শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
* মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা:
১) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য (বড়ু চণ্ডীদাস)
আবিষ্কার ও প্রকাশনা:
ক)১৯০৯ সালে বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে পুঁথিটি আবিষ্কৃত হয়।
খ) ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভের সম্পাদনায় এটি মুদ্রিত আকারে প্রকাশিত হয়।
গ) বসন্তরঞ্জনই পুঁথিটির নাম দেন-
'শ্রীকৃষ্ণকীর্তন''।
২) কবি পরিচিতি:
ক) কবি বড়ু চণ্ডীদাস ব্রাহ্মণ বংশীয় ও বাশুলী দেবীর উপাসক ছিলেন।
খ) তাঁর জন্মস্থান নিয়ে মতানৈক্য থাকলেও বীরভূম বা বাঁকুড়ার ছাতনা গ্রাম অন্যতম সম্ভাব্য স্থান।
গ) তিনি চতুর্দশ শতকের শেষভাগে বা পঞ্চদশ শতকের প্রথমার্ধে রচনাটি সম্পন্ন করেন।
৩) কাব্যের মূল বিষয়বস্তু:
ক) রাধাকৃষ্ণের প্রণয়লীলা অবলম্বনে রচিত একটি আখ্যানমূলক গীতিময় কাব্য।
খ)ভাগবতপুরাণ ও গীতগোবিন্দম্ থেকে প্রভাবগ্রস্ত হলেও কাব্যে লোকজীবনের বাস্তবতা ও নাটকীয়তা মূর্ত হয়েছে।
গ)খণ্ডবিন্যাস (১৩টি খণ্ড):
১) জন্মখণ্ড ২) তাম্বুলখণ্ড ৩) দানখণ্ড ৪) নৌকাখণ্ড ৫) ভারখণ্ড ৬) ছত্রখণ্ড ৭)বৃন্দাবনখণ্ড ৮) কালীয়দমনখণ্ড ৯) যমুনাখণ্ড ১০) হারখণ্ড ১১) বাণখণ্ড ১২) বংশীখণ্ড ১৩) রাধাবিরহ
৪)'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের বৈশিষ্ট্য:
ক) রাধাকৃষ্ণের প্রেম-কাহিনিতে গীতিময়তা, নাটকীয়তা ও মানবিক আবেগের সংমিশ্রণ।
খ) লোকজ ও ধর্মীয় উপাদানের মিলন: সংস্কৃত কাব্য ও পুরাণের সঙ্গে গ্রামীণ সমাজের বাস্তব চিত্র একত্রে গাঁথা।
গ) ভাষা: আদি মধ্যযুগের বাংলা ভাষা; চর্যার আড়ষ্টতা অতিক্রম করে প্রাঞ্জল, হৃদয়স্পর্শী রচনাশৈলী।
ঘ) ছন্দ ও অলংকার: সাত প্রকার পয়ার ও তিন প্রকার ত্রিপদী ছন্দের ব্যবহার, উপমা, উৎপ্রেক্ষা, রূপকের প্রয়োগে কবির পারদর্শিতা।
ঙ) চরিত্রচিত্রণ: রাধা, কৃষ্ণ ও বড়াই-এর মধ্যে সংলাপ, দ্বন্দ্ব, নাটকীয়তা—চরিত্রগুলিকে জীবন্ত করে তোলে।
চ) সমাজচিত্র: বাল্যবিবাহ, বিভিন্ন পেশার মানুষের জীবন ও লোকাচার তুলে ধরা হয়েছে বিশ্বস্তভাবে।
ছ) লৌকিকতা ও মানবিকতা: কৃষ্ণ এখানে এক মানবিক গোয়ালারূপে চিত্রিত; রাধা পরকীয়া প্রেমে যন্ত্রণাদগ্ধা নারী।
জ) ভাষাগত বৈশিষ্ট্য: "রা" বিভক্তি, "ইব" ক্রিয়ার ব্যবহার ইত্যাদি আদি বাংলা ভাষার নিদর্শন।
সুতরাং কাব্যটি কেবল আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন নয়, বরং এর বিষয়বস্তু, ভাষা, ছন্দ, সমাজচিত্র ও মানবিক আবেগের জন্য এটি এক অনন্য সাহিত্যকীর্তি। বড়ু চণ্ডীদাস বাংলা কাব্যধারায় এক অনবদ্য উচ্চতায় উপনীত হয়েছেন এই রচনার মাধ্যমে।
৫) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর:
৫.১) 'শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথি প্রথম আবিষ্কৃত হয় কোথায়?
ক) বীরভূম জেলায়
খ) বাঁকুড়া জেলায়
গ) নদিয়া জেলায়
ঘ) মুর্শিদাবাদ জেলায়
উত্তর: (খ) বাঁকুড়া জেলায়
৫.২) 'শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথিটি আবিষ্কৃত হয় কত সালে ?
ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
খ) ১৯১২ খ্রিস্টাব্দে
গ) ১৯১৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে
উত্তর:(ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
৫.৩) কে 'শ্রীকৃষ্ণকীর্তন' পুঁথিটি আবিষ্কার করেন?
ক) বসন্তরঞ্জন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
ঘ) রামনিধি গুপ্ত
উত্তর:(গ) দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়
৫.৪)'শ্রীকৃষ্ণকীর্তন' গ্রন্থটি প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় কোন সালে?
ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
খ) ১৯১১ খ্রিস্টাব্দে
গ) ১৯১৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তর:(গ) ১৯১৬ খ্রিস্টাব্দে
৫.৫) কে "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের নামকরণ করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
গ) দীনেশচন্দ্র সেন
ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: (খ) বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৫.৬) বড়ু চণ্ডীদাস কোন দেবীর উপাসক ছিলেন?
ক) কালী
খ) দুর্গা
গ) বাসুলী
ঘ) সরস্বতী
উত্তর:(গ) বাসুলী
৫.৭) বড়ু চণ্ডীদাসের জন্মস্থান হিসেবে সম্ভাব্য স্থান কোনটি?
ক) নদিয়া
খ) বাঁকুড়া ও বীরভূম
গ) হুগলি
ঘ) রাজশাহী
উত্তর: (খ) বাঁকুড়া ও বীরভূম
৫.৮) বড়ু চণ্ডীদাস রচনাটি রচনা করেন কোন সময়ে?
ক) ত্রয়োদশ শতক
খ) চতুর্দশ শতকের শেষভাগ
গ) ষোড়শ শতক
ঘ) সপ্তদশ শতক
উত্তর: খ) চতুর্দশ শতকের শেষভাগে
৫.৯)"শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যটি কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত?
ক) ধর্ম যুদ্ধ
খ) রাধাকৃষ্ণের প্রণয়লীলা
গ) কৃষ্ণের বাল্যকাহিনি
ঘ) রাধার বিরহ
উত্তর:(খ) রাধাকৃষ্ণের প্রণয়লীলা
১০) 'শ্রীকৃষ্ণকীর্তনে' কতটি খণ্ড রয়েছে?
ক) ১২টি
খ) ১৫ টি
গ) ১৩ টি
ঘ) ১০ টি
উত্তর:( গ) ১৩ টি
১১) নিচের কোনটি 'শ্রীকৃষ্ণকীর্তনের' একটি খণ্ড নয়?
ক) জন্মখণ্ড
খ) তাম্বুলখণ্ড
গ) রসখণ্ড
ঘ) বংশীখণ্ড
উত্তর:(গ) রসখণ্ড
১২) 'শ্রীকৃষ্ণকীর্তন'এর শেষ খণ্ড কোনটি? ক) বংশীখণ্ড
খ) যমুনাখণ্ড
গ) বৃন্দাবনখণ্ড
ঘ) রাধাবিরহ
উত্তর:(ঘ) রাধাবিরহ
১৩) 'শ্রীকৃষ্ণকীর্তন' কোন ধরণের কাব্য?
ক) গীতিময় আখ্যানকাব্য
খ) ধর্মীয় উপাখ্যান
গ) নীতিকাব্য
ঘ) বীররসাত্মক কাব্য
উত্তর:(ক) গীতিময় আখ্যানকাব্য
১৪)কাব্যটি কোন দুটি গ্রন্থের প্রভাব গ্রহণ করেছে?
ক) রামায়ণ ও মহাভারত
খ) গীতগোবিন্দম্ ও ভাগবতপুরাণ
গ) মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল
ঘ) চর্যাপদ ও গীতগোবিন্দ
উত্তর:(খ) গীতগোবিন্দম্ ও ভাগবতপুরাণ
১৫) কাব্যে কৃষ্ণ কীভাবে চিত্রিত?
ক) দেবতা
খ) আদর্শ পুরুষ
গ) মানবিক গোয়ালা
ঘ) রাজা
উত্তর:(গ) মানবিক গোয়ালা
১৬)'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের ভাষা কোন যুগের বাংলা ভাষার উদাহরণ?
ক) চর্যাপদীয় যুগ
খ) আদি মধ্যযুগ
গ) নবজাগরণ যুগ
ঘ) আধুনিক যুগ
উত্তর:(খ) আদি মধ্যযুগ
১৭)'শ্রীকৃষ্ণকীর্তন'-এ ব্যবহৃত ছন্দ কোনটি?
ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) সাত প্রকার পয়ার ও তিন প্রকার ত্রিপদী ঘ) চতুর্দশপদী
উত্তর: (গ) সাত প্রকার পয়ার ও তিন প্রকার ত্রিপদী
১৮) 'রা' বিভক্তি ও 'ইব' ক্রিয়া ব্যবহার কোন ভাষাগত বৈশিষ্ট্যের দৃষ্টান্ত?
