বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো
সূচিপত্র:
ক) কবি পরিচিতি:
খ) উৎস:
গ) সারসংক্ষেপ:
ঘ) MCQ প্রশ্ন উত্তর
ক) কবি পরিচিতি:
গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ১৯২৭ সালের ৬ মার্চ কলম্বিয়ার আরাকাটাকায় জন্মগ্রহণ করেন। মামাবাড়িতে বড়ো হওয়া মার্কেজের শৈশব নানা গল্পে সমৃদ্ধ ছিল। আট বছর বয়সে মাতামহের মৃত্যুর পর পরিবার বোগোতায় চলে যায়। বারো বছর বয়সে আবাসিক বিদ্যালয় ছেড়ে দেন তিনি। এক হাতে কবিতা, অন্য হাতে মার্কসীয় গ্রন্থ—এই সময়েই তাঁর সাহিত্যচর্চার ভিত গড়ে ওঠে। ১৯৪৭ সালে বোগোতার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইন পড়া শুরু করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পড়া ছেড়ে সাংবাদিকতায় যোগ দেন। কাফকার Metamorphosis তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯৪৭-৫৫ সালের গল্পসংকলন Eyes of a Blue Dog, প্রথম উপন্যাস Leaf Storm (১৯৫৫), এবং The Story of a Shipwrecked Sailor তাঁকে পরিচিতি দেয়। পরে প্যারিসে থেকে No One Writes to the Colonel রচনা করেন। মেক্সিকোতে থাকার সময় তাঁর মাথায় আসে One Hundred Years of Solitude–এর ভাবনা, যা তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে Chronicle of a Death Foretold, Love in the Time of Cholera, The General in His Labyrinth ইত্যাদি। ১৯৮২ সালে তিনি নোবেল পুরস্কার পান। ২০১৪ সালের ১৭ এপ্রিল মেক্সিকোতে তাঁর মৃত্যু হয়।
খ) উৎস:
এই গল্পটি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ম্যাজিক রিয়ালিজম ধারার বিখ্যাত ছোটোগল্প “A Very Old Man with Enormous Wings”-এর বাংলা অনুবাদ।
গ) বিষয় সংক্ষেপ:
তিন দিনের বৃষ্টিতে পেলাইওদের বাড়ির উঠোন ভরে যায় কাঁকড়ায়, এবং তারা মনে করে কাঁকড়ার পচা গন্ধেই তাদের নবজাতকের জ্বর হয়েছে। কাঁকড়া ফেলে ফেরার পথে পেলাইও কাদায় উপুড় হয়ে থাকা এক বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োকে খুঁজে পায়। প্রতিবেশীরা তাকে “দেবদূত” বলে ধরে নিলেও পাদরি গোনসাগা সন্দেহ প্রকাশ করেন। মানুষজন ভিড় করতে শুরু করলে এলিসেন্দা বেড়া দিয়ে দর্শনার্থীদের থেকে অর্থ আদায় করে। অসুস্থ, হতাশ মানুষরা আশা নিয়ে বুড়োটির কাছে এলো, কিন্তু বুড়ো রইল উদাসীন—বেগুনভর্তা ছাড়া কিছুই খেল না, অত্যাচার সইল চুপচাপ। এদিকে শহরে এলো মাকড়সা-রূপী এক মেয়ে–তার সহজলভ্যতা ও উত্তর পাওয়ার সুযোগে সবাই সেখানে ভিড় করায় পেলাইওদের উঠোন ফাঁকা হয়ে যায়। বুড়োর প্রতি অবহেলা বাড়ে; খাঁচার তার ছিঁড়ে যায়, আর সে এদিক-ওদিক ঘুরে বেড়ায়। শীতে তার জ্বর বাড়লেও পরে ধীরে ধীরে সুস্থ হয়। ডিসেম্বরে তার ডানায় আবার পালক গজায়, এবং একদিন এলিসেন্দা দেখে সে উড়ে যাচ্ছে-ধীরে ধীরে বাড়িঘরের মাথা পেরিয়ে আকাশে মিলিয়ে যায়।
ঘ) MCQ প্রশ্ন ও উত্তর:
১)বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গল্পটি কোন্ ছোটোগল্প থেকে নেওয়া হয়েছে-
ক)নিউজ অব এ কিডন্যাপিং
খ)লাভ ইন দ্য টাইম অব কলেরা
গ)লাভ অ্যান্ড আদার ডেমনস্
ঘ)এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস
উত্তর:(ঘ)এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস
২)“বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো' গল্পটি-
ক)কল্পবিজ্ঞানের গল্প
খ)ম্যাজিক রিয়ালিজম্-এর গল্প
গ)রহস্য গল্প
ঘ)ভৌতিক গল্প
উত্তর (খ)ম্যাজিক রিয়ালিজম্-এর গল্প
৩) পেলাইও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল?
