বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।


বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।

বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ:


*বাংলা ভাষার ইতিহাস তিনটি যুগে বিন্যস্ত-

১) প্রাচীন যুগ (৯০০-১৩৫০ খ্রিঃ):

২) মধ্যযুগ (১৩৫১-১৮০০ খ্রিঃ):

৩) আধুনিক যুগ (১৮০১-বর্তমান কাল পর্যন্ত)



১) প্রাচীন যুগ (৯০০-১৩৫০ খ্রিঃ):

১২০০-১৩৫০ সময়কে “অন্ধকার যুগ” বলা হয়,কারণ তুর্কি আক্রমণের ফলে সাহিত্যিক নিদর্শন হারিয়ে যায়। চর্যাপদের কবি লুই পাদ এই যুগের একমাত্র নিদর্শন।


২) মধ্যযুগ (১৩৫১-১৮০০ খ্রিঃ):

মধ্যযুগের ইতিহাসকে আবার দুটিটি ভাগে ভাগ করা হয়-

আদি-মধ্য যুগ (১৩৫১-১৫০০): বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন

অন্ত্য-মধ্য যুগ (১৫০১-১৮০০): ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল


৩) আধুনিক যুগ:(১৮০১-বর্তমান কাল):

বাংলা ভাষার ইতিহাসে আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান কাল পর্যন্ত। এই  যুগের রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর বিখ্যাত কাব্য সোনার তরী


* ভারতীয় আর্য ভাষার ইতিহাস:


ভারতীয় আর্য ভাষার তিনটি স্তর:

১) প্রাচীন ভারতীয় আর্য ভাষা (১৫০০-৬০০ খ্রিস্টপূর্বাব্দ):

মূল ভাষা: বৈদিক।

পাণিনি অষ্টাধ্যায়ী রচনা করে বৈদিক ভাষাকে শিষ্ট ভাষা বা সংস্কৃত হিসেবে গড়ে তোলেন।


২) মধ্য ভারতীয় আর্য ভাষা (৬০০ খ্রিস্টপূর্বাব্দ - ৯০০ খ্রিঃ):

পালি ভাষায় লেখা বৌদ্ধ ত্রিপিটক ও অশোকের অনুশাসন।প্রাকৃত ভাষার বিভিন্ন রূপ: মহারাষ্ট্রী, শৌরসেনী, মাগধী, পৈশাচী, অর্ধমাগধী।পরে এগুলো থেকে তৈরি হয় অপভ্রংশ ভাষা, যা নব্য ভারতীয় ভাষার ভিত্তি।


৩) আধুনিক বা নব্য ভারতীয় আর্য ভাষা (৯০০ খ্রিঃ থেকে বর্তমান):

অপভ্রংশ ভাষাগুলির মধ্য থেকে জন্ম নেয় বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি ইত্যাদি।


* সংস্কৃত ভাষার উৎপত্তি ও বিবর্তন


১) প্রাচীন ভারতীয় আর্যভাষা (১৫০০ খ্রিস্টপূর্ব – ৬০০ খ্রিস্টপূর্ব)

আর্যরা ভারতে প্রবেশ করে বৈদিক ভাষা চালু করে। ঋগ্বেদ-এর ভাষা হলো বৈদিক ভাষা।

বৈদিক ভাষার দুটি রূপ-

ক) কথ্য বৈদিক (চারটি আঞ্চলিক রূপ: প্রাচ্য, উদীচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য)


খ) সাহিত্যিক বৈদিক বা ছান্দস বৈদিক ভাষার শুদ্ধতা রক্ষায় পাণিনি আনুমানিক ৫০০ খ্রিস্টপূর্বে রচনা করেন ‘অষ্টাধ্যায়ী’। এই সংস্কারকৃত বৈদিক ভাষাই হল সংস্কৃত ভাষা


