বৈষ্ণব পদাবলী।


বৈষ্ণব পদাবলী।


বৈষ্ণব পদাবলী


 

কবি বিদ্যাপতির জীবন-পরিচয়:

বিদ্যাপতির নিজের লেখা গ্রন্থ ও সমসাময়িক কিছু রচনার সূত্রে তাঁর জীবন সম্পর্কে যে তথ্য জানা যায়, তা হল— তিনি বিহারের মিথিলা রাজ্যের অন্তর্গত দ্বারভাঙ্গা জেলার মধুবনি পরগনার বিসৃফি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল গণপতি ঠাকুর।

বিদ্যাপতির ধর্মবিশ্বাস নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ মনে করেন তিনি ছিলেন পঞ্চোপাসক হিন্দু, আবার কেউ তাঁকে শৈব বলে মনে করেন। তিনি সংস্কৃত, মৈথিলি ও অবহট্ঠ— এই তিনটি ভাষায় গ্রন্থ রচনা করেছিলেন।

বিদ্যাপতি দীর্ঘকাল মিথিলার রাজসভায় রাজকবির দায়িত্ব পালন করেন। কীর্তিসিংহ থেকে ভৈরবসিংহ পর্যন্ত মোট ছয়জন মিথিলারাজ এবং একজন রানির পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেন। তিনি শুধু রাজকবি নন, একই সঙ্গে রাজকর্মচারী, সভাসদ, পদকর্তা, সেনাপতি এবং সংস্কৃত ও মৈথিল গ্রন্থের রচয়িতা ছিলেন। ধারণা করা হয়, ১৪৫০ থেকে ১৪৭৭ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়।


বিদ্যাপতির কবিপ্রতিভা

বহুমুখী প্রতিভার অধিকারী বিদ্যাপতি মূলত তাঁর রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলির জন্য বাংলা সাহিত্যে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তাঁর পদগুলিতে রাধার জীবনের নানা দিক ফুটে উঠেছে-যেমন বয়ঃসন্ধি, অভিসার,মিলন, মান, মাথুর ওভাবসম্মিলন।

চৈতন্য-পরবর্তী বৈষ্ণব পদাবলির মতো গভীর ভক্তিভাব তাঁর কবিতায় না থাকলেও শিল্পরস ও সৌন্দর্যের প্রাচুর্য রয়েছে। রাধার সাহসী অভিসার, মিলনের আনন্দ, আবার বিরহের বুকফাটা কষ্ট— সবকিছুই তিনি অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন।

বিদ্যাপতির কবিতার ভাষা সহজ, মাধুর্যময় ও অলংকারপূর্ণ। উপমা, অতিশয়োক্তি প্রভৃতি অলংকার ব্যবহারে তিনি ছিলেন দক্ষ। একপদী, দ্বিপদী, ত্রিপদী ও চৌপদী— নানা ধরনের ছন্দ ব্যবহারের ফলে তাঁর পদাবলি হয়েছে বৈচিত্র্যময় ও আকর্ষণীয়।


বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দদাস

চৈতন্য-পরবর্তী যুগের বিশিষ্ট বৈষ্ণব কবি গোবিন্দদাস কবিরাজকে ‘বিদ্যাপতির ভাবশিষ্য’ বলা হয়। বল্লভদাস তাঁকে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ বলে উল্লেখ করেছেন।

গোবিন্দদাস বিদ্যাপতির পদাবলিতে ব্যবহৃত ব্রজবুলি ভাষাকে নিজের রচনার প্রধান ভাষা হিসেবে গ্রহণ করেন। রচনার ভঙ্গি, শব্দচয়ন, অলংকার প্রয়োগ ও পদবিন্যাসে তিনি বিদ্যাপতিকে অনুসরণ করেছেন। রাধার চরিত্র নির্মাণেও উভয়ের মধ্যে মিল দেখা যায়। বিদ্যাপতির আদর্শ অনুসরণ করে গোবিন্দদাস তাঁর রাধাকে ‘নাগরিকা, চতুরিকা, কলাবতী’ রূপে চিত্রিত করেছেন।