ক)বৃষ্টির প্রথম দিনে
খ)বৃষ্টির দ্বিতীয় দিনে
গ)বৃষ্টির তৃতীয় দিনে
ঘ)বসন্তকালে
উত্তর:(গ)বৃষ্টির তৃতীয় দিনে
৪) বৃষ্টির দিনে পেলাইওরা কী মেরেছিল?
ক)কাঁকড়া
খ)সাপ
গ)মাছ
ঘ) পোকামাকড়
উত্তর:(ক) কাঁকড়া
৫) বৃষ্টির তৃতীয় দিনে পেলাইও-র নবজাত শিশুর কী হয়েছিল?
ক) জ্বর
খ) বমি
গ) পেটের অসুখ
ঘ) মাথাব্যথা
উত্তর:(ক) জ্বর
৬) বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল-
ক) কুয়োতে
খ) সমুদ্রে
গ) পুকুরে
ঘ) কাদার মধ্যে
উত্তর:(ঘ)কাদার মধ্যে
৭) পেলাইও-র স্ত্রীর নাম কী?
ক) এলিসেদান্দা
খ) এলিসেদা
গ) এলিসেরা
ঘ) এলিসেন্দা
উত্তর:(ঘ) এলিসেন্দা
৮) থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল?
ক) ভিক্ষুকের মতো
খ) পাদরির মতো
গ) ন্যাকড়াকুড়ুনির মতো
ঘ) রাজার মতো
উত্তর:(গ) ন্যাকড়াকুড়ুনির মতো
৯) পড়োশিনির মতে, থুরথুরে বুড়ো লোকটি আসলে-
ক) দেবদূত
খ) ভাঁওতাবাজ
গ) গুপ্তচর
ঘ) অপদেবতা
উত্তর:(ক) দেবদূত
১০) পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কী মনে করেছিল?
ক) অন্যগ্রহের প্রাণী
খ) অন্যগ্রহের প্রাণী
গ) সার্কাসের জন্তু
ঘ) চিড়িয়াখানার জন্তু
উত্তর:(গ) সার্কাসের জন্তু
১১) সাতটার আগে যে পাদরি এসে হাজির হন, তাঁর নাম ছিল-
ক) অ্যান্টনি
খ) গোমেজ
গ) জেমস
ঘ) গোনসাগা
উত্তর:(ঘ) গোনসাগা
১২) ডানাওয়ালা বুড়োর চোখ ছিল-
ক) স্বচ্ছ
খ) প্রত্নপ্রাচীন
গ) তীক্ষ্ণ
ঘ) সংবেদনশীল
উত্তর:(খ) প্রত্নপ্রাচীন
১৩) “শয়তানের ছলের অভাব হয় না”-উক্তিটি করেন-
ক) এলিসেন্দা
খ) পেলাইও
গ) গোনসাগা
ঘ) পড়োশিনি
উত্তর:(গ) গোনসাগা
১৪) বুড়ো লোকটির দর্শনি বাবদ পেলাইও-এলিসেন্দা দর্শনার্থীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল?
ক) চার সেন্ট
খ) দুই সেন্ট
গ) পাঁচ সেন্ট
ঘ) তিন সেন্ট
উত্তর:(গ) পাঁচ সেন্ট
১৫) দেবদূতের খাদ্য হিসেবে পড়োশিনি কী নির্দেশ দিয়েছিলেন?
ক) ন্যাপথলিন
খ) মিছরি
গ) ডাব
ঘ) নারকেল
উত্তর:(ক) ন্যাপথলিন
১৬) বুড়ো লোকটি শুধু কী খেত?