২) মধ্যভারতীয় আর্যভাষা(৬০০ খ্রিস্টপূর্ব– ৯০০ খ্রিস্টাব্দ)

এই ভাষার স্তর তিন ভাগে বিভক্ত-

ক) আদি স্তর (৬০০ খ্রিস্টপূর্ব – ১ম খ্রিস্টাব্দ):

মুখ্য ভাষা: পালি (ত্রিপিটক ও অশোকের শিলালিপিতে ব্যবহৃত)।

খ) মধ্য স্তর (১ম খ্রিস্টাব্দ – ৬ষ্ঠ খ্রিস্টাব্দ):

পাঁচটি প্রধান প্রাকৃত ভাষা: মহারাষ্ট্রী, শৌরসেনী, পৈশাচী, মাগধী, অর্ধমাগধী প্রতিটির থেকেই পরবর্তী কালে অপভ্রংশ ভাষার জন্ম।


গ) অন্ত্য স্তর (৬ষ্ঠ – ৯ম খ্রিস্টাব্দ):

অপভ্রংশ ভাষার জন্ম হয়, যা পরবর্তীকালে নব্যভারতীয় ভাষার উৎস।


* নব্য ভারতীয় আর্যভাষা ও অপভ্রংশ থেকে ভাষা-উৎপত্তি-

পৈশাচী অপভ্রংশ > পূর্বী ও পশ্চিমা পাঞ্জাবি, সিন্ধি।

মহারাষ্ট্রী অপভ্রংশ > মারাঠি, কোঙ্কণি

অর্ধমাগধী অপভ্রংশ >অবধি, বাঘেলি, ছত্তিশগড়ি (পূর্বী হিন্দি)।


*শৌরসেনী অপভ্রংশ >পাহাড়ি (নেপালি, গোর্খালি, কুমায়ুনি, গাড়োয়ালি)মধ্যদেশীয় (হিন্দুস্থানি, ব্রজ, কনৌজি, বুন্দেলি, খড়িবোলি)পশ্চিমা (গুজরাটি, রাজস্থানি)।


* বাংলা ভাষার ক্রমবিকাশ:

১) মূল উৎস:মাগধী প্রাকৃত >মাগধী অপভ্রংশ>বাংলা, অসমিয়া, ওড়িয়া


২) বিশিষ্ট মত:ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বৈদিক ভাষা> সংস্কৃত, পালি, প্রাকৃত >অপভ্রংশ>বাংলা।


৩) মাগধী অপভ্রংশের দুটি শাখা:

এক শাখা >ভোজপুরি, মৈথিলি, মগহি

অন্য শাখা> বাংলা, অসমিয়া, ওড়িয়া।


৪) বাংলা ও অসমিয়ার প্রথম পর্যায়ে অভিন্নতা ছিল, পরবর্তীকালে আলাদা হয়ে যায়।

বাংলা ভাষা একটি প্রাচীন ঐতিহ্যের ধারক। এর শিকড় প্রাচীন ভারতীয় আর্যভাষায়, বিশেষ করে মাগধী প্রাকৃত ও মাগধী অপভ্রংশে। ধাপে ধাপে বিবর্তনের মধ্য দিয়ে বাংলা আজকের আধুনিক রূপ লাভ করেছে।


MCQ প্রশ্ন উত্তর:


১) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখা ভারতে প্রবেশ করে তাদের নাম হয়-

ক) দরদীয়

খ) ভারতীয় আর্য

গ) সেমীয় নামীয়

ঘ) ইরানীয় আর্য

উত্তর:(খ) ভারতীয় আর্য


২) ভারতীয় আর্য ভাষার ইতিহাস-

ক) এক হাজার বছরের

খ) দেড় হাজার বছরের

গ) আড়াই হাজার বছরের

ঘ) সাড়ে তিন হাজার বছরের

উত্তর:(ঘ) সাড়ে তিন হাজার বছরের


৩) ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম-

ক) আধুনিক ভারতীয় আর্য

খ) উত্তর ভারতীয় আর্য

গ) নাব্য ভারতীয় আর্য

ঘ) বিশিষ্ট ভারতীয় আর্য

উত্তর:(গ) নাব্য ভারতীয় আর্য


৪) ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে যে-কটি যুগে ভাগ করা হয়-

