ভাষাবিজ্ঞান হলো মানুষের ভাষা ও তার কার্যপ্রণালী নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা। ভাষাবিজ্ঞানের আলোচনার তিনটি প্রধান শাখা হলো—ঐতিহাসিক, বর্ণনামূলক ও তুলনামূলক ভাষাবিজ্ঞান।
*ঐতিহাসিক ভাষাবিজ্ঞান:
ভাষার বিবর্তন ও পরিবর্তনের ধারাবাহিক রূপ ব্যাখ্যা করে। একটি ভাষা কীভাবে প্রাচীন রূপ থেকে আধুনিক রূপে এসেছে, সেই বিবর্তনের ইতিহাসই এ শাখার আলোচ্য। সময়ের পরিবর্তনের সঙ্গে ভাষার গঠন ও রূপান্তরই এর মূল বিষয়ের কেন্দ্রবিন্দু।
*বর্ণনামূলক ভাষাবিজ্ঞান:
একটি ভাষার নির্দিষ্ট সময়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে। প্রধানত ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব-এই পাঁচটি অংশে এটি বিভক্ত। যেসব ভাষার লিপিগত নিদর্শন নেই, তাদের বিশ্লেষণে এই শাখার গুরুত্ব অপরিসীম।
*তুলনামূলক ভাষাবিজ্ঞান:
একাধিক ভাষার গঠন তুলনামূলক বিচার করে তাদের উৎসভাষা নির্ধারণ করে।স্যার উইলিয়াম জোন্স এর সূচনা করেন, যিনি গ্রিক,লাতিন ও সংস্কৃত ভাষার মিল দেখে ইন্দো-ইউরোপীয় উৎসভাষার ধারণা দেন।
* ভাষাবিজ্ঞান broadly দুই ভাগে বিভক্ত-ক) প্রধান ভাষাবিজ্ঞান
খ) ফলিত ভাষাবিজ্ঞান।
ক) প্রধান ভাষাবিজ্ঞান ভাষার মৌলিক গঠন বিশ্লেষণ করে- ধ্বনি, রূপ, বাক্য ও শব্দার্থের দৃষ্টিকোণ থেকে।
খ) ফলিত ভাষাবিজ্ঞান ভাষার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করে এবং এটি কয়েকটি শাখায় বিভক্ত:
* সমাজভাষাবিজ্ঞান ভাষা ও সমাজের সম্পর্ক ব্যাখ্যা করে। এর তিনটি ধারা-বর্ণনামূলক, পরিবর্তনধর্মী ও প্রয়োগমূলক। ভাষার সামাজিক বৈচিত্র্য, ভাষা পরিবর্তন ও দ্বিভাষিকতা এ শাখায় আলোচিত হয়।
* মনোভাষাবিজ্ঞান ভাষা ও মানসিক প্রক্রিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা করে। শিশুরা কীভাবে ভাষা習করে, সেই বিষয়ে নোয়াম চমস্কির “সর্বজনীন ব্যাকরণ” তত্ত্ব গুরুত্বপূর্ণ।
* স্নায়ুভাষাবিজ্ঞান ভাষা শেখা, প্রক্রিয়াকরণ ও ভাষাগত সমস্যার সমাধান নিয়ে কাজ করে। এটি ভাষা ব্যবস্থার স্নায়ুবৈজ্ঞানিক দিক ব্যাখ্যা করে।
* নৃভাষাবিজ্ঞান ভাষা ও সংস্কৃতির সম্পর্ক বিশ্লেষণ করে। বিশেষত লিপিহীন ভাষার সংরক্ষণ ও তাদের সংস্কৃতি রক্ষাই এর উদ্দেশ্য।
* শৈলীবিজ্ঞান ভাষার শৈলী ও সাহিত্যিক ভাষা বিশ্লেষণ করে। শৈলীর দুই ধরন-মূল্যায়নভিত্তিক ও বর্ণনামূলক। ফার্দিনান্দ দ্য সোস্যুর ভাষা বিশ্লেষণে ‘লাঙ্’ ও ‘প্যারোল’-এর ধারণা তুলে ধরেন। শৈলীর উপাদান হিসেবে ব্যবহৃত হয়-প্রমুখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোড-বদল ও বহুস্বরতা।
* MCQ প্রশ্ন উত্তর:
১) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল-
ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
খ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
গ) উনিশ শতকের শেষের দিকে
ঘ) আঠারো শতকের শেষে
উত্তর:(ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
২)‘চিন্তার পোশাক’(The dress of thought) মতবাদটির প্রবক্তা-