গোবিন্দদাসও ছিলেন একজন সচেতন ও দক্ষ শিল্পী। শব্দ, ছন্দ ও কাব্যভাষার সৌন্দর্যে তাঁর রচনায় বিদ্যাপতির প্রভাব স্পষ্টভাবে লক্ষ করা যায়। এই কারণেই তাঁকে ‘বিদ্যাপতির ভাবশিষ্য’ বলা হয়।


বাংলার বৈষ্ণব পদসাহিত্যে চণ্ডীদাসের অবদান

বাংলা সাহিত্যে একাধিক চণ্ডীদাসের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও চৈতন্য-পূর্ব যুগে একজন চণ্ডীদাস ছিলেন— এ বিষয়ে সন্দেহ নেই।

বিদ্যাপতির রাধা যেখানে ধীরে ধীরে পরিণত হয়ে ওঠে, চণ্ডীদাসের রাধা সেখানে প্রথম থেকেই পরিণত, গভীরভাবে কৃষ্ণপ্রেমে নিবেদিত। তাঁর রাধা নিজ শক্তিতেই বিকশিত এক পরিপূর্ণ নায়িকা। ফলে পূর্বরাগের পদেও চণ্ডীদাসের রাধার বিরহবেদনা অত্যন্ত গভীরভাবে প্রকাশ পেয়েছে।

চণ্ডীদাসের পদে সরল ভাষা, আন্তরিক আবেগ ও গভীর মানবিক অনুভূতি বিশেষভাবে লক্ষ করা যায়। এই গুণগুলিই তাঁকে বাংলা বৈষ্ণব পদসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি করে তুলেছে।


জ্ঞানদাসকে ‘চণ্ডীদাসের ভাবশিষ্য’ বলার যৌক্তিকতা

গোবিন্দদাস যেমন বিদ্যাপতির প্রভাব গ্রহণ করেছিলেন, তেমনি জ্ঞানদাসের রচনাতেও চণ্ডীদাসের সুস্পষ্ট প্রভাব দেখা যায়। চণ্ডীদাসের মতো জ্ঞানদাসের কবিতাতেও ভাষার সরলতা, ভাবগভীরতা ও আন্তরিকতা বিশেষভাবে লক্ষ করা যায়।

রাধার চরিত্র নির্মাণে উভয় কবির মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। অনেক সময় একই বিষয় নিয়ে লেখা তাঁদের পদের মধ্যে ভাব, ভাষা ও ছন্দে মিল দেখা যায়। চণ্ডীদাসের বহু পদের ভাব ও অনুভূতির প্রতিধ্বনি জ্ঞানদাসের কবিতায় পাওয়া যায়।

তবে জ্ঞানদাস চণ্ডীদাসকে সম্পূর্ণ অনুকরণ করেননি। তিনি চণ্ডীদাসের প্রভাব গ্রহণ করলেও নিজের কবিত্বের স্বাতন্ত্র্য বজায় রেখেছেন। এই কারণেই তাঁকে যথার্থভাবে ‘চণ্ডীদাসের ভাবশিষ্য’ বলা হয়।


MCQ প্রশ্ন উত্তর:


১) বিদ্যাপতি কোন অঞ্চলে জন্মগ্রহণ করেন?

ক) বাংলা

খ) উড়িষ্যা

গ) মিথিলা

ঘ) অসম

উত্তর: (গ) মিথিলা


২) বিদ্যাপতির জন্মস্থান কোন গ্রামে?

ক) নবদ্বীপ

খ) বিসৃফি

গ) শান্তিপুর

ঘ) গৌড়

উত্তর: খ) বিসৃফি


৩) বিদ্যাপতির পিতার নাম কী?

ক) কীর্তিসিংহ

খ) ভৈরবসিংহ

গ) গণপতি ঠাকুর

ঘ) বল্লভদাস

উত্তর: (গ) গণপতি ঠাকুর


৪) বিদ্যাপতি কোন বংশে জন্মগ্রহণ করেন?