ক) দুইটি

খ) তিনটি

গ) চারটি

ঘ) পাঁচটি

উত্তর:(খ) তিনটি


৫) প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্যতম দৃষ্টান্ত-

ক) পারসিক

খ) ওরাওঁ

গ) কন্নড়

ঘ) সংস্কৃত

উত্তর:(ঘ) সংস্কৃত


৬) প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা-

ক) সামবেদ

খ) ঋগ্‌বেদ

গ) কঠোপনিষদ

ঘ) মার্কণ্ডেয় পুরাণ

উত্তর:(খ) ঋগ্‌বেদ


৭)‘ছান্দস্’ হল-

ক) কথ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা

খ) আদি মধ্য ভারতীয় একটি আর্য ভাষা

গ) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা

ঘ) বৌদ্ধদের ধর্মগ্রন্থে ব্যবহৃত ভাষা

উত্তর:(গ) লেখ্য প্রাচীন ভারতীয় আর্য ভাষা


৮) পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ বলে যাঁকে মনে করা হয়-

ক) কাত্যায়ন

খ) যাস্ক

গ) পাণিনি

ঘ) শাকল্য

উত্তর:(গ) পাণিনি


৯) পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম-

ক) কাতন্ত্র ব্যাকরণ

খ) অষ্টাধ্যায়ী ব্যাকরণ

গ) চান্দ্র ব্যাকরণ

ঘ) বাক্যপদীয়

উত্তর:(খ) অষ্টাধ্যায়ী ব্যাকরণ


১০) মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল-

ক) আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০ খ্রিষ্টাব্দ

খ) আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দ

গ) আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ

ঘ) আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ

উত্তর:(ঘ) আনুমানিক ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৯০০ খ্রিস্টাব্দ