ক) স্যামুয়েল ওয়েসলি
খ) নোয়াম চমস্কি
গ) পবিত্র সরকার
ঘ)ফের্দিনাঁ দ্য সোস্যুর
উত্তর:(ক)স্যামুয়েল ওয়েসলি
৩) বিশেষ থেকে সাধারণের দিকে ভাষাবিজ্ঞানের যে গতি তার পদ্ধতিটি হল-
ক) বিশ্লেষণ
খ) নথিভুক্তকরণ
গ) অবরোহমূলক
ঘ) আরোহমূলক
উত্তর:(ঘ) আরোহমূলক
৪) বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হল-
ক) যাচাই
খ) তথ্যসংগ্রহ
গ) বিচারবিশ্লেষণ
ঘ) অনুমান
উত্তর:(খ) তথ্যসংগ্রহ
৫) ভাষাবিজ্ঞানের বহুলপ্রচলিত শাখার সংখ্যা-
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর:(ক) তিন
৬) স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
ক) ১৭৬৮ খ্রিস্টাব্দে
খ) ১৭৭৫ খ্রিস্টাব্দে
গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
ঘ) ১৭৭৬ খ্রিস্টাব্দে
উত্তর:(গ) ১৭৮৬ খ্রিস্টাব্দে
৭)বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয়-
ক) তিনটি
খ) চারটি
গ) ছয়টি
ঘ) সাতটি
উত্তর:(খ) চারটি
৮)“মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা”-মতটির প্রবক্তা-
ক) উইলিয়াম জোন্স
খ) নোয়াম চমস্কি
গ) উইলিয়াম কেরি
ঘ) স্যামুয়েল ওয়েসলি
উত্তর:(খ) নোয়াম চমস্কি
৯) LAD-এর পূর্ণ রূপটি কী?
ক) Language Alert Device
খ) Language Acquisition Device
গ) Language Addition Device
ঘ)Language Acquaint Device
উত্তর:(গ) Language Addition Device
১০) বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কীসেরদ্বারা?
ক) বহুরূপতা
খ) মূল্যায়নভিত্তিক শৈলী
গ) বর্ণনামূলক শৈলী
ঘ) প্রমুখন
উত্তর:(খ) মূল্যায়নভিত্তিক শৈলী
১১) রবীন্দ্রনাথের চোখের বালি-এর সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাত নির্ণয় করা যায় কী দ্বারা ?
ক) বর্ণনামূলক শৈলী
খ) বহুরূপতা
গ) মূল্যায়ন ভিত্তিক শৈলী
ঘ) প্রমুখন
উত্তর:(ক) বর্ণনামূলক শৈলী
১২) ভাষার বিভিন্ন উপাদান ও উপাদান গুলির পারস্পরিক সম্পর্কের জালবিস্তারের নাম-
ক) বহুরূপতা
খ) লাঙ্
গ) প্যারোল
ঘ) প্রমুখন
উত্তর:(খ) লাঙ্
১৩) লাঙ্ (Langue)-এর নামকরণ করেন-
ক) ফের্দিনাঁ দ্য সোস্যুর
খ) উইলিয়াম কেরি
গ) নোয়াম চমস্কি
ঘ) যাস্ক
উত্তর:(ক) ফের্দিনাঁ দ্য সোস্যুর
১৪) ‘আলংকারিক নির্বাচন'(Rhetorical Choice)-এর প্রবক্তা-
ক) চমস্কি
খ) যাস্ক
গ) জোন্স
ঘ) মিলিচ
উত্তর:(ঘ) মিলিচ
১৫) শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ (Tool)-গুলি ব্যবহৃত হয়, তার সংখ্যা-
ক) তিন
খ) চার
গ) পাঁচ
ঘ) ছয়
উত্তর:(গ) পাঁচ
১৬) প্রমুখন,বহুস্বরতা-প্রভৃতি প্রকরণ যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয়,তা হল-
ক) স্নায়ুভাষাবিজ্ঞান
খ) মনোভাষাবিজ্ঞান
গ) শৈলীবিজ্ঞান
ঘ) সমাজ ভাষাবিজ্ঞান
উত্তর:(গ) শৈলীবিজ্ঞান
১৭) পাণিনির পূর্বে কোন ব্যক্তি বৈদিক শব্দাবলির অভিধান রচনা করেন ?
ক) অমরসিংহ
খ) যাস্ক
গ) পতঞ্জলি
ঘ) বৃত্তহরি
উত্তর:(ক) অমরসিংহ
১৮) “শিশুরা ভাষাশিক্ষার জন্য Pre-programmed থাকে।”-এই মতটির প্রবক্তা কে ?