ক) কাঁকড়া
খ) বেগুনভর্তা
গ) আলু সেদ্ধ
ঘ) ঘি-ভাত
উত্তর:(খ) বেগুনভর্তা
১৭) থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হল-
ক) জাদু
খ) মন্দ
গ) ধৈর্য
ঘ) জলপড়া
উত্তর:(গ) ধৈর্য
১৮) ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে?
ক) দেবতার অভিশাপে
খ) এলিসেন্দার অভিশাপে
গ) বাবা-মার কথার অবাধ্য হয়ে
ঘ) পাদ্র গোনসাগর কথায়
উত্তর:(গ) বাবা-মার কথার অবাধ্য হয়ে
১৯) শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কী ছিল?
ক) একটি সাধারণ মেয়ে
খ) একটি মাকড়সা-কন্যা
গ) দক্ষ দরবাজিকর
ঘ) অন্য এক দেবদূত
উত্তর:(খ) একটি মাকড়সা-কন্যা
২০) মাকড়সা মেয়েটি ছিল-
ক) ভয়ংকর তারনতুলা
খ) পথভোলা দেবদূত
গ) অন্য গ্রহের আগুন্তুক
ঘ) ঈশ্বরের উজির-নাজির
উত্তর:(ক) ভয়ংকর তারনতুলা
২১) যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা মাকড়সা-কন্যার মুখে কী ছুঁড়ে দেয়?
ক) বেগুনভর্তা
খ) ডালের বড়া
গ) মাংসের বড়া
ঘ) মাছের বড়া
উত্তর:(গ) মাংসের বড়া
২২) বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খোঁজা হয়েছিল, সেই দেশটি হল-
ক) নরওয়ে
খ) সিরিয়া
গ) মিশর
ঘ) রাশিয়া
উত্তর:(গ) সিরিয়া
২৩) এলিসেন্দা যে পোশাক কিনেছিল,তা ছিল-
ক) রামানু রঙের
খ) গোলাপি রঙের
গ) লাল রঙের
ঘ) কমলা রঙের
উত্তর:(ক) রামানু রঙের
২৪) দর্শনিবাবদ প্রচুর অর্থ উপার্জনের পর পেলাইও চিরকালের মতো কোন্ কাজ থেকে ইস্তফা দেয়?
ক) কুম্ভকারের কাজ
খ) ঘরামির কাজ
গ) মেষ পালকের কাজ
ঘ) সাধ্য পালনের কাজ
উত্তর:(ঘ) সাধ্য পালনের কাজ
২৫) থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন্ রোগে আক্রান্ত হয়?
ক) কলেরা
খ) জলবসন্ত
গ) তীব্র জ্বর
ঘ) হাম
উত্তর:(খ) জলবসন্ত
২৬) দেবদূত যখন ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় তখন তাকে দেখে কী মনে হয়?
ক) দিকভোলা মুমূর্ষু
খ) দিকভোলা পথিক
গ) পথ প্রদর্শক
ঘ) সজাগ পথিক
উত্তর:(ক) দিকভোলা মুমূর্ষু
২৭) এলিসেন্দাদের শোবার ঘরের পরে বৃদ্ধ লোকটিকে কোন্ ঘরে দেখা গিয়েছিল?
ক) বারান্দায়
খ) রান্নাঘরে
গ) স্নানঘরে
ঘ) বাগানে
উত্তর:(খ) রান্নাঘরে
২৮) দেবদূতে-দেবদূতে থইথই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল?
ক) পাতাল
খ) স্বর্ণ
গ) নরক
ঘ) বেহেস্ত
উত্তর:(গ) নরক
২৯) করুণাপরবশ হয়ে পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল?
ক) শোবার ঘরের মেঝেতে
খ) বাগানের পাশে
গ) মুরগির খাঁচাতে
ঘ) আটচালার নীচে
উত্তর:(ঘ) আটচালার নীচে
৩০) ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল-
ক) গোনসাগা
খ) এলিসেন্দা
গ)পেলাইও
ঘ) গির্জার যাজক
উত্তর:(খ) এলিসেন্দা
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
কবিতা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here
সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here
আন্তর্জাতিক গল্প:
বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড় mcq প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
ভাষা:
বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq প্রশ্ন উত্তর
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
আন্তর্জাতিক কবিতা
তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here
ভাষা:
ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here
ধ্বনিতত্ত্বের mcq প্রশ্ন উত্তর click here
প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার:
প্রথম পর্ব:
চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here

0 Comments