১১) মধ্য ভারতীয় আর্যের স্তরে বৈদিক সংস্কৃত ভাষা রূপান্তরিত হয়-

ক) লৌকিক সংস্কৃত ভাষায়

খ) পালি ভাষায়

গ) অপভ্রংশ ভাষায়

ঘ) পৈশাচী প্রাকৃত ভাষায়

উত্তর:(ক) লৌকিক সংস্কৃত ভাষায়


১২) লৌকিক কথ্য সংস্কৃত ভাষা রূপান্তরিত হয়ে যে ভাষা হয়-

ক) প্রাকৃত ভাষা

খ) অপভ্রংশ ভাষা

গ) পালি ভাষা

ঘ) অবহটঠ ভাষা

উত্তর:(ক) প্রাকৃত ভাষা


১৩) 'প্রাকৃত’শব্দটির অর্থ-

ক) সাধারণ

খ) পূর্ব

গ) প্রচন্ড

ঘ) অসামান্য

উত্তর:(ক) সাধারণ


১৪)‘প্রাকৃত’শব্দটির জন্ম হয়েছে যে শব্দ থেকে-

ক) প্রীত

খ) প্রাকৃত

গ) কৃত

ঘ) প্রকৃষ্ট

উত্তর:(খ) প্রাকৃত


১৫) মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা হল-

ক) প্ৰাকৃত

খ) সংস্কৃত

গ) হিন্দি

ঘ) পালি

উত্তর:(ক) প্ৰাকৃত


১৬)মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন-

ক) বানগড় লিপি

খ) ভীমবেটকার গুহাচিত্র  

গ) সিন্ধু লিপি

ঘ) অশোকের শিলালিপি

উত্তর:(ঘ) অশোকের শিলালিপি


১৭) মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক রূপ ছিল-

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৯টি

উত্তর:(গ) ৫টি


১৮) শৌরসেনী প্রাকৃতের প্রচলন ছিল-

ক) দক্ষিণ ভারতে

খ) মধ্য ভারতে

গ) উত্তর ভারতে

ঘ) পশ্চিম ভারতে

উত্তর:(ঘ) পশ্চিম ভারতে


১৯) পৈশাচী প্রাকৃতের প্রচলন ছিল-

ক) উত্তর ভারতে

খ) মধ্য ভারতে

গ) দক্ষিণ ভারতে

ঘ) পূর্ব ভারতে

উত্তর:(খ) মধ্য ভারতে


২০)পূর্ব ভারতে প্রচলিত ছিল-

ক) শৌরসেনী প্রাকৃত

খ) মাগধী প্ৰাকৃত

গ) অর্ধমাগধী প্রাকৃত

ঘ) পৈশাচিক প্রাকৃত

উত্তর:(খ) মাগধী প্ৰাকৃত


২১)প্রাকৃতের পরবর্তী ভাষাস্তরকে বলা হয়-

ক) পালি

খ) অপভ্রংশ

গ) অবহট্ঠ

ঘ) শৌরসেনী

উত্তর:(গ) অবহট্ঠ


২২) মাগধী অপভ্রংশের শাখা ছিল-

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর:(ক) ২টি


২৩) মাগধী অপভ্রংশের দুটি শাখার নাম হল-

ক) উত্তর-দক্ষিণা

খ) রাঢ়ি-বঙ্গালি

গ) পূর্বী ও পশ্চিমা

ঘ) ব্রাক্ষ্মী-খরোষ্ঠী

উত্তর:(গ) পূর্বী ও পশ্চিমা


২৪) মাগধী অপভ্রংশের পূর্বী শাখা থেকে যে ভাষাগুলির জন্ম হয়েছে-

ক) বাংলা ওড়িয়া বুন্দেলী

খ) বাংলা ওড়িয়া অহমিয়া

গ) ওড়িয়া অহমিয়া গুরুমুখী

ঘ) অহমিয়া ওড়িয়া ব্রজভাষা

উত্তর:(খ) বাংলা ওড়িয়া অহমিয়া


২৫)নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা হয়েছিল-

ক) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে

খ) আনুমানিক ৭০০ খ্রিস্টাব্দ থেকে

গ) আনুমানিক ৬০০ খ্রিস্টাব্দ থেকে

ঘ) আনুমানিক ১০০০ খ্রিস্টাব্দ থেকে

উত্তর:(ক) আনুমানিক ৯০০ খ্রিস্টাব্দ থেকে


২৬) ভারতীয় আর্য ভাষার যে স্তরে বাংলা ভাষার জন্ম হয়েছিল, তা হল-

ক) প্রাচীন ভারতীয় আর্য

খ) আদি মধ্য ভারতীয় আর্য

গ) মধ্য ভারতীয় আর্য

ঘ) নব্য ভারতীয় আর্য

উত্তর:(ঘ) নব্য ভারতীয় আর্য


২৭) বাংলা ভাষার জন্ম হয়েছিল-

ক) ৮০০ খ্রিস্টাব্দে

খ) ৯০০ খ্রিস্টাব্দে

গ) ১১০০ খ্রিস্টাব্দে

ঘ) ১২০০ খ্রিস্টাব্দে

উত্তর:(খ) ৯০০ খ্রিস্টাব্দে


২৮) বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন-

ক) চর্যাপদ

খ) গীতগোবিন্দ

গ) শ্রীকৃয়কীর্তন

ঘ) মঙ্গলকাব্য

উত্তর:(ক) চর্যাপদ


২৯) বাংলা ভাষার বিবর্তনকে ক-টি পর্যায়ে ভাগ করা হয়?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর:(খ) ৩টি