ক) ক্ষত্রিয়

খ) বৈশ্য

গ) শূদ্র

ঘ) ব্রাহ্মণ

উত্তর: (ঘ) ব্রাহ্মণ


৫) কীর্তিলতা গ্রন্থটির রচিয়তা হলেন-

ক) চন্ডীদাস

খ) বড় চন্ডীদাস

গ) বিদ্যাপতি

ঘ) গোবিন্দ দাস

উত্তর:(গ) বিদ্যাপতি


৬) বিদ্যাপতি কোন কোন ভাষায় গ্রন্থ রচনা করেন?

ক) বাংলা ও সংস্কৃত

খ) মৈথিলি ও বাংলা

গ) সংস্কৃত, মৈথিলি ও অবহট্ঠ

ঘ) অবহট্ঠ ও পালি

উত্তর: (গ) সংস্কৃত, মৈথিলি ও অবহট্ঠ


৭) বিদ্যাপতি মূলত কোন বিষয়ের জন্য বিখ্যাত?

ক) শাক্ত পদাবলি

খ) রাধাকৃষ্ণ বিষয়ক পদ

গ) বীরগাথা

ঘ) সামাজিক প্রবন্ধ

উত্তর: (খ) রাধাকৃষ্ণ বিষয়ক পদ


৮) বিদ্যাপতি কে বলা হয়-

ক) মৈথিলী কোকিল

খ) অভিশেখর

গ) কবিরঞ্জন

ঘ) সুর সাধক

উত্তর:(ক ) মৈথিলী কোকিল


৯) বিদ্যাপতির পদে কোন রস প্রধান?

ক) বীররস

খ) করুণরস

গ) শিল্পরস

ঘ) হাস্যরস

উত্তর: (গ) শিল্পরস


১০) বিদ্যাপতি কোন ছন্দ ব্যবহার করেননি?

ক) একপদী

খ) দ্বিপদী

গ) চৌপদী

ঘ) পয়ার

উত্তর: (ঘ) পয়ার


১১) বিদ্যাপতি কতজন মিথিলারাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

ক) চারজন

খ) পাঁচজন

গ) ছয়জন

ঘ) সাতজন

উত্তর: (গ) ছয়জন


১২) বিদ্যাপতি কোন পদে বিশেষ দক্ষতা দেখিয়েছেন?

ক) শাক্ত পদ

খ) দোহা

গ) রাধার অভিসার পদ

ঘ) দেশাত্মবোধক পদ

উত্তর: (গ) রাধার অভিসার পদ


১৩) ‘দ্বিতীয় বিদ্যাপতি’ কাকে বলা হয়?

ক) চণ্ডীদাস

খ) জ্ঞানদাস

গ) গোবিন্দদাস

ঘ) বল্লভদাস

উত্তর: (গ) গোবিন্দদাস


১৪) গোবিন্দদাস কোন ভাষাকে পদ রচনার মাধ্যম করেন?

ক) মৈথিলি

খ) ব্রজবুলি

গ) অবহট্ঠ

ঘ) সংস্কৃত

উত্তর: (খ) ব্রজবুলি


১৫) গোবিন্দদাস কাকে অনুসরণ করেছেন?

ক) চণ্ডীদাস

খ) বিদ্যাপতি

গ) জ্ঞানদাস

ঘ) বড়ু চণ্ডীদাস

উত্তর: (খ) বিদ্যাপতি


১৬) গোবিন্দদাসের রাধা কেমন রূপে চিত্রিত?

ক) সাধ্বী

খ) বৈরাগিণী

গ) নাগরিকা নায়িকা

ঘ) শাক্ত দেবী

উত্তর: (গ) নাগরিকা নায়িকা


১৭) চৈতন্য-পূর্ব যুগের কবি কে?

ক) গোবিন্দদাস

খ) জ্ঞানদাস

গ) চণ্ডীদাস

ঘ) রূপ গোস্বামী

উত্তর: (গ) চণ্ডীদাস


১৮) চণ্ডীদাসের রাধা কেমন?

ক) ধীরে ধীরে পরিণত

খ) প্রথম থেকেই পরিণত

গ) শিশুসুলভ

ঘ) নিরাসক্ত

উত্তর: (খ) প্রথম থেকেই পরিণত


১৯) চণ্ডীদাসের রাধার প্রধান বৈশিষ্ট্য কী?