ক) ব্রাউন
খ) ফিশার
গ) চমস্কি
ঘ)ডেলব্রুক
উত্তর:(গ) চমস্কি
১৯) ভাষায় ব্যবহৃত শৈলী প্রধানত-
ক) দুধরনের
খ) তিনধরনের
গ) চার ধরনের
ঘ) নানা ধরনের
উত্তর:(ক) দুধরনের
২০) “Style is the man himself”- উক্তিটি করেছেন-
ক) চমস্কি
খ) ব্লুমফিল্ড
গ) বুঁফো
ঘ) সোসু্র
উত্তর:(গ) বুঁফো
২১) 'কোড বদল' ভাষাবিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়?
ক) অভিধান বিজ্ঞান
খ) মনোভাষাবিজ্ঞান
গ) শৈলী বিজ্ঞান
ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর:(গ) শৈলী বিজ্ঞান
২২) শৈলীবিজ্ঞানে বহুস্বরতা (Polyphony) পরিভাষাটির প্রবক্তা-
ক) স্যামুয়েল ওয়েসলি
খ) মিখাইল বাখতিন
গ) মিলিত
ঘ) সোসূ্র
উত্তর:(খ) মিখাইল বাখতিন
২৩) ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে, তিনি হলেন-
ক) পাণিনি
খ) যাস্ক
গ) পতঞ্জলি
ঘ) উইলিয়াম জেমস
উত্তর:(খ) যাস্ক
২৪) ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়-
ক) লিখিত ভাষা
খ) মুখের ভাষা
গ) ধ্বনি
ঘ) সাহিত্য
উত্তর:(খ) মুখের ভাষা
২৫) সংস্কৃত, গ্রীক, ল্যাটিন, ফরাসি প্রভৃতি ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে-
ক) ইন্দো ইউরোপীয় ভাষা
খ) তোফারিয় ভাষা
গ) গথিত ভাষা
ঘ) বালতোস্লাবি ভাষা
উত্তর:(ক) ইন্দো ইউরোপীয় ভাষা
২৬) সমগ্র উনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপে এবং পরবর্তীকালে আমেরিকায় প্রচুর চর্চা হয় কোন ভাষাবিজ্ঞানে-
ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর:(খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
২৭) বাগযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি-গুলি উচ্চারিত হয় তা আলোচিত হয় কোন বিষয়ে-
ক) ধ্বনিবিজ্ঞানে
খ) ধ্বনিতত্ত্বে
গ) ধ্বনি পরিবর্তনে
ঘ) রূপতত্তে
উত্তর:(ক) ধ্বনিবিজ্ঞানে
২৮) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
ক) ভাষার অতীত নিয়ে
খ) ভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে
গ) সমকালীন ভাষার গঠনীতি নিয়ে
ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে
উত্তর:(গ) সমকালীন ভাষার গঠনীতি নিয়ে
২৯) সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে বলে-
ক) সমাজভাষাবিজ্ঞান
খ) স্নায়ুভাষাবিজ্ঞান
গ) মনোভাষাবিজ্ঞান
ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তর:(ক) সমাজভাষাবিজ্ঞান
৩০) উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়,তাকে সমাজভাষাবিজ্ঞানীরা বলেন-
ক) রেজিস্টার
খ) কোড
গ) বহুসর
ঘ) সমান্তরালতা
উত্তর:(ক) রেজিস্টার
৩১) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
ক) স্যার উইলিয়াম জোন্স
খ) সুমিতকুমার চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরি
ঘ) সুকুমার রায়
উত্তর:(ক) স্যার উইলিয়াম জোন্স
৩২) এক ভাষার শব্দ,অন্য ভাষায় ব্যাখ্যা করা হয়, যে অভিধানে তাকে বলা হয়-
ক) ইতিহাসভিত্তিক অভিধান
খ) একভাষিক অভিধান
গ) দ্বি-ভাষিক অভিধান
ঘ) বিষয় অভিধান
উত্তর:(খ) একভাষিক অভিধান
আরো পড়ুন:
একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার:
গল্প
পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here
বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here
কবিতা:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here
সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here
প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার:
প্রথম পর্ব:
চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here
একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:
গল্প:
ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here
তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here
কবিতা:
ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here
লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন
উত্তর Click here
নাটক:
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:
পঞ্চতন্ত্র
বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here
আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here
পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here
আধুনিক বাংলা সাহিত্যের ধারা:
বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here
বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here
বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here
বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here
বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here
বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here
বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here
বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here
বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here
মানস- মানচিত্র অবলম্বনে:
ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here
বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here
শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here
রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here
বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here
চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here
লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:
লোককথা Click here
ধাঁধা Click here
ছড়া Click here
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার
গল্প:
আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here
কবিতা:
অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর
দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here
প্রবন্ধ:
বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here
ভারতীয় গল্প:
পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here
আন্তর্জাতিক কবিতা
তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here
ভাষা:
ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here
0 Comments