৩০) মধ্য বাংলাতে কয়টি স্তরে ভাগ করা যায়-

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৬টি

উত্তর:(ক) ২টি


৩১) আদি-মধ্য বাংলা ভাষার নিদর্শন-

ক) চর্যাপদ

খ) শ্রীকৃষ্ণকীর্তন

গ) শ্রীরাম পাঁচালী

ঘ) বিদ্যাপতির পদাবলী

উত্তর:(খ) শ্রীকৃষ্ণকীর্তন


৩২) বাংলা ভাষায় জন্ম হয়েছে, যে ভাষা থেকে-

ক) শৌরসেনী প্রকৃত

খ) অর্ধমাগধী প্রকৃত

গ) দ্রাবিড় ভাষা

ঘ) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ

উত্তর:(ঘ) মাগধী প্রাকৃত ও অপভ্রংশ




আরো পড়ুন:


একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার: 


গল্প


পুঁইমাচা গল্পের mcq প্রশ্ন উত্তর click here


বিড়াল প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা mcq প্রশ্ন উত্তর click here 


সাম্যবাদী কবিতা mcq প্রশ্ন উত্তর click here 



একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার:


গল্প:

ছুটি গল্পের প্রশ্ন উত্তর Click here 


তেলেনাপোতা আবিষ্কার গল্পের বড় প্রশ্ন উত্তর click here 


কবিতা:

ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর Click here 


লালন শাহ ফকিরের গান কবিতার প্রশ্ন

উত্তর Click here 



নাটক: 


পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ:

পঞ্চতন্ত্র


বই কেনা প্রবন্ধের প্রশ্ন উত্তর click here 

আজব শহর কলকেতা প্রবন্ধ প্রশ্ন উত্তর Click here

পঁচিশে বৈশাখ প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 

আড্ডা প্রবন্ধের প্রশ্ন উত্তর Click here 


আধুনিক বাংলা সাহিত্যের ধারা:


বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। Click here 


বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। Click here 


বাংলা কাব্য সাহিত্য মাইকেল মধুসূদন দত্তের অবদান Click here 


বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তী অবদান click here 


বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান Click here 


বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান Click here 


বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান Click here 


বাংলা ছোটগল্পে রবীন্দ্রনাথের অবদান Click here 


বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান click here 



মানস- মানচিত্র অবলম্বনে:


ইন্টারনেট আধুনিক জীবন সম্পর্কে প্রবন্ধ রচনা Click here 


বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা Click here 


শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলো রচনা Click here 


রক্তদান জীবনদান প্রবন্ধ রচনা Click here 


বিজ্ঞাপন ও আধুনিক জীবন রচনা Click here 


চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা Click here 


লৌকিক সাহিত্যের বিভিন্ন দিকে:


লোককথা Click here 

ধাঁধা Click here 

ছড়া Click here



ভাষা: 

বিশ্বের ভাষা ও ভাষা পরিবার mcq প্রশ্ন উত্তর 

Click here 



দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার


আদরিনী গল্পের mcq প্রশ্ন উত্তর click here 


অন্ধকার লেখাগুচ্ছ কবিতার mcq প্রশ্ন উত্তর 


দিগ্বিজয়ের রূপকথা কবিতার mcq প্রশ্ন উত্তর Click here 


বাঙ্গালা ভাষা প্রবন্ধের mcq প্রশ্ন উত্তর Click here 


পোটরাজ গল্পের mcq প্রশ্ন উত্তর Click here 


আন্তর্জাতিক কবিতা 

তার সঙ্গে কবিতার mcq প্রশ্ন উত্তর click here 


ভাষা: 

ভাষাবিজ্ঞান ও তার শাখা- প্রশাখা mcq প্রশ্ন উত্তর click here 




প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার: 

প্রথম পর্ব:


চর্যাপদের mcq প্রশ্ন উত্তর click here 


শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের MCQ প্রশ্ন উত্তর click here 
























Post a Comment

0 Comments