ক) সামাজিক প্রতিবাদ

খ) কৃষ্ণভক্তি

গ) বৈরাগ্য

ঘ) বীরত্ব

উত্তর: (খ) কৃষ্ণভক্তি


২০) বিদ্যাপতি তাঁর পদ রচনা করেছেন- ক) বাংলায়

খ) হিন্দিতে

গ) মৈথিলীতে

ঘ) অবধিতে

উত্তর:(গ) মৈথিলীতে


২১)‘চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়?

ক) গোবিন্দদাস

খ) বিদ্যাপতি

গ) জ্ঞানদাস

ঘ) রূপ গোস্বামী

উত্তর: (গ) জ্ঞানদাস


২২) জ্ঞানদাসের কবিতায় কাদের প্রভাব দেখা যায়?

ক) বিদ্যাপতি

খ) গোবিন্দদাস

গ) চণ্ডীদাস

ঘ) মুকুন্দরাম

উত্তর: গ) চণ্ডীদাস


২৩) জ্ঞানদাসের রচনার ভাষার বৈশিষ্ট্য কী?

ক) কঠিন ও দুর্বোধ্য

খ) সরল ও আবেগপূর্ণ

গ) তাত্ত্বিক

ঘ) ব্যঙ্গাত্মক

উত্তর: (খ) সরল ও আবেগপূর্ণ


২৪)'দ্বিতীয় বিদ্যাপতি' বলাহয়-

ক) জ্ঞানদাসকে

খ) গোবিন্দ দাসকে

গ) পরমানন্দকে

ঘ) বলরাম দাসকে

উত্তর:(ক) জ্ঞানদাসকে


২৫) জ্ঞানদাস কি চণ্ডীদাসের হুবহু অনুকরণ করেছেন?

ক) হ্যাঁ

খ) না

গ) আংশিক

ঘ) জানা যায় না

উত্তর: (খ) না


২৬) চণ্ডীদাস ও জ্ঞানদাসের পদের মধ্যে কী মিল দেখা যায়?

ক) বিষয় ও ভাব

খ) ভাষা ও ছন্দ

গ) ভাব, ভাষা ও ছন্দ

ঘ) কেবল বিষয়

উত্তর: (গ) ভাব, ভাষা ও ছন্দ


২৭) ব্রজবুলি হল-

ক) ব্রজভুমির ভাষা

খ) হিন্দি ভাষা এক বিশেষ রূপ

গ) বাংলা, মৈথিলী, অবহটঠ মিশ্রিত এক কৃত্রিম ভাষা

ঘ) মিথিলার স্থানীয় ভাষা

উত্তর:(গ) বাংলা, মৈথিলী, অবহটঠ মিশ্রিত এক কৃত্রিম ভাষা


২৮) বিদ্যাপতির কবিতায় কোন সময়ের ভক্তির গভীরতা অনুপস্থিত?

ক) চৈতন্য-পূর্ব

খ) চৈতন্য-পরবর্তী

গ) মধ্যযুগ

ঘ) আধুনিক

উত্তর: (খ) চৈতন্য-পরবর্তী


২৯) বিদ্যাপতির প্রধান কাব্যভাষা কী?

ক) বাংলা

খ) ব্রজবুলি

গ) পালি

ঘ) ফারসি

উত্তর: (খ) ব্রজবুলি


৩০) গোবিন্দ দাস রচিত নাটকটি হল-

ক) রসকল্লবল্লী

খ) পদকল্পতরূ

গ) প্রেমবিলাস

ঘ) সংগীতমাধব

উত্তর:(ঘ) সংগীতমাধব


৩১) অভিনব জয়দেব নামে পরিচিত-

ক) চন্ডীদাস

খ) বিদ্যাপতি

গ) জ্ঞানদাস

ঘ) গোবিন্দদাস

উত্তর:(খ) বিদ্যাপতি




আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here


বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here 


সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here 


আন্তর্জাতিক গল্প: 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড় mcq প্রশ্ন উত্তর click here 



প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 


শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here 


বৈষ্ণব পদাবলীর mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here


ভাষা: 

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq প্রশ্ন উত্তর 

Click here 





দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 


আন্তর্জাতিক কবিতা 

তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here 



ভাষা: 

ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here 

























Post a Comment

0 Comments