব্দের অর্থ-

ক)জলদস্যুদের আবাসস্থল

খ) মরুভূমির শান্তি

গ)যা তৃয়া দূর করে

ঘ) বন্যার প্রতীক

উত্তর:(গ)যা তৃয়া দূর করে


২৫)প্রকৃতপক্ষে ‘পুষ্পক' হল-

ক)অভিমন্যুর রথ

খ)কুবেরের রথ

গ)দুর্যোধনের রথ

ঘ)অর্জুনের রথ

উত্তর:(খ)কুবেরের রথ



আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here 

বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here 




প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


গল্প:


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


কবিতা:


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


প্রবন্ধ:

বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


ভারতীয় গল্প:

পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 


আন্তর্জাতিক কবিতা 

তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here 





























Post a Comment

0 Comments