ক) আধুনিক বাংলা
খ) প্রাচীন সংস্কৃত
গ) আদি বাংলা
ঘ) পালি ভাষা
উত্তর:(গ) আদি বাংলা
১৯) বড়াই চরিত্রটির ভূমিকা কী?
ক) কৃষ্ণের বন্ধু
খ) রাধার সখী
গ) সমাজপতি
ঘ) গোয়ালা
উত্তর: (খ) রাধার সখী
২০) চরিত্রগুলির সংলাপ ও দ্বন্দ্ব কোন বৈশিষ্ট্য তুলে ধরে?
ক) ঐশ্বরিকতা
খ) সাহিত্যিক সৌন্দর্য
গ) নাটকীয়তা
ঘ) পৌরাণিক গাম্ভীর্য
উত্তর: (গ) নাটকীয়তা
২১) কাব্যে সমাজের কোন চিত্রটি বিশেষভাবে দেখা যায়?
ক) রাজনীতি
খ) যুদ্ধ
গ) বাল্যবিবাহ ও পেশাজীবনের বৈচিত্র্য
ঘ) আর্থিক বৈষম্য
উত্তর:(গ) বাল্যবিবাহ ও পেশাজীবনের বৈচিত্র্য
২২)কাব্যের প্রেমচিত্রের প্রকৃতি কী ধরনের?
ক) পতিব্রতা প্রেম
খ) আত্মিক প্রেম
গ) পরকীয়া প্রেম
ঘ) দাম্পত্য প্রেম
উত্তর: (গ) পরকীয়া প্রেম
২৩)'শ্রীকৃষ্ণকীর্তন'বাংলা সাহিত্যের কোন পর্যায়ের একমাত্র নিদর্শন?
ক) আধুনিক যুগ
খ) নবজাগরণ যুগ
গ) আদি মধ্যযুগ
ঘ) মধ্যযুগ
উত্তর: (গ) আদি মধ্যযুগ
২৪) কাব্যটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
ক) অলংকারহীনতা
খ) শুধুমাত্র পৌরাণিক কাহিনি
গ) বাস্তবতা ও মানবিক আবেগের সংমিশ্রণ ঘ) দার্শনিকতা
উত্তর: (গ) বাস্তবতা ও মানবিক আবেগের সংমিশ্রণ
২৫)বড়ু চণ্ডীদাস কোন কাব্যধারার অন্তর্ভুক্ত?
ক) প্রহসন
খ) আখ্যানকাব্য
গ) নিটকাব্য ঘ) ধর্মকাব্য
উত্তর: খ) আখ্যানকাব্য
২৬) রাধার চরিত্রে কী ফুটে ওঠে?
ক) নির্লিপ্ততা
খ) আধ্যাত্মিকতা
গ) প্রেমে ব্যথিত মানবী
ঘ) মাতৃত্ব
উত্তর: (গ) প্রেমে ব্যথিত মানবী
২৭) বড়ু চণ্ডীদাস কোন বর্ণের ছিলেন?
ক) ক্ষত্রিয়
খ) বৈশ্য
গ) ব্রাহ্মণ
ঘ) শূদ্র
উত্তর: (গ) ব্রাহ্মণ
২৮)'শ্রীকৃষ্ণকীর্তন"-এর মধ্যে কোন কাব্যিক অলংকার নেই?
ক) রূপক
খ) উৎপ্রেক্ষা
গ) উপমা
ঘ) অনপ্রাস
উত্তর: (ঘ) অনপ্রাস (প্রধানত রূপক, উপমা ও উৎপ্রেক্ষা ব্যবহৃত)
২৯) 'শ্রীকৃষ্ণকীর্তন'-এ কৃষ্ণের চরিত্রে কোন বৈশিষ্ট্যটি মুখ্য?
ক) ঈশ্বররূপ
খ) গোয়ালার মানবিক রূপ
গ) রাজাসুলভ আচরণ
ঘ) তপস্বী রূপ
উত্তর: (খ) গোয়ালার মানবিক রূপ
৩০) 'শ্রীকৃষ্ণকীর্তন” গ্রন্থটি বাংলা সাহিত্যে কিসের দিক থেকে অনন্য?
ক) ধর্মীয় দিক
খ) ভাষা, ছন্দ, মানবিক আবেগ, সমাজচিত্র
গ) অলংকার
ঘ) উপাখ্যান
উত্তর: খ) ভাষা, ছন্দ, মানবিক আবেগ, সমাজচিত্র
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here
প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার:
প্রথম পর্ব:
চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
আন্তর্জাতিক কবিতা
তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here
0 Comments